নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শামিম ইশতিয়াক, জন্ম ময়মনসিংহ জেলার জাতীয় কবির শৈশব কাটাবো ত্রিশাল উপজেলায়,বিএসএস অনার্স (অর্থনীতি) নিয়ে বর্তমানে অধ্যায়নরত আছেন, এছাড়াও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সমমান) পাশ করেছেন, শামিম ইশতিয়াক নিজেকে একজন কবিতাসক্ত হিসেবে পরিচয় দিলেও

শামিম ইশতিয়াক

শামিম ইশতিয়াক জন্ম ৭ জুলাই, জাতীয় কবি কাজি নজরুল ইসলামের শৈশবের স্মৃতি বিজরিত ময়মনসিংহের ত্রিশালে। অর্থনীতি তে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন আনন্দ মোহন কলেজ থেকে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে কামিল মাস্টার্স ডিগ্রি অর্জন করেন, এছাড়াও আইন শিক্ষায় এল এল বি শেষ করেন। ছাত্রজীবন থেকেই লেখালেখি শুরু, বিভিন্ন পত্রিকায় প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন, পাশাপাশি দৈনিক, সাপ্তাহিক মাসিক পত্রিকাগুলোতে লেখালেখি শুরু করেন, সমসাময়িক বিষয় নিয়ে কবিতা, গল্প, রম্য রচনা, কলাম, ভ্রমণকাহিনী লিখেছেন বিভিন্ন পুস্তক, ম্যাগাজিন, পত্রিকায়, রয়েছে কবিতা আবৃত্তির কালেকশন। ভ্রমণকাহিনী লেখার পাশাপাশি দেশ ভ্রমণেও তিনি পরিচিত মুখ, পরিচালনা করেন ভ্রমণ এজেন্সি। তিনি জাতীয় দৈনিকে সাংবাদিকতা শুরু করেন পাশাপাশি তিনি তিনি সম্পাদনা করেছেন কয়েকটি সাপ্তাহিক পত্রিকা, সাহিত্য পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল । সামাজিক, সেচ্ছাসেবী ও সাহিত্য সংগঠনের তিনি দায়িত্বশীল ও নিয়মিত সদস্য হিসেবে কাজ করে এসেছেন। সাহিত্য চর্চা ও সামাজিক কর্মকাণ্ডের জন্য তিনি সম্মাননা পদক, পুরস্কার লাভ করেছেন।

শামিম ইশতিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতা - শরৎ এলে

৩০ শে আগস্ট, ২০১৯ রাত ১১:১৭

ক্লান্ত পথিক চেয়ে আছে আকাশ পানে, ভেসে যাওয়া মেঘ যেনো হাতছানি দিয়ে ডেকে বলে "চল গা ভাসাই দুজনাতে"

পথিকের মোটেও সময় নেই হাতে,

ক্ষণে ক্ষনে কতকিছু হাতছানি দিয়ে যায় তাকে,

সময় নেই থোকা থোকা মেঘের সাথে গল্প জমাবার,

সময় নেই শরৎ ভুলে ভবঘুরায় মন ডুবাবার।

এখন তাকে হাটতে হবে,

দূরে পালতোলা নৌকা ভেসে যাওয়ার সাথে তাল মিলিয়ে,

দেখতে হবে নদী পাশে বালু চরে কাশফুলে লেগে যাওয়া হাওয়াদের প্রণয়,

পথের ধারে লজ্জাবতী গাছ ছুয়ে লুটে নিতে হবে লাজুকতার স্বাদ,

পথিকের বড্ড তাড়া, যেতে হবে ঝোপঝাড় মারিয়ে ঘনজঙ্গলে, সেখানে ফুটার কথা রয়েছে শেফালী, শিউলি, ছাতিম ফুলেদের,

হাটুঘেরে ফুটন্ত ফুলে নাক ডুবিয়ে নিতে হবে লম্বা শ্বাস।

শরৎ এলে পথিক উদাসীনতা ভুলে যায়, মনোযোগী হয়ে উঠে একনিষ্ঠ প্রেমিকের মত,

ভোরের ঘাসে খুজে ফিরে দুয়েক ফোটা কুয়াশা, চোখ বন্ধ করে ঢেউ তুলে ধানক্ষেতের হাওয়া হয়ে, শান্ত বিকেলে বাড়ির আঙ্গিনায় আলিঙ্গনে মগ্ন হয় ঝিরঝির হাওয়াদের সাথে।

পথিক এখন নাওয়া খাওয়া ভুলে যাবে, রোদ্দুরে চেয়ে নজর বুলাবে ডানা মেলা চিলের পানে, কড়া রোদ ডুবে যাওয়া ছায়ায় হেটে যাবে এক পথ থেকে অন্য পথের দুরত্বে, যেনো শরৎ হয়ে সে ছুটে চলে রিতুর পর রিতু আসা এ গ্রাম হতে অন্য গ্রামে.

শামিম ইশতিয়াক
আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.