| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শামীম আরেফীন
ইচ্ছে হলেই কবিতা লিখি। গল্প লিখি। ইচ্ছে হলেই গান গাই। ছবি আঁকি। শুধুমাত্র অনিচ্ছাতেই বেঁচে থাকি!
সন্ধ্যার ভেতর থেকে রিকশা খুঁড়ে আনি
বারবার
আর দেখি, কী দারুণ শূন্যতায় ভেসে যাচ্ছে চোখ
মুঠোর ভেতরে সেই সেঁটে থাকা আঙুলের সারি
চুড়ি-কাঠের ছোঁয়া, পাই না আর, সহজ করতল!
আঙুলের সাথে কিছু সংলাপ ছিলো
আঙুলের ভাঁজে কিছু কথোপকথন
কথার পাঁজরে রয় তিনভাগ না-কথার চুপ
সেখানেই ডুব দিতে যদি
দূরপাল্লার সন্ধ্যায়, কোনদিন ফুরাতো না পথ!
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৭
শামীম আরেফীন বলেছেন: ধন্যবাদ ![]()
২|
০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৪
রুদ্র জাহেদ বলেছেন:
সন্ধার ভেতর থেকে আনা কাব্যমালা দারুণ ভালো লাগল
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৯
শামীম আরেফীন বলেছেন: ধন্যবাদ জনাব ![]()
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪
হাসান মাহবুব বলেছেন: সন্ধ্যার বুক থেকে খুড়ে নেইয়া কিছু বিষাদ, কিছু বিরহ। ভালো লাগলো।