![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উন্মুক্ত লেখালেখিতে নিজেকে সম্পৃক্ত করতে এসেছি।
পেওনিয়ার এ একাউন্ট থাকলেও এপর্যন্ত কার্ডের জন্য আবেদন করিনি। ওখানে কোন টাকাও লোড করিনি। কয়েক মাস আগে লগ ইন করতে গেলে একটা এরর মেসেজ দেখায়। সাপোর্ট সেন্টারে যোগাযোগ করলে তারা বলে কার্ডে লোড করেন তাহলে ঠিক হয়ে যাবে। চার-পাঁচ দিন আগে ওডেস্ক থেকে ২০ ডলার পাঠিয়েছি আমার পেওনিয়ার একাউন্টে। পাঠানোর পরে আবার ওদের সাপোর্ট সেন্টারে যোগাযোগ করলে ওরা সবশেষ অবস্থা আপনাকে একটা ই-মেইল করে জানিয়ে দেয়া হবে। কিন্তু ৫-৬ দিন হয়ে গেলেও কোন ই-মেইল পেলাম না।
হেল্প করার মত কেউ থাকলে একটু আওয়াজ দিন।
১৮ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৬
শামীম আহমেদ ইভ বলেছেন: আমিও তো বুঝতাছিনা লগইন করাইতে হালাগো সমস্যাডাকি। মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৩
পরের তরে বলেছেন: ভাই আমি কার্ডের জন্য আবেদন করেছিলাম ১ মাস আগে। ৩ দিন আগে কার্ডটা হাতে পেয়েছি। এখন এইটা কি করতে হবে অর্থ্যাৎ এইটা কি একটিভ করতে হবে। আর একটিভ করতে হইলে কি ভাবে করব? জানালে উপকৃত হতাম।
৩| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ১:১১
আরিফ আহমেদ বলেছেন: পরের তরে ভাই লগিন করে দেখেন অপসন পেয়ে যাবেন ইজি বাপার
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৮
ফ্রিঞ্জ বলেছেন: মাঝে মাঝে লোড হইতে ৭ দিনের মত লাগায়া দেয় (আগে ৩ দিনে হইতো)। আর ২/১ দিন ওয়েট করেন।
আর লগিন করলে এরর দেখাইবো ক্যান বুঝলাম না।
টাকা থাকুক বা না থাকুক... লগিন তো করতে পারার কথা। হালারা ফাউল আছে।