![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উন্মুক্ত লেখালেখিতে নিজেকে সম্পৃক্ত করতে এসেছি।
এদেশে জন্ম নেয়ার পরম সৌভাগ্যের কারণে স্বাভাবিক মৃত্যু আমাদের কাছে আজ অসাভাবিক। তাজরিন, স্মার্ট এ মরা মানুষগুলো সেই সৌভাগ্যবানদের কয়েকজন। পেটের জ্বালা নিয়ে সুদুর পল্লী থেকে আশা মানুষগলোর দেহ জ্বলে যায়, আত্না জলে যায়, তবুও কমে না তাদের ফেলে আসা পেটগুলোর জ্বালা। জ্বলে বুড়ো অন্তর, জ্বলে কচি মন, চোখের জলে নিভে না সে জ্বালা।
এ জ্বালা সরকার, গার্মেন্টস মালিক, সাংবাদিক বা আপনার আমার বোঝার কথা নয়।
বোঝে সে ছোট শিশু যে পথ চেয়ে বসে আছে বাবা মার জন্য।
বোঝে সে বুড়ো মা বাপ
বোঝে সে অসচ্ছল বউটি
আরো অনেকে বোঝে
বুঝিনা শুধু আমরা।
অনেকে ভেবেছিল তাজরিনের ভয়াবহ ঘটনা দেশের গার্মেন্টসগুলোকে সাবধান করে দেবে। বাঁচবে শ্রমীকের প্রাণ।
স্মার্ট এর ঘটনা সে সপ্নের বুকে ছুরি মেরেছে।
আজও সে স্বল্প বেতনের শ্রমিকেরা কারখানায় যায় মৃত্যুকে সাথে করে।
মনে আগুন নিয়ে, পেটে আগুন নিয়ে।
©somewhere in net ltd.