নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার উপরে দেশ - আমার স্বদেশ। ভাল লাগে সততা, সরলতা। খারাপ লাগে নোংরামি, মিথ্যা, অহমিকা, কুটিলতা।
গোলাম আজম বাংলাদেশের ইতিহাসের অংশ। কারো কাছে জীবনের চলার পথের দিশা, আর অনেকের কাছেই ইতিহাসের সবচেয়ে ঘৃনিত ব্যাক্তি। এর মূল কারণ ১৯৭১ সালের এপ্রিল থেকে অক্টোবর এই সাত মাসে (অক্টোবর পর্যন্ত তিনি বাংলাদেশে ছিলেন) তার বা মুক্তিযুদ্ধকালীন নয় মাসে তার দলের রাজনৈতিক ভূমিকা। ১৯৭১ সালে ভোটে বিজয়ী দল আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তের পক্ষে অবস্হান নিয়ে তিনি গণতন্ত্রের পক্ষে অবস্হান নিয়ে ছিলেন, কিন্তু পরবর্তীতে তার বিপরীতে অনিবার্যভাবে চাপিয়ে দেয়া গণযুদ্ধের বিপরীতে তার অবস্হান তার রাজনীতিকে অন্ধকারে ফেলে দেয়।
ইতিহাস বিচার করবে তার স্হান, তবে আপাত দৃষ্টিতে বাংলাদেশের বৃহৎ স্বাধিনতাকামী জনতার আকাংখার বিপরীতে অবস্হান নিয়ে তিনি ধিকৃত হয়েছেন। এক্ষেত্রে রাজনৈতিক আদর্শের দ্বন্ধই মূলত মূখ্য। তার মানে এই নয় তার রাজনৈতিক আদর্শের মৃত্যু হয়েছে। কারণ তার রাজনৈতিক অবস্হান যতটা না বিবেচিত হয়েছে পরবর্তীতে, তার চেয়ে বেশী বিবেচিত হয়েছে রাজনৈতিক আদর্শের বিপরীতে প্রচারিত মিথ্যাশ্রয়ি মিথ। (যেমনঃ আওয়ামীলীগের বিপরীতে কথা বললেই এখন স্বাধীনতা বিরোধী হয়ে যায়, উদাহরন, সর্বশেষ সেক্টর কমান্ডারস ফোরামের নতুন সভাপতি সফিউল্লাহ বললেন, মুক্তিযোদ্ধের উপঅধিনায়ক এখন আর মুক্তিযোদ্ধা নন।) আপাতত মনে হতে পারে এটি একটি সত্য মিথ্যার দ্বন্ধ। তবে সমস্যাটা সত্য আর মিথ্যার দ্বন্ধ নয়, বরং এটি সত্য এবং মিথের দ্বন্ধ। জন এফ কেনেডির মতে,
" সত্যের মূল শত্রু কিন্ত মিথ্যা, ষয়যন্ত্র বা অসততা নয়, বরং সত্যের শত্রু হচ্ছে, মিথ যা মানুষের মাঝে অযৌক্তিকভাবে ক্রমাগত ভাবে তৈরি করা হয়।"
The great enemy of the truth is very often not the lie, deliberate, contrived and dishonest, but the myth, persistent, persuasive and unrealistic. - John F. Kennedy
মুক্তিযুদ্ধের সময়কার উক্ত সাতমাসের গণ আকাংখার বিপরীতের অবস্হান বাদ দিলে তার রাজনৈতিক অবস্হান ছিল উজ্জলতর। তিনি বাংগালী তথা বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ সময়ে নিয়ামকের ভূমিকা পালন করেছিলেন - ১টি ভাষা আন্দোলন, আরোকটি ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন। ফলে গোলাম আজমের রাজনৈতিক গ্রহনযোগ্যতা কিছুটা মিশ্র। তার বিরোধীরাও এই ভূমিকাকে শ্রদ্ধার সাথে গ্রহন করে - কিছুটা নিরবে, গোপনে। কারণ এখানেই আমাদের দেশের রাজনীতি। ফলে আমারা দেখতে পাই গোলাম আজমের রাজকীয় শেষ বিদায়। লক্ষ জনতা এবং অনুসারীর আবেগে শেষ বিদায়ের সুযোগ। এক্ষেত্রে আমার মনে পড়ে কেনেডির বিখ্যাত উক্তি,
"A man may die, nations may rise and fall, but an idea lives on. Ideas have endurance without death" President John F. Kennedy
অর্থ - একজন ব্যক্তি মারা যায়, একটি জাতির উত্থান পতন হয়, কিন্তু একটি আদর্শ বেঁচে থাকে মৃত্যুহীন ভাবে।
এখানেই গোলাম আজম বা তার দল জামায়াতের সফলতা। সবশেষে জন এফ কেনেডির আরেকটি উক্তি দিয়ে শেষ করতে চাইঃ
Those who make peaceful revolution impossible will make violent revolution inevitable. John F. Kennedy
অর্থ: যারা শান্তিপূর্ন বিপ্লবকে অসম্ভব করে তোলে মূলত তারা স্বসস্র বিপ্লবকে অপরিহার্য করে তোলে।
এটি ছিল '৭১ এর শিক্ষা। আর আজও এটি হবে ২০১৫ শিক্ষা। ৭১ এ সে বিপ্লবের নেতৃত্বে ছিল আওয়ামীলীগ, আর আজ জামাত-বিএনপি। এখানেই আমাদের যাবতীয় দুঃখ।
২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫
সরলপাঠ বলেছেন: মুক্তিযুদ্ধ নয় মাসের - গোলাম আজম বাংলাদেশে ছিলেন আক্টোবর পর্যন্ত।
©somewhere in net ltd.
১| ২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮
খেলাঘর বলেছেন:
" এর মূল কারণ ১৯৭১ সালের এপ্রিল থেকে অক্টোবর এই সাত মাসে তার বা তার দলের রাজনৈতিক ভূমিকা। "
"মুক্তিযুদ্ধের সময়কার উক্ত সাতমাসের গণ আকাংখার বিপরীতের অবস্হান বাদ দিলে তার রাজনৈতিক অবস্হান ছিল উজ্জলতর। "
-মুক্তিযুদ্ধ ৭ মাস? কিসব বালছাল মগজ নিজে ব্লগে আসেন?