![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্যদিনগুলোর মতো আজো পাগলিটা ফোন দিয়েছিল সাদকে। হঠাতই ফোন দেয় সাদকে। কথা শুরু হলে কিছুতেই ফুরোতে চাই না ওদের। এই একটা মেয়েই সাদ কে পাগলের মতো ভালোবাসে। মেয়েটার নাম সুপ্তি। আজ প্রায় ৪ বছরের বেশী হয়ে গেছে ওদের পরিচয়। শুরুটা বন্ধুত্তের মাধ্যমে, পরিণতি প্রেম। এখনো চলছে। সব থেকে মজার ব্যাপার ওদের আজ পর্যন্ত একটা বারের জন্য দেখা হয়নি। সাদ আগে দেখা করতে চেয়েছিল। দুর্ভাগ্যবশত হয়নি। এখন শুধু সুপ্তি দেখা করতে চায়। সাদ এর সময় হয় না। দুজন যে দু প্রান্তে। দুজনই পড়াশোনা করছে অনার্স লেভেলে। সাদ, সুপ্তির চেয়ে বয়সে ৩-৪ বছরের বড় হবে। প্রায় প্রতিদিন ওদের কথা হয়। সাদ কম ই ফোন করে সুপ্তিকে। সুপ্তি প্রতিদিন ই কথা বলতে চায়। এই একটা ছেলেকে সে সত্যি অনেক ভালোবাসে। কথা না বলে একটা দিন পার করতে অনেক কষ্ট লাগে সুপ্তির। অনেক পথ পাড়ি দিয়ে এতদূর এসেছে সুপ্তি।এর শেষটা তো না দেখে সে থামবে না। সাদ আগে এমন ছিল।অনেক আবেগি। সময়ের সাথে সাথে সে নিজেকে বদলেছে। নিজেকে প্রকাশ করেনা। বর্তমান সময়ে এই কঠিন রিলেশন তার মেনে নিতে সত্যি কষ্ট হয়। যেখানে সুপ্তির মতো একটা মেয়ে পারে তাকে তো ছেলে হিসেবে মানতেই হবে। সাদ জানে না এর শেষ পরিণতি কি হবে। তার কি হবে,সুপ্তির কি হবে। সাদ বাস্তবে বেশী বিশ্বাসী। সুপ্তির বিশ্বাস এই বছরেই ও দেখা করবে সাদের সাথে। তার অনেক দিনের সাধনা যে। সাদ নিজেকে ছোট ভাবে সবসময়। আদো সে সুপ্তির যোগ্য কিনা। এগুলো সে ভাবতে চাই না। তবে সে একটা জিনিস জানে তার লাইফে সুপ্তির মতো একটা মেয়ে সত্যি প্রয়োজন। সবাই ভুল বুঝলেও সুপ্তি ঠিক ই মেনে নিবে তাকে। সুপ্তিকে সে কখনোই কষ্ট দিবে না। ওরা জানে না ওদের ভাগ্যে বিধাতা কি লিখে রেখেছেন। তবে সুপ্তি, সাদের মতো ছেলেকে কখনো ভুলতে পারবে না। ইভেন একটা দিনের জন্য হারাতেও না।
©somewhere in net ltd.