নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

ভাষা শহীদরা বিশুদ্ধ বাংলায় কথা বলতে পারতো?

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০২




দেশব্যাপী পালন করা হচ্ছে মাতৃভাষা দিবস,রাস্ট্রপতিকে ফুল দিতে দেখা গেলো শেষবারের মতন।একুশে বইমেলা ভিড় বেড়েছে, রাস্তাঘাটে কিশোরীকে দেখা গিয়েছে বর্ণমালা খচিত শাড়ীতে।সবচেয়ে সুন্দর দৃশ্য মনে হয়েছে শিশুদের হাতে ফুল, পতাকা থাকার দৃশ্য। ফুল দিয়ে শ্রদ্ধার পর্বে যারা যায়নি, ছুটি পেয়ে বাসায় আরাম করে নিচ্ছে।জেলখানা থেকেও শহীদ মিনারে ফুল এসেছে দেখলাম।একুশ নিয়ে অনেক কবিতা পড়লাম ব্লগে।

তবে কবিতার জগৎের বাইরে একুশ মানেই ভাষা শহীদদের জন্য নির্মিত পাঠাগার /যাদুঘর অযত্নে, অবহেলায় পড়ে থাকার দৃশ্যপট ;ফুল দেয়া নিয়ে মারামারি ও শহীদ মিনার থেকে ফুল চুরি। ২০১০ সালে জন্ম নেয়া আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট গবেষণায় এক টাকাও ব্যয় করেনি, পরিচালক বলছে জোর দেয়া হচ্ছে।জোর করে অনেক কিছু আদায় করে নিবে এই ইনস্টিটিউট ৫২ সালের মতই।এমনকি জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে এখনই শত শত কোটি খরচ করতে চায় না বাংলাদেশ, এটা কোনো ভাবেই যুক্তিসংগত নয়,বলেছেন পররাষ্ট্র সচিব।

বাসা থেকে বের হয়ে আশপাশ দেখতে গেলাম,সবকিছু চলছে আগের মতন ;তবে কয়েকজনকে দেখলাম " আমার ভাইয়ের রক্তে রাঙানো গান নিয়ে "যেমন অবজ্ঞার সুরে কথা বলছে, আমার বিরক্ত লাগলো ; উনাদের মাথায় টুপি ছিলো, একটু পরেই নামাযে যাবে।চা খেতে বসলাম এক দোকানে, হঠাৎ কানে আসলো 'একজন বলছে এবস্যালুট সুখ/দুঃখ মানে জান্নাত, জাহান্নাম, দুনিয়াতে এসব কিছু নেই। ঘাড় ঘুরিয়ে দেখা মাত্রই বুঝলাম ঢাকা ভার্সিটির গুম হয়ে যাওয়া রবীন্দ্রনাথ কথা বলছে,ভেষভুষায় তাই মনে হলো,পাশে একজন রবীন্দ্রসংগীত শুনছে ও নিকোটিনের ধোয়ায় আচ্ছাদিত করে রেখেছে। আমার যখন উনাদের ঠিক সংস্কৃতিমনা মনে হচ্ছিলো, এমন সময় উনি বলে উঠলেন এই গানের শেষে শিরকের কথা আছে , পূজা নিয়ে লিখেছে তো তাই এমনটা করেছে রবীন্দ্রনাথ।


মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১২

সোনাগাজী বলেছেন:


১৯৫২ সালের মানুষজন জাতির সমস্যা নিয়ে সচেতন ছিলেন; শহীদদের মাঝে সবাই ছাত্র ছিলেন না।

আপনার বাংলার কি অবস্হা, সহজে লিখতে পারেন?

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২০

শূন্য সারমর্ম বলেছেন:

লেখার চেষ্টা করি।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: দেশে কেউ প্রমিত বাংলায় কথা বলে না টিভি, সিনেমা বা মঞ্চ ছাড়া। আমরা যেভাবে কথা বলি সেটাই স্বাভাবিক ভাষা আমাদের জন্য। ভাষা আগে আসে পড়ে ব্যাকরণ আসে।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩০

শূন্য সারমর্ম বলেছেন:


যেটাই আসুক, বাংলা ভাষাটা আমাদের মাধ্যমেই বিবর্তিত হচ্ছে।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: শিরোনাম এমন কেন ? পোস্টের সাথে কোন মিল নেই !

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩২

শূন্য সারমর্ম বলেছেন:


সঠিক বলেছেন ; অনেক সময় দুটাকার লজেন্স কিনলেও ভেতরে হাওয়া ব্যতীত কিছুই থাকে না।

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩২

কামাল১৮ বলেছেন: ভাষা চলমান।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৩

শূন্য সারমর্ম বলেছেন:


ভাষা ঠিক কখন বিলুপ্ত হয়ে যায়?

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৩

জুল ভার্ন বলেছেন: মাতৃভাষা মানেই বিশুদ্ধ। ভাষা শহীদগন স্কুলের শিক্ষক নন- যে বিশুদ্ধ প্রমিত ভাষায় কথা বলতে হবে।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪

শূন্য সারমর্ম বলেছেন:


ভিনদেশী কাউকে আপনি নিশ্চই চট্রগ্রাম/সিলেটের আন্চলিক ভাষা শিখাতে চাইবেন না।

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪০

নাহল তরকারি বলেছেন: সুন্দর।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:১৭

শূন্য সারমর্ম বলেছেন:


ধন্যবাদ।

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২০

রাজীব নুর বলেছেন: বোবাদের কোনো ভাষা নেই।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৫৩

শূন্য সারমর্ম বলেছেন:


বোবারা পেছণের সারি থেকে ছিটকে পড়ছে। সাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে দেশ সমস্যায় আছে, আজ এক প্রতিবেদনে দেখলাম।

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:০৩

রাজীব নুর বলেছেন: আমি বাঙ্গালী। অথচ বাংলা ভাষায় আমার কোনো দক্ষতা নেই।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৩৩

শূন্য সারমর্ম বলেছেন:


বাংলা ভাষায় দক্ষতা নিশ্চই ভাষাবিদদের থাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.