নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শামাঊন শার্দূল জাহান

শামাঊন শার্দূল জাহান › বিস্তারিত পোস্টঃ

একটি ধর্ষণের গল্প । (Part-1)

১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৬

আমি জানি আমি পাপী, খুব জঘন্য,অনেক নিকৃষ্ট আমি, আমাকে দিয়ে কিছুই হয় না আমি সব জানি, কিন্তু তোমরা কেনো আমাকে এভাবে শাস্তি দিচ্ছো??? আমাকে শাস্তি দেওয়ার জন্য তো আমার সৃষ্টিকর্তা আছে।
আমাকে দিয়ে ঘুমানো ছাড়া আর কিছুই হয় না ।।
কিছুই করতে পারি না আমি। কিন্তু আমি একটা জিনিস খুব ভালো পারি সেটা হলো সপ্ন দেখতে ।
কতই না স্বপ্নের মাঝে কাটে আমার দিন-রাত।। সপ্নগুলো সুধু দেখেই যাই ।।
কখনো ছুঁতে পারি না ।। আমারো ইচ্ছে ছিলো আমি অনেক বড় হবো ।।
জীবনে কিছু করবো, কিন্তু কিছু অভিজ্ঞতা প্রতিটা মুহূর্তে,প্রতিটা ক্ষণে আমার আশাগুলোকে আমার সপ্নগুলোকে খুন করছে ।।
প্রতিদিন, প্রতিটা মুহূর্ত ধর্ষকদের মত ছিরে খাচ্ছে তোমাদের দেওয়া আঘাত গুলো ।।
যখন তোমরা আমাকে আঘাত দেওয়া শুরু করলে, তখন আমি জানতাম না আত্মহত্যা কি, যদি জানতাম তাহলে তখনই তা করতাম ।।
আস্তে আস্তে একটু বড় হলাম তখন একটু বুঝার ক্ষমতা হলো , তখন দেখি আত্মহত্যা মহাপাপ ।।
আর সে জন্যই এখন না আত্মহত্যা করতে পারি , না পারি প্রতীবাদ করতে ।।
শুধু সহ্য করে যাই ।। জানিনা কতদিন পারবো ।। আর কতদিন বাঁচবো ।।
জানি এই লেখাটা তোমাদের চোখ এ পরবে না ।। তোমরা দেখবেও না ।।
যদি দেখে থাকো তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও।।
অন্তত আমাকে আমার নিজের অনুভুতিগুলো প্রকাশ করার স্বাধীনতা দেও ।।
নিশ্চই মানুষ হিসেবে এটা আমার প্রাপ্য ।।
.
A Story By Shamayun Shardul Zahan
N: i'ts an 100% true story.

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১১

কালীদাস বলেছেন: খুবই ফ্রাস্টেটেড একটা লেখা :(

এনিওয়ে, ব্লগে স্বাগতম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.