![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মতিঝিল থেকে মিরপুর। স্টাফ বাসে অফিস থেকে বাসা পর্যন্ত আসতে পৌনে দুই ঘন্টা থেকে দুই ঘন্টা একটা প্রাত্যহিক ঘটনা। বাসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, কথাবার্তা হয় এবং এভাবেই গন্তব্যে পৌছে যাই।যাই হোক সেদিন কথাবার্তার মধ্যে আমাকে এক কলিগ কাগজে ৪ জোড়া সংখ্যা একটি স্কয়ারের মধ্যে লিখে বলল, পারলে এটা মিলান? অর্থাৎ ১ এর সাথে ১, ২ এর সাথে ২, ৩ এর সাথে ৩ এবং ৪ এর সাথে ৪ এভাবে রেখা একে সংযোগ করা। আমি অনেকভাবেই ঐদিন চেষ্টা করলাম কিন্তু ব্যর্থ হলাম। পরের দিন বাসে বসে আবার ট্রাই করছি কিন্তু মিলাতে পারলাম না। এটা দেখে রবিউল ভাই নামে আরেক কলিগ (যে কিনা এসব কুইজ ফুইজের ব্যাপারে ব্যাপক ইন্টারেস্ট)আমার কাছ হতে কাগজটা নিল। আমি বললাম বিষয়টা অত সহজ নয়। আমি অনেক চেষ্টা করেছি। সে বলল দেখাই যাক না। আমাকে এবং আমার কুইজদাতাকে (প্রসেনজিত মল্লিক) অবাক করে ১০ মিনিটের মধ্যে সমাধানটা দিয়ে দিল। তখন সমাধান দেখে তখন মনে হয়েছিল যে, সমস্যাটি সহজ কিন্তু কেন পারলাম না?
যাই হোক আপনাদের কাছে সমস্যাটি কেমন কঠিন মনে হয়? আজকে সমস্যাটি কম্পিউটারে লিখে আপনাদের জন্য আপলোড করলাম।
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫
সাদা রং- বলেছেন: আমি প্রশ্নটা বুঝি নি?
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২২
সাইফুর রহমান পায়েল বলেছেন: সহজ সমাধান। নিচের ছবিটি খেয়াল করুন। আমার কিন্তু ধরতে ২ মিনিটও লাগেনি, যা আপনি ২ দিন বসেও পারেননি। :!> :!> :#> :#>
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৮
মোঃ নূরুজ্জামান খান (সালেহীন) বলেছেন: ধন্যবাদ পায়েল ভাই। সবার মাথা একভাবে কাজ করে না। যেমন আমারটা দুই দিনেও হল না। অথচ আমার কলিগ ১০ মিনিটের মাথায় সমাধান করল। আর আপনি ২ মিনিটের মধ্যে করলেন।
যাই হোক আমাকে আরেকটা সমস্যা দেয়া হয়েছে যা থ্রি ইউটিলিটি নামে পরিচিত। তিনটি বাড়ী এবং এই তিনটি বাড়ীতে গ্যাস, পানি এবং ইলেকট্রিসিটি যাবে কিন্তু কোন ক্রস করা যাবে না। আমি নেটে সার্চ দিয়েও সমাধান পেলাম না। আমাকে বলা হল যে, সমাধান আছে।
৫| ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: করে ফেলেছি। ভালো লাগলো একটু মাথা খেলানোর সুযোগ করে দেবার জন্য ।
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫০
বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।
৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৪
রবিন কুমার বলেছেন: নূরুজ্জামান ভাই, আপনার সাহায্য আমার দরকার ক্যাপচা সম্পর্কে । কিভাবে আয় করা এবং টাকা পাওয়া সম্ভব দয়া করে যদি একটু জানাতেন।আমি কিছুই বুঝতেছি না।
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সংখ্যা গুলোকে কি তাদের জায়গা থেকে সরানো যাবে?