নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার উপরে দেশ - আমার স্বদেশ। ভাল লাগে সততা, সরলতা। খারাপ লাগে নোংরামি, মিথ্যা, অহমিকা, কুটিলতা।
আমি ক্রিকেট পাগল কিন্তু এক্সপার্ট নই। তাই এ বিষয়ে আমার ব্লগ লিখা নেই। তবে আজকের এই পরাজয়ে অনেকের মত আমিও মানুষিক ভাবে আহত হলেও বিভ্রান্ত নই। আজকের এই পরাজয় মনে করিয়ে দেয় দলটি বাংলাদেশ। এ দলটি আর প্রথম ৮টি দল থেকে ভিন্ন। এদের জয়ের আকাংখা অন্যদের থেকে সীমিত। এরা এখনও সেই পুরোনো স্লোগানে বিশ্বাসী। এরা টাইগার তবে এখনও বিগ ক্যাট।
বাংলাদেশ দলের প্রত্যাশার পারদ যেমন নীচে থাকে তেমনি এদের কনফিডেন্সের পারদ তাদের যোগ্যতার সীমানার বাহিরে দিয়ে চলে। বাংলাদেশ দলের টিম স্পিরিট খুব অল্পতেই ভেংগে পড়ে। ২ স্তরীয় টেস্ট ক্রিকেটের প্রস্তাব থেকেই আমাদের ক্রিকোটারদের মানুষিক আঘাত বড় হতে হতে আজ অনেকটাই ভংগুর। যার প্রভাব আমরা শ্রিলংকা সিরিজে দেখেছিলাম।
টিম ম্যানেজমেন্টর উচিত বিভিন্ন ক্রিকেটিয় বিষয় নিয়ে কাজ করার পাশাপাশি আমাদের খেলোড়ারদের মানুষিক এডজাস্টম্যান্ট নিয়ে কাজ করা। আর পরীক্ষা নিরীক্ষা কম করলে ভাল হয়।
২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:০৭
সরলপাঠ বলেছেন: সহমত। তবে কমিটম্যান্ট নিয়ে আমার দ্বিমত রয়েছে। টিম স্পিরিটের অভাব বা কৌশলের অভাব ছিল। যেমন গতকাল তারা স্ট্রাসিং করেছে বোলিং বা ব্যাটিং প্রাকটিস করেনাই।
২| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:৪৯
উদাস কিশোর বলেছেন: ঢাকাবাসীর সাথে সহমত
২১ শে মার্চ, ২০১৪ রাত ১:০৯
সরলপাঠ বলেছেন: ধন্যবাদ হে উদাসী কিশোর আপনার মতামতের জন্যে।
৩| ২১ শে মার্চ, ২০১৪ ভোর ৬:৪৯
উদাস কিশোর বলেছেন: দুঃখীত !!!
জেন্ডারই পরিবর্তন কইরা দিলেন দেখতাছি ? অঁ
উদাস , . . . . .
not উদাসী. . .
মাইন্ড ইট
©somewhere in net ltd.
১| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:০১
ঢাকাবাসী বলেছেন: কমিটমেন্টের বড়ই অভাব এদের! গ্রুপে খেলার যোগ্যতা হয়ে গেচে ব্যাস আর খেটে খেলার কি দরকার, তাই মনে করে এরা! অবশ্য এটাই আমাদেের ন্যাশনাল ক্যারেকটার!