![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথ হারানো পথিকের জন্য পথের মোড়ে কেউ না কেউ আছে অপেক্ষমাণ পথ দেখাবে বলে ।
_________ নামাযরত অবস্থায় রিংটোন বাজলে করণীয় প্রসঙ্গে। _________
� সওয়াল : যদি কেউ মোবাইল অন রাখার কারণে নামাযরত অবস্থায় রিংটোন বেজে উঠে, তাহলে তার করণীয় কী? তিনি কি চাপ দিয়ে মোবাইল বন্ধ করে দিবেন, নাকি রিংটোন বাজতেই থাকবে?
▶▶ জাওয়াব : মোবাইল ব্যবহারকারীগণের কর্তব্য হচ্ছে--নামাযে প্রবেশ করার আগেই মোবাইল সেটটি বন্ধ করে নেয়া অথবা রিংটোন অফ করে দেয়া। যদি কেউ সে সময় তা অফ করতে ভুলে যান এবং নামাযরত অবস্থায় রিংটোন বেজে উঠে, তাহলে গৃহে নামায পড়া অবস্থায় হলে কোন কিছু না করে নামাযে মন দেয়া কর্তব্য। এক্ষেত্রে মোবাইল বাজতে থাকলে যেহেতু আশপাশে মুসল্লী না থাকায় কারো নামাযের একাগ্রতা নষ্ট হওয়ার আশংকা নেই, তাই নিজে নামাযে একাগ্রতা বজায় রাখলে রিংটোন বাজলেও অসুবিধা হবে না। আর যদি তা মসজিদে নামায পড়া অবস্থায় হয়, তাহলে করণীয় হলো--দুই হাত ব্যবহার না করে শুধু এক হাত দিয়ে খুব অল্প সময়ের মধ্যে (আমলে কালীলের মাধ্যমে বা অল্প প্রয়াসে) কল কেটে দেয়া। আর তখন যাতে আবার কল না আসে এজন্য সেভাবেই সম্ভব হলে, মোবাইল সেট বন্ধ করে দিতে পারেন। যাতে মুসল্লীদের নামাযের একাগ্রতায় ব্যাঘাত সৃষ্টি না করে।
কিন্তু দুইহাত ব্যবহার করে বা অনেক সময় লাগিয়ে (আমলে কাছীর বা বেশী প্রয়াসের মাধ্যমে) মোবাইল বা কল বন্ধ করলে নামায নষ্ট হয়ে যাবে। তাই এক্ষেত্রে দুইহাত ব্যবহার করা যাবে না এবং বেশী সময় বা বেশী কর্ম লাগানো যাবে না।
[হাওয়ালা : ফাতাওয়া আলমগীরী ১ : ৯৮/ ফাতাওয়া শামী ২ : ৩৭০]
©somewhere in net ltd.