নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শত কষ্টের মধ্য একটু সুখ খুজছিসব সময় বাধা হয়ে দাড়ায় কঠোর বাস্তবাতা

চেনা পথের অচিন পথিক

আমি একজন মাত্রাতিরিক্ত ভদ্র ছেলে

চেনা পথের অচিন পথিক › বিস্তারিত পোস্টঃ

ছোট গল্পঃ টাকায় সম্মান আনে

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৬



আমার বাবারা ছয় ভাই । আমার বাবা চার নম্বর
আমারা অনেক চাচাত ভাই বোন সবার মধ্য আমার আর সিয়াম এর সব থেকে বেশি মিল
সিয়াম যদিও আমার থেকে দেড় বছরের বড় , কিন্ত আমাদের আচরণ দেখলে কেউ বলবেনা আমরা চাচাত ভাই
সব সময় আমরা এক সাথে থাকতাম , এক সাথে স্কুলে য়েতাম সব একসাথেই করতাম
আমাকে দেখে খুব ভয় করত সিয়াম ভাই কারণ আমাকে কিছু বল্লেই আমি চাচিকে বলে দিতাম
.
.
আমরা বড় হতে থাকলাম আর আস্তে আস্তে আমাদের একসাথে চলা কমতে শুরু করল
আস্তে আস্তে এমন হল যে দিনে দু একবার কথা হত কি না তা সন্দেহ
একসময় আর কথায় হত না সারা দিনে দু দিন তিন দিন পর একবার
তারপরেও ভালেই চলছিল আমি য়খন যা চইতাম দিত আবার আমার কাছে কিছু চাইলে আমি ও দিতাম
.
.
আমরা নানির বাড়ির পার্শে বাড়ি করি আর এস এস সির পর আমরা চলে আসি
কলেজ থেকে ছুটি হলেই আমি আগে চাচার বাড়ি যেতাম তারপার আমাদের বড়ি
আমার এইচ এস সি পরিক্ষা শেষ হতেই কিছু দিন পর থেকে বাবা অসুস্থ হল
আস্তে আস্তে খুব অসুস্থ হয়ে গেল বাবার কিডনি ডেমেজ হয়েগেছিল
বাবা মারা গেল , শুরু হল চরম দূরভোগ
আমি তো কিছু করতাম না আমি আর আমার মা নানার কাছেই খেতাম
আর আমি আমার মামার আবাসিক হোটেল চালাতে লাগলাম
মামা নেশা করত একদিন সে আমাতে কিছু কথা বল্লে আমি রেগে য়াই আর বাসা থেকে বের হয়ে চাচার বাসায় চলে য়াই
সেখানে থাকতে শুরু করলাম
আস্তে আস্তে খেয়াল করলাম আমি য়েন তাদের কাছে বোঝা হয়ে গেলাম
সিয়াম ভাই যার সাথে আমার গলায় গলায় পিরিত সে কেমন য়েন ভাব নিয়ে কথা বলে
এক সময় মনে হল আমি যেন কাজের লোকের থেকেও খারাপ হয়ে গেছি
তার পর সেখান থেকে আমি আমার বাড়িতে চলে আসি
আম্মু চাচিকে বল্র চাচাকে বলতে আমাদের জমি আমরা বিক্রি করব তা আনের কাছে না করে নিজেদের মধ্য নিলে ভালো হয়
চাচা জানাল তার কাছে টাকা নেই , আমরও পড়লাম বিপাকে আমরা জমি বিক্রি ও করতে পারছি না
চাচাকে বলা হল তনন্ত ২-৩ লক্ষ টাকা ধার হিসেবে দিতে আমার চাকুরির জন্য লগবে
কিন্তু কেউ দিল না আর মাঝে মাঝে চাচার বাড়ি গেলে মনে হত বাড়িতে যেন ভূত ঢুকেছে কখন যেন টাকা চায়
বাবার মৃত্যুর এক বছর পার হবার কিছুদিন পর ই সিয়াম ভাই গাড়ি কিনল ৩লক্ষ টাকা দিয়ে
তার পর আমি বুঝতে পারলাম টাকা ছাড়া আর কোন কিছু নেই যেটা ছাড়া আর কোন কিছুকেই মানুষ সম্মান বা ভয় করে না
আমি ঠিক করলাম টাকা আমাকে আয় করতেই হবে সে যে ভাবেই হোক
আমার কাছে কিছু টাকা ছিল আর আমার এক মামা ছিল দুই জন মিলে একটা কীটনাশক কারখানা দিনাম
যদিও আমরা নামি দামী সব কোম্পানীর পন্য নকল করতাম [জানি অবৈধ তার পরেও বাধ্য ]
আস্তে উন্নতি হতে লাগল
বেশ কিছু টাকাও হয়ে গিয়েছিল আমাদের
আমি একটা সরকারি চাকুরিতে ঢুকে গেলাম আর ব্যবসাটাও চলতে থাকল
আমরা দুজন মিলে সিধান্ত নিলাম আর করেও নিলাম
আস্তে আস্তে বাড়তে লাগল আমাদের ব্যবসায়
এখন হাতে গোণা কয়কটি কোম্পানীর মধ্য আমাদের কোম্পানী টি আছে
এখন আমি আর কারো বাসায় য়াই না সবই আমার বাড়িতেই আসে
এখন কোনো কিছুতে আমাকে ছাড়া হয়ই না
কি আদর

তাই বলা যায় পৃথিবীতে একমাএ টাকা কেই সবাই ভালোবাসে
সম্মান করে সব কিছু তে টাকা
তোমার পকেটে টাকা নেই তোমার কেউ নেই টাকা আছে সবাই আছে

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৪

ভ্রমরের ডানা বলেছেন: বানানের দিকে নজর দিন!


আর কথায় আছে টাকা হাতের ময়লা!

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৮

চেনা পথের অচিন পথিক বলেছেন: :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.