নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বনির্ভর সরল পাঠ - গরিব মানুষ, মানুষ হতে চাই

বিক্ষিপ্ত ভাবনা

সরলপাঠ

সবার উপরে দেশ - আমার স্বদেশ। ভাল লাগে সততা, সরলতা। খারাপ লাগে নোংরামি, মিথ্যা, অহমিকা, কুটিলতা।

সরলপাঠ › বিস্তারিত পোস্টঃ

ট্রাম্পের বিজয়, বিশ্ব রাজনীতি এবং বাংলাদেশ প্রসংগ

০৬ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২১

ট্রাম্পের বিজয়ে বাংলাদেশে বা দেশের বাহিরে যে সব বাংলাদশীরা উল্লাস করছেন বা কমলার হেরে যাওয়াতে যারা মিম বানাচ্ছেন, তারাই বিগত দিনের বাংলাদেশের ফ্যাসিস্টের সহযোগী। তারা আশায় আছেন ট্রাম্প তাদের ফ্যাসিস্ট আপাকে টুপ করে দেশে ঢুকিয়ে দিয়ে ক্ষমতায় বসিয়ে দিবেন। তাদের ল্যেইন্জা বের হয়ে গেছে বহু আগেই, তাদের আশা গুড়ে বালি। ট্রাম্পের বিজয়ে কি হতে পারে বিশ্ব রাজনীতিতে:

১) ট্রাম্পের ১ম শাষণ আমলের অনুমানে আমরা বলতে পারি ট্রাম্প যুদ্ধ বিরোধী মানুষ। ট্রাম্প একজন বিগ মাউথ পারসন - এর মানে উনি মুখে বলেন বেশী, কিন্ত তার কাজের বিষয়ে তিনি ভিন্ন। ট্রাম্পের রাজনীতি কিছুটা কর্পোরেট স্টাইলের। তিনি শক্তি, আনুগত্য, এবং কম বিনিয়োগে ব্যবসায়িক লাভ পছন্দ করেন। এই হিসাবে বলতে পারি বাইডেনের ইসরায়েল এবং ইউক্রেনকে দেয়া সামরিক সাহায্যকে ট্রাম্প সীমিত করবেন। ট্রাম্পের ভিপি যেহেতু অতি ইহুদীমুখি, সে এ ক্ষেত্রে কিছুটা সমস্যা করলেও আশা করছি, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ট্রাম্পের জমানায় বন্ধ বা সীমিত হবে। বিশ্বব্যাপী বর্তমান যুদ্ধের দামামা ২০২৫ সালের শেষদিকে বন্ধ হয়ে যেতে পারে আশা করছি।

২) ট্রাম্পের রাজনীতি অনেক বেশী যুক্তরাষ্ট্রের আভ্যন্তীনমুখী। বিশ্বরাজনীতিতে তিনি মোড়লের ভূমিকা নিতে চান। হুমকি দিবেন, কিন্তু নিজের স্বার্থের বাহিরে কিছুই করবেন না। ট্রাম্প ভারত এবং চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে মোড়লের ভূমিকা পালন করবেন, ভারসাম্য রক্ষা করবেন।

৩) ট্রাম্পের মাধ্যমে মধ্যপ্রাচ্যে ভারসাম্যের ক্ষেত্রে ইরাণ এবং সউদি আরব উভয়েই সুবিধা পাবে। ইসরায়েল কিছুটা ব্যকপুটে থাকবে, তবে নেতানিয়াহু রাজনীতিতে শক্তিশালী হবে।

৪) বাংলাদেশের রাজনীতিতে তেমন কোন পরিবর্তন হবেনা। তবে বর্তমান আভ্যন্তরীন/ বিপ্লবী সরকারকে ২০২৫ শের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়ার জন্য ট্রাম্প প্রশাসন চাপ প্রয়োগ করতে পারেন। যার আশা করছেন আপা রাজনীতিতে আবার ফিরে আসবেন, বিনয়ের সাথে বলছি, সে সম্ভাবনা একেবারেই নাই। বিএনপির বর্তমান অবস্থানের কারণ, তারা কিছুটা নার্ভাস। তাই তারা যেন তেন ভাবে ক্ষমতায় যেতে চায়। বিএনপির ভারত লবি গ্রুপ যদি সমস্যা তৈরি না করে, বাংলাদেশের বর্তমানের রাজনৈতিক ব্যবস্থায় কোন পরিবর্তন আসবেনা আগামী ৬ মাসের মধ্যে। আগামীর বাংলাদেশের সিদ্ধান্ত হবে ২টি বিষয়ে, ক) রাজনৈতিক ব্যবস্থা কেমন হবে। খ) আওয়ামীলীগ কিভাবে রাজনীতিতে ফিরবে। পরবর্তিতে এ বিষয়ে লিখব।


মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫

সৈয়দ কুতুব বলেছেন: এই সরকারের নিজের স্বার্থে আগামী বছর নির্বাচন দিতে হবে। সংস্কার কাজ দৃশ্যমান নয়। আইনশৃঙখলা পপরিস্থিতি ভালো নয়। রাজনৈতিক দলের মধ্যে অনৈক্য দেখা যাচ্ছে।

২| ০৬ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৭

আমি সাজিদ বলেছেন: আওয়ামী লীগ রাজনীতির নৈতিক অবস্থান হারিয়েছে। সাবেক মেয়র তাপসের ভাত আনা নেওয়া করতেই গাড়ির তেলের খরচ ছিল কোটি টাকা।
রিপাবলিকানদের আসা মানে : বাংলাদেশে এখনকার উপদেষ্টারা প্রশ্নের বাইরে সৃজনশীল উত্তর লিখতে চাপে থাকবেন। প্রশ্নে যদি দ্রুত সংস্কার করে নির্বাচন থাকে তাহলে উত্তরে রিসেট বাটন আর কিংস পার্টি থাকবে না। উত্তরে দ্রুত সংস্কার করে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন থাকবে। কারন উনি ব্লাইন্ডলি সাপোর্ট পাবেন না মনে হয়। আবার বলা যায় না, যেহেতু ইনফ্লুয়েন্সিয়াল লোক তাই নিজের ক্যারিশমায় প্রধান উপদেষ্টা সব ম্যানেজও করতে পারেন।

বিএনপির একেক নেতা একেক কথা বলেছে বিগত কয়েকমাসে। এখন কিছুটা তাল লয় ঠিক হচ্ছে।

কিছু সংস্কার না করলেই নয় : দুইবারের বেশী প্রধানমন্ত্রী না হওয়া। মেয়াদ চার বছর। ইভিএম এইসব।

কি জানি। সাধারণ মানুষ। দেখতে থাকি কি হয়।

৩| ০৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:০১

মেঠোপথ২৩ বলেছেন: সুন্দর বিশ্লেষন। ট্রাম্প এর খেয়ে দেয়ে কাজ নাই যে , রাসিয়া , চীন ,উত্তর কোরীয়া , ইরান বাদ দিয়ে কোথাকার কোন বাংলাদেশ এর বিপ্লবের মুখে পালিয়ে যাওয়া নেত্রীকে ক্ষমতায় ফিরিয়ে আনবে !!! আসলে মিথ্যাচার আর ভয় দেখানোই পতিত স্বৈরাচারের অন্যতম একটা অস্ত্র।

নির্বাচন আগামী বছরই দেবে বলে মনে হয়। বিএনপি তার বর্তমান কর্মকান্ড দিয়ে জনসমর্থন হারাচ্ছে। তারপরেও তারা বৃহত্তম দল হিসাবে সবচেয়ে বেশী ভোট পাবেই। জামাতও পাবে। তবে মানুষ এখন মনে প্রানে নতুন এক শক্তির উত্থান দেখতে চায়। সব মিলিয়ে মনে হচ্ছে সকল দলের সম্মিলনে হয়ত একটা সংসদ দেখার সৌভাগ্য আমাদের হতে পারে। দিন শেষে গনতন্ত্রের জয় হোক।

৪| ০৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:০৪

এম ডি মুসা বলেছেন: ট্রাম্প একজন ব্যর্থ নেতা জো বাইডেন এর কাছে। তার আচরণে মুসলিম উপর আগ্রাসন হবে।

৫| ০৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৫৯

কামাল১৮ বলেছেন: ভারতকে যতটা চাপে রেখেছিলো বাইডেন সরকার সেখান থেকে ভারত রেহাই পাবে।বাংলাদেশকে নিয়ে ভাবার সময় ট্রাম্পের নেই।

৬| ০৬ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:০৬

প্রহররাজা বলেছেন: আপ্নে বললেই লীগ ফ্যাসিস্ট হয়ে যায় না। ১৫ বছর আপনার মতো লোকজন লীগের হাতে পায়ে ধরে চাকরি ব্যাবসা করসেন।

৭| ০৬ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:১১

ইফতেখার ভূইয়া বলেছেন: মোটা দাগে আপনার ধারনা সঠিক বলে আমার মনে হয়েছে।

আমেরিকান ছাড়া যারা ট্রাম্পকে নিয়ে কটাক্ষ করেছেন বা করছেন, সরল কথায় তাদের মতামত গুরুত্বহীন। বেশীরভাগ আমেরিকান যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, সে-ই আমেরিকা শাসন করবে, এটাই গণতান্ত্রিক ব্যবস্থা। ধন্যবাদ।

৮| ০৭ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:৫৩

ইলি বলেছেন: ট্রাম্পের বিজয়ে আওয়ামী লীগ যতটা আনন্দিত আওয়ামী বিরোধীরা তার চেয়ে বেশি শঙ্কিত ব্যাপারটা বুঝলাম না!??

৯| ০৭ ই নভেম্বর, ২০২৪ ভোর ৪:০১

আহরণ বলেছেন: ট্রাম্পের বিজয়ে ইউনুসের তেমন সমস্যা হবে না, তবে ওর স্যালাইন হাতের কাছে রাখা ভালো। ধন্যবাদ ভাইয়া।

১০| ০৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:১১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: শীঘ্রই হাসিনার ক্ষমতায় প্রত্যাবর্তন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.