![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উন্মুক্ত লেখালেখিতে নিজেকে সম্পৃক্ত করতে এসেছি।
গত ৩০ জুন মানিবুকার্স থেকে ডলার পাঠিয়ে আজ দুপুরে (০৩-০৭-২০১৩) ব্যাংকে গেলাম টাকা তোলার জন্য। ব্যাংকের কর্মকর্তা আমাকে একটা নতুন খবর শোনালেন। সেটা হচ্ছে, ফ্রিল্যান্সারদের আয়ের উপর ১০% কর কর্তন শুরু হয়েছে চলতি অর্থ বছর (২০১৩-২০১৪) থেকে। তিনি আমাকে ২০১১ সালের এনবিআর এর একটি আদেশ দেখিয়ে বললেন, ২০১৩ সালের জুন পর্যন্ত আপনাদের জন্য ট্যাক্স রহিত করলেও জুলাই ২০১৩ থেকে ১০ % ট্যাক্স দিতে হবে। আমি সে চিঠিটা পড়ে দেখলাম। তাতে লেখা আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ৫২ কিউ মোতা্কে দেশে অবস্থান করে বিদেশি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সেবা প্রদান বা কাজ করে বিদেশ থেকে প্রাপ্ত অর্থের উপর ১০% হারে কর কর্তন করা হবে।
আমি যতদূর জানি এই আদেশটি ২০১১ ও ২০১২ সালে চালু করা হলেও পরে তা স্থগিত করা হয়েছিল। কিন্তু এবছর আবার নতুন করে ব্যাংক কেন এটা শুরু করতে গেল তা বোঝা গেল না। এটা চালু হলে ফ্যিল্যান্সাররা ব্যাপক ক্ষতির মধ্যে পড়বে।
২০১১ বা ২০১২ সালে এ আদেশটি স্থগিত হয়েছিল এমন কোন ডকুমেন্ট যদি কারো কাছে থাকে তাহলে অনুগ্রহ করে একটু জানাবেন।
২| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:২৭
জ্যোস্নার ফুল বলেছেন: বাইনচোদ এক একটা।
৩| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:৩২
শামীম আহমেদ ইভ বলেছেন: এই মাত্র এনবিআর এর একজন কর্মকর্তার সাথে কথা হলো। তিনি বললেন, দিতে হবে।
৪| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৬
দি সুফি বলেছেন: এখানে অনেক কিন্তু আছে। ফ্রীল্যান্সারদের ইনকাম ২০১৫ সালের জুন পর্যন্ত সকল ধরনের ট্যাক্স মুক্ত।
এই পোষ্ট ২টা ভালো করে পড়ুন, এবং প্রিন্ট করে ব্যাংককে দেখান।
১) Click This Link
২) Click This Link
আর এখানে সেকশন ৩৩ দেখুনঃ http://www.taxmatebd.com/index.php?pid=42
০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:১৪
শামীম আহমেদ ইভ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৫| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:০০
জনদরদী বলেছেন: ১৯৮৪ সালের ৫২কিউ ধারায় ১০% ট্যাক্স কর্তনের বিষয় উল্লেখ করা আছে, কিন্তু ধারাটি পরিবর্তিত হয়েছে, নবায়নের পরে তা Section 33 Part A ধারায় পরিবর্তিত হয়েছে, যেখানে লেখা আছে, যদি বৈদেশিক রেমিটেন্স, তথ্য প্রযুক্তি খাতে আয় করা হয়, যেমন, টু-ডি/থ্রি-ডি এনিমেশান, জিওগ্রাফিকাল ইনফরমেশান সার্ভিস, সফটোয়্যার শিল্প, ওয়েবসাইট ডিজাইন, ডেটা এন্ট্রি, প্রোগ্রামিং, ডিজাইনিং, টেকনিকাল রাইটিং ইত্যাদি খাতে হয় তবে তা ‘করের আওতা মুক্ত থাকবে’ অর্থাৎ আমরা যারা ফ্রীল্যান্সিং করছি তারা স্বভাবতই তথ্যপ্রযুক্তি খাতেই রেমিটেন্স আয় করছি, সেহেতু আমাদের উপরে এমন ১০% ট্যাক্স ধার্য হবে না। এটি ২০১৫ এর জুন মাস অবধি প্রযোজ্য, যা নবায়নযোগ্য*
সূত্রঃ http://www.taxmatebd.com/index.php?pid=42
০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৩
শামীম আহমেদ ইভ বলেছেন: আপনাকে ও ধন্যবাদ। জানিনা এটা দেখালে ব্যাংক মানবে কি না।
৬| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:১০
আতা2010 বলেছেন: মেয়েরা তাদের বিয়ের প্রথম ৬ বছর তাদের স্বামীকে যেভাবে ................ Click This Link
০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৩
শামীম আহমেদ ইভ বলেছেন: বউ তো ডাকে না।
৭| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:২৪
একাকী সমুদ্রে বলেছেন: কোন ব্যাঙ্ক এই কাজ করছে? কত ডলার ট্রান্সফার করছিলেন?
০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:২৫
শামীম আহমেদ ইভ বলেছেন: ডাচ বাংলা ব্যাংক এর বনানী ব্রাঞ্চ। ২৩০ ডলার পাঠিয়েছিলাম।
৮| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১১:১০
একাকী সমুদ্রে বলেছেন: আমার একাউন্ট ডাচবাংলাতে। আমার কি হবে?
০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১:০৫
শামীম আহমেদ ইভ বলেছেন: আমি এখনো টাকা জমা করি নাই। ব্যাংকের সাথে কথা চলছে।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:০৯
কাঙ্গাল মুরশিদ বলেছেন: দু:সংবাদ বড়ই দু:সংবাদ
এই সরকার সবকিছু খেয়ে শেষ করে এখন ফ্রিল্যান্সারদের আয়ের দিকে হাত বাড়িয়েছে। এর বিরুদ্ধে কঠোর প্রতিবাদ হওয়া উচিত।