নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবার আসিব ফিরে ধানসিড়ির তীরে এই বাংলায়

সুন্দর বাংলাদেশ চাই

শামীম আহমেদ ইভ

উন্মুক্ত লেখালেখিতে নিজেকে সম্পৃক্ত করতে এসেছি।

শামীম আহমেদ ইভ › বিস্তারিত পোস্টঃ

স্ক্রিল থেকে টাকা উত্তোলনে ২০ ডলার চার্জটা কে কাটছে?

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৯

স্ক্রিল বা মানিবুকার্স থেকে বাংলাদেশের ডাচ বাংলা ব্যাংকে টাকা তুলতে ২০ ডলার করে কেঁটে নেয়া হচ্ছে। ব্যাংক থেকে বলা হচ্ছে এ টাকা স্ক্রিল বা ব্যাংক কেউ কাটছেনা, বরং কোন এক তৃতীয় পক্ষ নাকি কেটে নিচ্ছে। ব্যপারটা আমার কাছে একদম নতুন।

সাহাজ্যের জন্য স্ক্রিল এ মেইল করেছি। ২৪ ঘন্টার মধ্যে উত্তর আসার কথা ছিল। ২ দিনের বেশি হয়ে গেছে কিন্তু কোন উত্তর পেলাম না।

ব্যপারটা কারো জানা থাকলে একটু শেয়ার করবেন প্লিজ।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১০

দ্যা ফ্রীল্যান্সার বলেছেন: এটা অতি অবশ্যই ডাচ বাংলার কাজ (অ-কাজ)। আপনি দ্রুত বাংলাদেশ ব্যাংকের কাছে কমপ্লেইন করুন। দেখবেন সুরসুর করে আপনার টাকা ফেরত দিয়ে দিবে ডাচ বাংলা। (দ্রষ্টব্য: একই ঘটনা আমার ক্ষেত্রেও ঘটেছিল)

কমপ্লেইন লিংক:

http://www.bangladesh-bank.org/complainbox/complainbox.php

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৮

নীলতিমি বলেছেন: স্ক্রিলের কাছে একটাই জবাব পাবেন । ইন্টারমিডিয়েটারি ব্যাংকগুলো এই চার্জ করছে। :-/

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

শামীম আহমেদ ইভ বলেছেন: এর আগে তো এমন করে নাই।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৯

নীলতিমি বলেছেন: *intermediary banks!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

শামীম আহমেদ ইভ বলেছেন: এরা কারা? এর আগে তো কোন টাকা পয়শা কাটে নাই? নতুন আইন হয়ছে নাকি?

৪| ০১ লা অক্টোবর, ২০১৪ সকাল ৮:০৩

দ্যা ফ্রীল্যান্সার বলেছেন: আপনি বাংলাদেশ ব্যাংকের কাছে যদি কম্প্লেইন না করে থাকেন তাহলে সেটা নেহাত বোকামী হবে। কম্প্লেইন করতে আপনার একটা টাকাও খরচ হবে না। কম্প্লেইন করার দুই সপ্তাহের মধ্যে ডাচ বাংলা আপনার টাকা আপনার একাউন্টে ট্রান্সফার করে দিবে।

কমপ্লেইন লিংক:

http://www.bangladesh-bank.org/complainbox/complainbox.php

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৮

শামীম আহমেদ ইভ বলেছেন: বাংলাদেশ ব্যংক বলছে এটা *intermediary banks! এর কাজ। স্ক্রিল সরাসরি নাকি বাংকে টাকা পাঠায় না ইত্যাদি ইত্যাদি.....। যাহোক স্ক্রিল থেকে আমি প্রায় ৭-৮ বার টাকা তুলেছি। কিন্তু এবারই প্রথম এমন হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.