নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শামাঊন শার্দূল জাহান

শামাঊন শার্দূল জাহান › বিস্তারিত পোস্টঃ

তোমাকে নিয়ে আমার চিন্তা সমূহ।

১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৮

আর মাত্র অল্প কটা দিন। অসম্ভব রুপবতি এই মেয়েটি বুড়ি হয়ে যাবে। গায়ের চামড়া ডুলে পরবে। চুলে পাক ধরবে। চোখের কালো রঙ হবে ঘোলাটে।যে চোখের দিকে তাকিয়ে আমি ভুলে যেতাম জীবনের সমস্ত গোপন কস্ট এই চোখগুলোর কস্ট ভুলিয়ে দেওয়ার ক্ষমতা থাকবে না।

যে ফর্সা মসৃন হাত ধরতে না পেরে যৌবনের রাত গুলোতে কস্ট পেয়েছিলাম সেই ফর্সা মসৃন হাত তাকে খুজতে হবে পুরোনো ছবির ভাজে। এই অসম্ভব সুন্দর মেয়েটার খোপায় গোলাপ দেবার জন্য চুলে খোপা বাধা হবে না। যৌবনের রাতগুলোতে যে কবিতা সে পেয়েছিল বৃদ্ধ বয়সে এই কবিতাগুলো সে নিজের বলে দাবি করতে পারবে না।

যৌবনের গানগুলো তাকে আর তখন মুগ্ধ করতে পারবে না। চৈত্র মাসের উথাল পাতাল জোছনা দেখার জন্য সে তড়িঘরি করে ছাদে উঠতে পারবে না। বারান্দার রেলিং এ হাত রেখে খুজতে পারবে না কয়েক হাজার মাইল দূরে ফেলে আসা এক নিষিদ্ধ প্রেমের ভুল বাল কিছু ছাই মার্কা ইতিহাস!

সে বুড়ি হয়ে যাবে। ডুলে পড়া চামরার কেও হয়ত তাকে প্রানপনে মুগ্ধ করতে চেস্টা করবে। এত মোটা চশমার ফ্রেমে আড়াল পরে যাবে অনেক কিছু। কে যানে হয়ত ঢাকা পরবে না।

তবুও এই পৃথিবীর সব দৃশ্য আগের মতই থেকে যাবে। আষাঢ় মাসে বৃষ্টির ঝুন ঝুন শব্দে কেও প্রানপনে চেস্টা করবে সদ্য প্রেমে পড়া প্রেমিকাকে মুগ্ধ করতে। আষাড়ের সন্ধ্যায় আকাশ পরিষ্কার থাকলে নক্ষত্র গুলো খুব পরিষ্কার ভাবে দেখা যায়।

একটা টেলিস্কোপ কেনার খুব শখ ছিল। কেরোসিনের চুলায় চায়ের পানি বসানো হবে। টেলিস্কোপের ফোকাস ধরা হবে শনির বলয়ে। কেও একজন মুগ্ধ হয়ে নক্ষত্র দেখবে। আমি নক্ষত্রের আধো আলো পুজি করে আমার ছাদে নেমে আসা তারার মুগ্ধতা গিলব। কেও না কেও হয়ত দেখবে!

আর মাত্র অল্প কটা দিন! থাকবেনা কাওকে না পেয়ে বাতি বন্ধ করা রাত। হঠাত করে মনে পরে যাওয়া কয়েক মাইল দুরের একটা গোপন কস্ট। কেও মনে রাখবেনা কাওকে।থাকবেনা নভেম্বর এর রাত গুলোতে ফিসফিস করা শাসন।

শুধু আষাড়ের বৃষ্টি শুরু হলে তড়িঘড়ি করে নতুন প্রেমিকার হাত ধরে বেড়িয়ে পরবে কেও বৃষ্টিতে ভিজতে।

একসাথে বৃষ্টিতে ভিজতে না পারার একটা আক্ষেপ দূর হবে কোনো এক আষাড়ের প্রথম অথবা শেষ বৃষ্টিতে। ঝুন ঝুন করে পড়া বৃষ্টিতে ভিজবে দুইটা কবর। যারা একদিন বৃষ্টিতে ভিজতে চেয়েছিল একসাথে। ঘুচে যাবে সেদিন একসাথে না ভিজতে পারার একটা আক্ষেপ। শুধু সেই সুখের সংবাদ জানবেনা এই পৃথিবীর কেও।জানবেনা তুমিও জানবনা আমিও। যেমন টা জাননি একদিন না পেয়ে খুব কেদেছিলাম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.