![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুম আমার মনটা অনেক নরম। হৃদয়টা জানি না।একটা সময় ছিল, এখন আর নেই। এই মন নিয়ে অনেকে খেলেছে, কেউ খেলতে চেয়েছে,কেউ সে সুযোগ পাই নি। মানুষের সহ্য করার একটা ক্ষমতা থাকে। লিমিট ক্রস করলে নরম মনটাও একটা সময় শক্ত আর পাথর হয়ে যায়। একটা সময় অনেক কিছু গায়ে লাগতো,আখন লাগে না। কাউকে বোঝার মতো আসীম ধৈর্য হয়তো আমার নেই কিন্তু যে আমাকে একনিষ্ঠ মনে চায় তাকে কিভাবে ফিরিয়ে দিবো। এমন নিষ্ঠুর তো আমি নই। একা থাকতেই আমার ভালো লাগে।কারণ ওরা কেউ আমার মতন নয়। ওদের অনুভূতি গুলো আমার পছন্দ নয়। জগত সংসারে একা সবাই থাকতে পারে না। যে তোমার মূল্য দিতে জানে না তাকে বার বার নিজের সুখদুঃখ প্রকাশ করতে যাবে কেন। কাউকে পুরোপুরি বিশ্বাস করতে নেই, কিছুটা নিজের জন্য রেখে দিতে হয়। নতুবা সব যে রসাতলে চলে যাবে। সুযোগ সন্ধানী মানুষগুলোকে আমার একদম ভালো লাগে না। দরকারে ভাই ভাই, আর স্বার্থ হাছিল হয়ে গেলে তোরে এখন চিনি না। হা হা হা ... এটাই সত্যি আর বাস্তবতা। যে আমাকে সত্যি চাই সে আমার সব কিছু জেনেই আমাকে ভালবাসবে। তার কাছে সবকিছু লুকবো কেন? তাকে তো বিশ্বাস করেই আমি ভালবাসবো। যে মানুষটা সারাদিনে একটা সময় ঠোঁটের কোনে হাসি নিয়ে আসতে পারে আর একটা সময় ভীষণ কাঁদিয়ে নিজেকে একদম হাল্কা করে দিতে পারে, আমার তাকেই প্রয়োজন।
২| ১৬ ই জুন, ২০১৫ রাত ২:০৭
আহমেদ শাকির বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৫ রাত ১২:২৪
***মহারাজ*** বলেছেন: হা হা হা ... এটাই সত্যি আর বাস্তবতা