![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই ছেলেটাকেই সঙ্গী করা উচিত যার ভবিষ্যৎ ভালো আর সেই মেয়েটিকে যার অতীত ভালো ছিলো। গুরুজনেরা এই কথাটা বলেন। কিন্তু আমার ছোট্ট মনে একটা প্রশ্নই বারে বারে জাগে তা হলো একটা ছেলে কিভাবে একটা মেয়ের অতীত জানবে? এটা কি আদৌ সম্ভব। আর মেয়েরা নিজের অতীতটা জানাতে কখনোই ইচ্ছুক না। যদিও ছেলেটা জানতে পারে বেশীরভাগ মেকি হয়ে ধরা দিবে। আর ছেলেদের ব্যাপারটা হলো।একটা ছেলের ফিউচার কেমন হবে এটা আগেভাগে বলে দেওয়া যায় নাকি? লাইফের একটা টারনিং পর্যায়ে সেটা বোঝা যায়। আমাদের ভেতর অনেকেই আছেন যাদেরকে নিয়ে আশা করেন কিন্তু আসলে এটার ফলাফল আর শেষ টা আমরা কেউই জানি না। আসলে আমাদের সবকিছু আসে ইমেজিনেশন আর কিছুটা স্বপ্ন, কিছুটা দৃষ্টিভঙ্গির ব্যাপার থেকে।
©somewhere in net ltd.