![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা হেরে গেলাম কিন্তু হেরেও ১৮ কোটি মানুষের হৃদয়ে জয়ী হয়েছি। আমরা বাংলার টাইগার, লড়াই করেই হেরেছি। আজ হয়তো লাক ফেবার করেনি বাংলাদেশের পক্ষে। মাশরাফি ভাইকে সব থেকে মিস করেছি। হয়তো এই সুযোগটাই কাজে লাগিয়েছে নিউজিল্যান্ড। রিয়াদ ভাইকে অভিনন্দন তার ২য় শত পূরণের জন্য। আর তামিম ভাই কে নিয়ে কিছু বলার নাই। চাচা যতদিন থাকবে হয়তো সেও থাকবে আর প্রতি ম্যাচ এ আণ্ডা মারবে। যা ই হোক আমি খুশি। কোয়াটার ফাইনালে ইন্ডিয়া আমাদের প্রতিপক্ষ। আজকের প্রতিশোধ ওইদিন ই নেওয়া হবে। বিজয়ের উল্লাস বয়ে নিয়ে আসুক আমাদের টাইগার। ইন্ডিয়ারে খাইতেই হবে। যে কোন মূল্যেই... ভাগ্যক্রমে আজ হেরেছি কিন্তু সামনে জিত আমাদেরই হবে।ইনশাল্লাহ... হারি কিংবা জিতি, হৃদয়ে বাংলাদেশ।
©somewhere in net ltd.