![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পৃথিবীতে সবাই স্বার্থপর এই কথাটি অনেকে ভূল প্রমাণ করতে চেয়েছিলেন,
আসলে কথাটা গভির ভাবে চিন্তা করলে বুঝবেন যে আসলেই এই পৃথিবীতে সবাই স্বার্থপর।।
আপনার বাবা, মা, ভাই , বোন কিংবা আপনার প্রেমিক, প্রেমিকা থেকে শুরু করে সবাই স্বার্থপর ।।
এখন অনেকে বলতে পারেন "ভাই বাবা-মা কখনো স্বার্থপর হতে পারে না , তাদের জন্য বলবো আমার একটি লেখা আছে
"সত্যিকারের ভালবাসা টা আসলে কি " লিখাটি পরতে এখানে ক্লিক করুন
লিখাটি পরে এসে তারপর কমেন্ট করবেন অহেতুক তর্ক করবেন না ।।
তর্ক আসলে অনেক খারাপ একটা জিনিস ।। এটা নিয়ে আমরা প্রতিনিয়ত যুদ্ধ করা শুরু করি ।। যুদ্ধটা হলো তর্ক দিয়ে আমার বিপরীতে থাকা ব্যক্তিকে পরাজীত করা ।।
চলুন একটা উদাহরন এ চলে যাই ।।
একটা ক্লাস সিক্স এ পড়ুয়া মেয়ে তার বাবা কে এসে বললো বাবা বাবা আমাদের ক্লাসের অই ছেলেটিকে আমার ভাল লাগে আমি ওকে বিয়ে করবো । ওকে ছাড়া আমি বাঁচবো না বাবা ।।
এখন এখানে ৯৯.৯৯% বাবারা রেগে গিয়ে ধমক দিয়ে মেয়েকে শাসাবে আবার কেউ তার মেয়ে কে মারধর করবে বিভিন্ন কথা সুনাবে ইত্যাদি ।
কিন্তু বাবার উত্তর টা যদি এমন হয় যে আচ্ছা মা তুমি আগে ভালভাবে লেখাপরা করো বড় হও বড় হয়ে তুমি যাকে চাইবে তার সাথেই তোমার বিয়ে দিবো ।
তখন সেই মেয়ে কিছুদিন পর এসে তার বাবাকে বলতো বাবা আমি ওকে না অন্য কাউকে বিয়ে করবো ।। ও আমার সাথে খারাপ ব্যবহার করেছে ।।
তখন সেই মেয়েটি আস্তে আস্তে তার বাবা-মাার মায়ের কাছে তার সব কথা শুরু করবে ।। কিন্তু যখনি ধমক কিংবা খারাপ ব্যবহার করা হবে ।। তখনি তার মধ্যে ডিপ্রেশন নামক একটা নতুন জিনিসের জন্ম হবে ।।
ফলে তার জিবনে নেমে আসবে এক কালো অন্ধকার মেঘ ।। ঠিক তখনি ধমক দেওয়া বাবা মায়েরা বলবে তোমাকে আমরা কোনো কিছু দেওয়ারি অভাব রাখি নি তারপরেও তুমি পরিক্ষায় ফেল করেছো । এটা কেনো করেছো ওটা কেনো করেছো
কিন্তু তাকে তার আসল জিনিস উৎসাহটাই দেওয়া হলো না তাহলে তার উন্নতি হবে কি করে ???
তেমনি তর্ক জিনিসটা হলো এমন যেটাতে আমরা জিততে চাই । নিজে চুপ থেকে অপর প্রান্তে থাকা লোক টাকে একটু জিতিয়ে দিয়ে তার হাসিমুখ কখনো দেখতে চাই না আমরা ।।
সবশেষে একটা কথা বলবো।
কঠিন বাস্তব সত্যি হলো, ভালবাসা এমন একটা জিনিস যেটা দেওয়ার মত ক্ষমতা আমাদের
মত ৯৯.৯% মানুষের মধ্যে নেই।।
শামাঊন শার্দূল জাহান (প্রাক্তন)
©somewhere in net ltd.