নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার মতন। :)

আহমেদ শাকির

কিছু কথা থাক না গোপন।

আহমেদ শাকির › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা

০৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫৭


অন্যদিনগুলোর মতো আজো পাগলিটা কল দিয়েছিল সাদকে। হঠাতই কল দেয় সাদকে।সাদ বেশীরভাগ সময়ে হকচকিয়ে যায়।কিভাবে যেন বুঝে যায় এটা সুপ্তির কল। হয়তো এটাই ভালোবাসার উপলব্দি। কথা শুরু হলে কিছুতেই ফুরোতে চাই না ওদের। এই একটা মেয়েই সাদ কে পাগলের মতো ভালোবাসে।বলার আগেই কিভাবে যেন সাদের মনের সব কথা জেনে যায়। মেয়েটার নাম সুপ্তি।আজ প্রায় ৪ বছরের বেশী হয়ে গেছে ওদের পরিচয়। শুরুটা বন্ধুত্তের মাধ্যমে, পরিণতি প্রেম। এখনো চলছে। সব থেকে মজার ব্যাপার ওদের আজ পর্যন্ত একটা বারের জন্য দেখা হয়নি। সাদ আগে দেখা করতে চেয়েছিল। দুর্ভাগ্যবশত হয়নি। এখন শুধু সুপ্তি দেখা করতে চায়। সাদ এর সময় হয় না। দুজন যে দু প্রান্তে। দুজনই পড়াশোনা করছে অনার্স লেভেলে। সাদ, সুপ্তির চেয়ে বয়সে ৩-৪ বছরের বড় হবে। প্রায় প্রতিদিন ওদের কথা হয়। সাদ কম ই ফোন করে সুপ্তিকে। সুপ্তি প্রতিদিন ই কথা বলতে চায়। এই একটা ছেলেকে সে সত্যি অনেক ভালোবাসে। কথা না বলে একটা দিন পার করতে অনেক কষ্ট হয় সুপ্তির। অনেক পথ পাড়ি দিয়ে এতদূর এসেছে সুপ্তি।এর শেষটা তো না দেখে সে থামবে না। সাদ আগে এমন ছিল।অনেক আবেগি। সময়ের সাথে সাথে সে নিজেকে বদলেছে। নিজেকে প্রকাশ করেনা ঠিক আগের মতো। বর্তমান সময়ে এই কঠিন রিলেশন তার মেনে নিতে সত্যি কষ্ট হয়। যেখানে সুপ্তির মতো একটা মেয়ে পারে তাকে তো ছেলে হিসেবে মানতেই হবে। সাদ জানে না এর শেষ পরিণতি কি হবে। তার কি হবে,সুপ্তির কি হবে? সাদ বাস্তবে বেশী বিশ্বাসী। সুপ্তির বিশ্বাস এই বছরেই ওদের দেখা হবে। তার অনেক দিনের সাধনা যে। সাদ নিজেকে ছোট ভাবে সবসময়।আদৌ সে সুপ্তির যোগ্য কিনা।সাদ অতোটা সিরিয়াস না। সামনে ভাব্বার অনেক সময় আছে। এগুলো সে ভাবতে চাই না।কিন্তু সুপ্তির যদি সে সময় না হয়।সুপ্তি সাদকে পাবার জন্য শেষ পর্যন্ত লড়ে যাবে।সাদ কি পারবে? তবে সে একটা জিনিস জানে তার লাইফে সুপ্তির মতো একটা মেয়ে সত্যি প্রয়োজন।সবাই ভুল বুঝলেও সুপ্তি ঠিক ই মেনে নিবে তাকে। সুপ্তিকে সে কখনোই কষ্ট দিবে না। সাদ একটা ব্যাপার ভেবে খুব মজা পায়,সুপ্তি যে আজ তার থেকেও সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে।তাকে বোঝাতে পারে,তার ভুল ধরতে পারে।সুপ্তিও খুব খুশি থাকে এই ব্যাপারটা ভাবলে। এই কারণেই হয়তো সাদকে সে সত্যি অনেক ভালোবাসে। ওরা জানে না ওদের ভাগ্যে বিধাতা কি লিখে রেখেছেন। তবে সুপ্তি, সাদের মতো ছেলেকে কখনো ভুলতে পারবে না। ইভেন একটা দিনের জন্য হারাতেও না। ওদের বিশ্বাস ওদের একদিন দেখা হবেই।হয়তো সত্যিকারের ভালোবাসার জোরে।এই আকাঙ্ক্ষা নিয়ে ওদের স্বপ্ন একদিন পূরণ হবে। নতুবা অন্তহীন অপেক্ষা যে চোখের পলকে মিথ্যে হয়ে যাবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.