নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বকিয়তার সন্ধানে

আমার লেখাই আমার পরিচয়।

শামীম আরমান

পড়াশোনা করি, আর দেশ ও দশ নিয়ে ভাবি।

শামীম আরমান › বিস্তারিত পোস্টঃ

পুরান টেপ রেকরডার কি করব?

২৮ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২০

বাড়ীতে ২ টা পুরান টেপ রেকরডা+ রেডিও আছে, এটার সর্বোত্তম ব্যবহার কি হইতে পারে?

১। বিক্রি ্করা? করলে কোথায়?

২। কাউকে দিয়ে দেওয়া? কে লইব?

৩। আর কি.।।।??



কেউ কোন উপদেশ থ্কলে জানান, জিনিসগুলা ঘর থেকে বের করতে চাচ্ছি।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

বাগসবানি বলেছেন: সামুর প্রথম পাতায় 'এক টাকলার চুল বিহীন দাড়ি আর একটা ড্রাইয়ার হাতে' এড আছে । ঐখানে ট্রাই করতে পারেন ।

২| ২৮ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

বিডি আমিনুর বলেছেন: যাদুঘরে যোগাযোগ করতে পারেন

৩| ২৮ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

রাজ হাসান বলেছেন: আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে দিন যাতে করে কোনো এক সময় বিশ্বে শুধু আপনার টেপ রেকর্ডারটি অবশিষ্ট থাকে এবং যাহার দাম হবে..................উফ আমারও একটা ল্যাপী আছে যাহার ভিতর এখনও একখান ফ-ল-পি মানে ফ্লপি ড্রাইভ লাগানো আছে আর একখান ভি সি পি আছে সেই গুলান ও রাইক্ষা দিতে অইপ।

৪| ২৮ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

িটউব লাইট বলেছেন: http://Www.cellbazaar.com পুরান বউও বেচতে পারবেন। =p~ :> =p~

৫| ২৮ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

পানকৌড়ি বলেছেন: আপনার সেটটা যদি মানসম্পন্ন হয় এবং সার্কিট যদি ঠিক থাকে তাহলে সেটার সাথে মোবাইলের সংযোগ করে ডেক সেটের মতো গান শুতে পারেন । কডের একমাথা লাগাবেন মোবাইলে অন্য মাথা লাগাবেন টেপ রের্কডারের ' মিক' লেখা আছে সেখানে । ভাল সাউন্ড পাবেন । তাছাড়া এফ.এম রেডিও তো আছেই ।

৬| ২৮ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

নীল বেদনা বলেছেন: বর্ষাকালে মাছ ধরার যন্ত্র হিসেবে ট্রাই করতে পারেন

৭| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পরবর্তী প্রজন্মের দেখার জন্য এগুলি সংরক্ষন করা উচিত । তারা এই পুরাকীর্তি গুলি দেখে রোমাঞ্চিত হবে ।

আমার কাছে আমার দাদার আমলের এক রেডিও আছে , একটা পেন্ডুলাম ওয়ালা দেয়াল ঘড়ি আছে , যা চাবি দিলে চলে ।
আমার ছেলে সারাদিন তাতে চাবি দেয় , আর তাজ্জব হয়ে এর চলা দেখে ।

৮| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৪

ঢাকাবাসী বলেছেন: ক'দিন আগে একটা পোষ্ট দিসিলাম একখান পুরান মার্সিডিজ বিক্রী হইসে ২৬০ কোটি টাকায়, আপনেরটাও ট্রাই করতে পারেন।

৯| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩০

খাটাস বলেছেন: গিয়াসলিটন বলেছেন: পরবর্তী প্রজন্মের দেখার জন্য এগুলি সংরক্ষন করা উচিত । তারা এই পুরাকীর্তি গুলি দেখে রোমাঞ্চিত হবে সহমত।

১০| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪১

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন:
িটউব লাইট বলেছেন: http://Www.cellbazaar.com পুরান বউও বেচতে পারবেন।


ঠিক এই কথাটাই বলতে এসেছিলাম, ওরা যেভাবে বেচা বিক্রিতে লেগে গেছে তাতে পাবলিক নিজের বউকেই বিক্রি করে বসবে।পুরান হলেই বিক্রি করে দাও এই ধারায় :)

১১| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪১

আরজু পনি বলেছেন:

আমি একটা রেকর্ডার খুঁজতেছি ।

সাইজ যদি খুব ছোট হয়, তবে আমি কিনে নিতে রাজি আছি ।

১২| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৬

ফরটি ইজ দা নিউ থারটি বলেছেন: এক সময়ে গ্রামদেশে বিয়ে করলে জামাইকে সাইকেল আর টুইনওয়ান দিতেই হত, নিদেন পক্ষে পাঁচব্যান্ডের রেডিও

দিন আসলেই বদলে গেছে

১৩| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৬

তূর্য হাসান বলেছেন: আমাকে দিতে পারেন। খুব খুশি মনে আমি নেবো। সচল হলে ভালো না হলেও চলবে।
দিতে চাইলে বলবেন যোগাযোগ করবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.