নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বনির্ভর সরল পাঠ - গরিব মানুষ, মানুষ হতে চাই

বিক্ষিপ্ত ভাবনা

সরলপাঠ

সবার উপরে দেশ - আমার স্বদেশ। ভাল লাগে সততা, সরলতা। খারাপ লাগে নোংরামি, মিথ্যা, অহমিকা, কুটিলতা।

সরলপাঠ › বিস্তারিত পোস্টঃ

ইন্টারনেট ব্যান্ডউইথ বিক্রি না দেশ বিক্রির পায়তারা

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩০

সাম্প্রতিক কালে একটি নিউজ অনেকেরইি দৃষ্টি আকর্ষন করতে ব্যার্থ হয়েছে। তা হল ভারতের টাটা টেলিকমের নিকট ১০০ গিগাবাইট ব্যান্ডউইথ বিক্রি ৮০ কোটি টাকায়, যার আনুমানিক বাজার মূল্য ১০,০০০ কোটি টাকা। প্রশ্ন হচ্ছে আভ্যন্তরীন চাহিদা থাকা সত্ত্বেও সরকার বাংলাদেশের বাজারে এই ব্যন্ডউইথ বিক্রি না করে কেন গোপনে ভারতের নিকট বিক্রি করার ব্যবাস্হা করেছে। এ সবই করা হচ্ছে ভারতকে খুশী করে ক্ষমতায় থাকার ব্যবস্হা করা। এই ব্যন্ডউইথ পরিকল্পিত ভাবে ব্যবহার করলে আমাদের আউটসোর্সিং আইটি শিল্পই হতে পারত প্রধান শিল্প। কিন্তু সে সুযোগ না দিয়ে ভারতের উন্নয়নে নিজ দেশের সম্পদকে এভাবে ক্ষমতায় থাকার মাধ্যম করা দেশ বিক্রিরই নামান্তর।



বিস্তারিত জানতে পড়ুন:



Click This Link



Click This Link





মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৮

তাহমিদুর রহমান বলেছেন: View this link

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৭

সরলপাঠ বলেছেন: হাঁ, অনলাইন রিটেইল বিসনেস ডেভেলাপ করার জন্য এই ব্যন্ডউইথ ব্যবহার করা যেত। ধন্যবাদ।

২| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০০

নুরুল আলম৯ বলেছেন: আর বলিয়েন না, বেশী বললে যুদ্ধ অপরাধী হয়ে যাবেন।

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮

সরলপাঠ বলেছেন: দূর্বল এবং দলকানা রাজনীতি শোষনের হাতিয়ার।

৩| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৮

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: এই বাকশালী কুকুরগুলার কাজ দেখলেই অবাক হয়ে যা্ই, আর কলকাতার কালো চামরার মাগীগুলার ঝলকগুলা কি এতই যে এই বেজম্মা গুলা সব দিয়ে বসে থাকতে চায়।

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫

সরলপাঠ বলেছেন: বাংলাদেশের কোন রাজনৈতিক দলেরই আদর্শগত বক্তব্য দূর্বল নয়। দূর্বল হচ্ছে রাজনৈতিক দলগুলোর আদর্শের বাস্তবায়নে আদর্শকে বিসর্জন দেয়া। এর কারণ অনেক। তবে অন্যতম হচ্ছে, জাতি হিসাবে আমাদের মোরালিটির অভাব।

নিজের ভোগবিলাসই আমাদের ব্যক্তিজীবনে মুখ্য।

৪| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৫

ঢাকাবাসী বলেছেন: গুজব আছে কাগজে কলমে পেমেন্ট ৮০ কোটি আসলে ন্যুইয়র্কে বাকী ৯২০ কোটি...কাগজ ছাড়া!!

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫

সরলপাঠ বলেছেন: আমার কাছে তথ্য নেই! দুঃখিত।

৫| ১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:০৬

লিংকন১১৫ বলেছেন: হায় হায় আন্নে এহনু জ্বেলে জান্নাই !

আন্নেরে আমগো বুবু পাইলে ছিল্লা কাইটটা লবণ লাগাইত

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৯

সরলপাঠ বলেছেন: এক সরলপাঠের জীবনের বিনিময়ে যদি এ গ্যারান্টি পাওয়া যায় যে, বাংলাদেশের মানুষ সামাজিক এবং রাজনৈতিক দুষ্টচক্র থেকে মুক্তি পাবে, তবে সরলপাঠ প্রস্তুত - সে ক্ষেত্রে কোন রাণী, মহারাণী কোন বিষয়ই না।

৬| ১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৩

পথহারা সৈকত বলেছেন: গুজব আছে কাগজে কলমে পেমেন্ট ৮০ কোটি আসলে ন্যুইয়র্কে বাকী ৯২০ কোটি...কাগজ ছাড়া!! :P :P :P

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০১

সরলপাঠ বলেছেন: আমার কাছে তথ্য নেই! দুঃখিত।

তবে বিদ্যুৎ, গ্যাস, যোগাযোগ খাতের পর আইটিই হচ্ছে রাজনৈতিক লুটপাটের অন্যতম সেক্টর।

৭| ১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১০

ভোরের সূর্য বলেছেন: লেখার বিষয় বস্তু ঠিক আছে কিন্তু তথ্যগত ভুল রয়েছে।
১০০গিগাবাইট বা ১০০জিবি ব্যান্ডউইথের আনুমানিক বাজার মূল্য ১০,০০০ কোটি টাকা এটা একদম ভুল একটি তথ্য আর এখানে আনুমানিক বলে কিছু নাই কারণ।
১এমবিপিএস ব্যান্ডউইথ এর দাম ৪৮০০টাকা(প্রতি মাসে) তার মানে ১জিবি বা ১০০০এমবিপিএস ব্যান্ডউইথের দাম ৪৮লাখ টাকা আর ১০০জিবি বা গিগাবাইট এর দাম ৪৮কোটি টাকা প্রতি মাসে তার মানে ১০০গিগাবাইটের বাৎসরিক মুল্য ৫৭৬কোটি টাকা আর সাথে ১৫% ভ্যাট ৮৬.৪কোটি টাকা।মোট বাৎসরিক মুল্য ৬৬২.৪ কোটি টাকা।
হ্যা এখন বলা যেতে পারে যে বাংলাদেশ ৬৬২ বা ৭০০কোটি মূল্যের ব্যান্ডউইথ মাত্র ১০০কোটি টাকায় দেয়ার চেস্টা করছে।সমালোচনা ঠিক আছে এবং অবশ্যই আমরা এর বিরুদ্ধে সোচ্চার হব কিন্তু তাই বলে ভুল তথ্য দিয়ে নয়। এরকম ভুল তথ্য দেয়া মানে মানুষ কে বিভ্রান্ত করা। কোথায় ৬৬২কোটি টাকা আর কোথায় আনুমানিক মূল্য ১০০০০ কোটি টাকা।আমরা যখন ব্লগ বা তর্কে যুদ্ধ করবো অন্যের সাথে তখন আমাদের হাতেও শক্তিশালী অস্ত্র থাকতে হবে আর সেই অস্ত্র হচ্ছে নির্ভুল তথ্য।এমন আজগুবি তথ্য নয়।
বিটিসিএল এর এই লিনক এ যেয়ে রেট দেখুন একদম নীচের দিকে।
http://www.btcl.gov.bd/rate/rate.htm
১লা আগষ্ট ২০১১ তে ১এমবিপিএস এর দাম ছিল ১০০০০টাকা
১লা সেপ্টেম্বর ১০১২তে ১এমবিপিএস এর দাম ছিল ৮০০০টাকা
১লা এপ্রিল ২০১৩ থেকে ১এমবিপিএস এর দাম ছিল ৪৮০০টাকা

১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৬

সরলপাঠ বলেছেন: ধন্যবাদ ভোরের সূর্য। আমার তথ্যের সুত্র ছিল সাপ্তাহিকের সাংবাদিক গোলাম মোস্তফার এ বিস্তারিত প্রতিবেদন। প্রতিবেদনের লিংক উপরে দেয়া আছে। তিনি তার লিখায় হিসাবের বাজারমূল্য উল্লেখ করেছেন - হতে পারে তা রিটেইল রেট বা মাল্টিপ্লায়ার এফেক্ট এ ভোক্তা লেভেলে বাজার মূল্য।

তবে এক্ষেত্রে আপনার তথ্যটিকেই আমার কাছে বেশী যুক্তিযুক্ত মনে হচ্ছে। সরকার বাজার মূল্যের কমপক্ষে ৮০০% কম দামে ভারতের নিকট গোপনে তা বিক্রির পায়তারা করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.