নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

বাঙালীদের সুইসাইডের জন্য ব্রীজ,বন নেই আছে বিষ ও গলার ফাস।

২৫ শে জুলাই, ২০২২ দুপুর ২:৪০





বিখ্যাতরা সম্ভবত বিখ্যাত হবার আগে সুইসাইডের ট্রাই করেছে, চিন্তা করেছে ; চরম বিপর্যয়,স্ট্রেস, হতাশা থেকে এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সম্ভবত, আজ এক নিউজ পোর্টালে চিত্র নায়ক মিঠুন চক্রবর্তীর সুইসাইড করতে যাওয়ার কথা পড়ে মনে পড়লো, আগে এমন অনেক পড়েছি, উনারা হতাশায় ছিল, ঝড়ে পড়েছে তাই বিখ্যাত হয়নি, সাধারণ মানুষ হিসেবে গণণা হয়েছে,জরিপে ডুকেছে। অন্যদিকে টিকে ছিলো তাই বিখ্যাত হয়েছে সুন্দর প্যার্টান।

সুইসাইডের টপ র্যাংকে ৪০ ভাগ আফ্রিকা কভার দিলেও মাঝখান থেকে সাউথ কোরিয়া নাম্বার চারে, প্রতি ১ লাখে ২৯ জন; ওদের আলাদা ব্রীজ আছে সুইসাইড করার জন্য।জাপানের আছে আলাদা বন। সবচেয়ে সমস্যাপূর্ণ দেশ আফগানিস্তানের সুইসাইড রেট সবচেয়ে কম,এমনকি সব মুসলিম দেশসমূহেই। সুইসাইড মহাপাপ কথায় বিশ্বাস আছে বিধায় এমন হয়েছে মনে হয়। পূর্ব ইউরোপের টপে আছে লিথুনিয়া, রাশিয়া ও পশ্চিম ইউরোপের সুইডেন, বেলজিয়াম। ২০১৯ সালে সুইডেনে ১৫ জন সুইসাইড করেছে প্রতি ১ লাখে। চীনের সুইসাইডের সঠিক খবর হয়তো পাবেন না,চীন থেকে বের হয়ে বাতাসে মিলিয়ে যায়; উ:কোরিয়ায় সবাই কিমের দিকে তাকালেই স্বর্গ অনুভব করে, তাই হয়তো সুইসাইডের সময় পায় না।

বাংলাদেশের কি হালচাল? জরিপ বলছে,প্রতিবছর ১৩ হাজার সুইসাইড করে,প্রতিদিন ৩৫ জন। ১৩ হাজারের ১০ হাজারের উপায় দুইটা : বিষ ও গলায় দড়ি। ২০২১ সালে ১০০+ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুইসাইড করেছে যা ভাবার বিষয় ; ৬২ ভাগ পাবলিক ভার্সিটির ও ৬৫ ভাগ পুরুষ। সুইসাইডের একটাই মূল কারণ -বিষন্নতা। তাছাড়া আরও নানা শ্রেনী পেশার মানুষ সুইসাইড করে,ফেসবুক লাইভে এসে কালিমা পড়ে, পরিবার সহ ট্রেনের নিচে ঝাপ দেয়।

আপনি কখনো সুইসাইড নোট লিখেছেন? ভেবেছেন এটা নিয়ে, চরম হতাশা গ্রাস করেছে, আপনার পরিচিত কেউ আছে যে চোখের সামনে সুইসাইড করে বসলো,আপনি আগে ঘুনাক্ষরে টের পাননি।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৩৯

রানার ব্লগ বলেছেন: বাংলাদেশিরা খুব বেশি মত্রায় রোমান্টিক বলে বিষ আর গলায় রশিতেই সন্তুষ্ট থাকে ।

২৫ শে জুলাই, ২০২২ বিকাল ৫:১৬

শূন্য সারমর্ম বলেছেন:

মগজ খাটিয়ে কেউ সুইসাইড করে নাকি!

২| ২৫ শে জুলাই, ২০২২ বিকাল ৪:১৫

সোনাগাজী বলেছেন:



পদ্মা থেকে কেউ পানিতে লাফ দেয়নি?

২৫ শে জুলাই, ২০২২ বিকাল ৫:১৬

শূন্য সারমর্ম বলেছেন:

না, দেয়নি।

৩| ২৫ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৩৭

জুল ভার্ন বলেছেন: গরীবের সুইসাইড গরীবি হালতেই হয়। তা হলে কোনো আদম সন্তান গলায় দড়ি বেঁধে কিম্বা বিষের মতো নিকৃষ্ট জিনিস খাইয়া মরে!

২৫ শে জুলাই, ২০২২ বিকাল ৫:১৭

শূন্য সারমর্ম বলেছেন:


গরীব সুইসাইড করার পর ধনী হয় কিনা জানা দরকার।

৪| ২৫ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৫৭

কামাল৮০ বলেছেন: ইসলামিক দেশ গুলিতে সুইসাইডাল স্কোয়াড আছে নিজেরাও মরে অন্যকেও মারে।তাই হয়তো আত্মহত্যার পরিমান কম।

২৫ শে জুলাই, ২০২২ বিকাল ৫:১৭

শূন্য সারমর্ম বলেছেন:

বিস্তারিত বলুন একটু।

৫| ২৫ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
আহারে, আত্মহত্যার মতো জিনিসেও সামান্য ক্রিয়েটিভিটি আমরা দেখাতে পারলাম না!! :((

২৫ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩৪

শূন্য সারমর্ম বলেছেন:

ভালো বলেছেন।

৬| ২৫ শে জুলাই, ২০২২ রাত ৯:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কিন্তু বিষেতো এখন ভেজাল!
ইদুরইতো মরেণা!

২৫ শে জুলাই, ২০২২ রাত ১০:৩০

শূন্য সারমর্ম বলেছেন:

নেগেটিভ +নেগেটিভ = পজিটিভ

৭| ২৫ শে জুলাই, ২০২২ রাত ১০:২৪

নয়ন বিন বাহার বলেছেন: চমৎকার এই জীবনটা কখন যে বিষণ্ণতায় আচ্ছন্ন হয়ে যায় নিজেরও অজান্তে! ভুক্তভোগী উপলব্ধি করতে পারে না!

২৫ শে জুলাই, ২০২২ রাত ১০:৩০

শূন্য সারমর্ম বলেছেন:

বিষন্নতা ছাড়া মানুষ বাঁচে কিনা বলা কঠিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.