নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ নূরুজ্জামান খান (সালেহীন)

মোঃ নূরুজ্জামান খান (সালেহীন) › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গঃ আজকের ইত্যাদি ও নিয়মিত শিল্পীদের গান

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৯

বিটিভিতে আজকের ইত্যাদি দেখলাম। বরাবরের মত ভালই লাগল। সবগুলি বিষয়, বিভিন্ন গান ও অন্যান্য টপিক্স ভাল হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশী ভাল লেগেছে দর্শকদের অংশগ্রহনে নাটিকা এবং শেষে অন্ধ স্ত্রী ও তার স্বামীর সংসার এর বিষয় নিয়ে প্রতিবেদন। আমার কাছে যে বিষয়টা ভাল লাগেনি তা হল, ইত্যাদির নিয়মিত শিল্পীদের গান। বচন-প্রচবচন নিয়ে একটি গান হল…...বাতির নীচে অন্ধকার…..তারপর আর মনে করতে পারছিন। গানটি জীবন ঘনিষ্ট। কিন্তু কথা হল যে, গানে নাচানাচি ঠিক আছে কিন্তু গানের যে কথা সেটাই ঠিকমত বুঝতে পারিনি মিউজিকের কারণে। গানের কথার সাথে আবার যন্ত্রের সুরের সংযোগের ফলে গানটা পরিস্কার ভাবে বুঝা যায়নি। এধরণের গানের কথা ষ্পষ্ট হওয়া বাঞ্চনীয়। যদি কোন প্রতিষ্ঠিত শিল্পী যেমন, আমার মনে হয়েছে শিল্পী হায়দার বা যার গায়কী স্পষ্ট এমন কেউ হলে ভাল হত। আর এই গানে মনে হয় প্রচুর খরচ এমনিতেই হয়েছে। আর ইত্যাদিতে কিন্তু এসব বিষয়/অসঙ্গতি নিয়েই অন্যদের সমালোচনা করে যা আমরাও ঠিক মনে করি। এই একটি বিষয় ব্যতীত অন্য সবগুলি ভাল লেগেছে যা আগেই বলেছি।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩১

কালোপরী বলেছেন: হু দেখেছি

২| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৬

নিরব বাংলাদেশী বলেছেন: মিস করছি... ভিডিও লিঙ্ক কারো কাছে আছে?

৩| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪১

মাহমুদুল হাসান (সুমন)। বলেছেন: সবচেয়ে বেশী ভাল লেগেছে - অন্ধ স্ত্রী ও তার স্বামীর সংসার এর বিষয় নিয়ে প্রতিবেদন। :D

৪| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৫

প্রিতী ইসলাম বলেছেন: http://www.amarnatok.com/index.php?page=Ittadi

৫| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৮

অর্ণব আর্ক বলেছেন: দেখার সময় পাইনাই কেউ কি ভিডুউ লিংকাইবেন। ?

৬| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৮

মোঃ নূরুজ্জামান খান (সালেহীন) বলেছেন: এখানে পাবেন: Click This Link

৭| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৫

রিফাত হোসেন বলেছেন: ++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.