নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শামিম ইশতিয়াক, জন্ম ময়মনসিংহ জেলার জাতীয় কবির শৈশব কাটাবো ত্রিশাল উপজেলায়,বিএসএস অনার্স (অর্থনীতি) নিয়ে বর্তমানে অধ্যায়নরত আছেন, এছাড়াও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সমমান) পাশ করেছেন, শামিম ইশতিয়াক নিজেকে একজন কবিতাসক্ত হিসেবে পরিচয় দিলেও

শামিম ইশতিয়াক

শামিম ইশতিয়াক জন্ম ৭ জুলাই, জাতীয় কবি কাজি নজরুল ইসলামের শৈশবের স্মৃতি বিজরিত ময়মনসিংহের ত্রিশালে। অর্থনীতি তে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন আনন্দ মোহন কলেজ থেকে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে কামিল মাস্টার্স ডিগ্রি অর্জন করেন, এছাড়াও আইন শিক্ষায় এল এল বি শেষ করেন। ছাত্রজীবন থেকেই লেখালেখি শুরু, বিভিন্ন পত্রিকায় প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন, পাশাপাশি দৈনিক, সাপ্তাহিক মাসিক পত্রিকাগুলোতে লেখালেখি শুরু করেন, সমসাময়িক বিষয় নিয়ে কবিতা, গল্প, রম্য রচনা, কলাম, ভ্রমণকাহিনী লিখেছেন বিভিন্ন পুস্তক, ম্যাগাজিন, পত্রিকায়, রয়েছে কবিতা আবৃত্তির কালেকশন। ভ্রমণকাহিনী লেখার পাশাপাশি দেশ ভ্রমণেও তিনি পরিচিত মুখ, পরিচালনা করেন ভ্রমণ এজেন্সি। তিনি জাতীয় দৈনিকে সাংবাদিকতা শুরু করেন পাশাপাশি তিনি তিনি সম্পাদনা করেছেন কয়েকটি সাপ্তাহিক পত্রিকা, সাহিত্য পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল । সামাজিক, সেচ্ছাসেবী ও সাহিত্য সংগঠনের তিনি দায়িত্বশীল ও নিয়মিত সদস্য হিসেবে কাজ করে এসেছেন। সাহিত্য চর্চা ও সামাজিক কর্মকাণ্ডের জন্য তিনি সম্মাননা পদক, পুরস্কার লাভ করেছেন।

শামিম ইশতিয়াক › বিস্তারিত পোস্টঃ

গোপন স্পর্শ - শামিম ইশতিয়াক

২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৪:৩৮

গোপন স্পর্শ
----শামিম ইশতিয়াক

বোধহয় সেদিন আমি তোমার প্রেমে পড়েছিলাম,  তোমার রুক্ষ চুল, কপালে তিন চারটি ভাজ, চশমার রঙচটা ফ্রেম, নাকে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম, তোমার মুচকি হাসির বাকানো ঠোট। বোধহয় আমি সব খেয়াল করেছিলাম।

কিন্তু কি আশ্চর্য! তোমায় নিয়ে তখন মাথায় কবিতা আসেনি, দু চরণ উকি দেয়নি তোমার মুগ্ধতা হয়ে, ছন্দে তুমি দোলা দাওনি এক গাদা শব্দ হয়ে, আমার লোভাতুর দৃষ্টি যেনো বিসর্জন দিয়েছিলো কবিতাকে। 

তারপর যখন তুমি আড়াল হলে, তখন আমি ভাবলাম তোমায় নিয়ে কবিতা লিখি, শান্ত নিশিতে তোমায় সাজাই সাদা পাতায়, কল্পনায় তোমার আঙ্গুলের ভাজে আমার আঙ্গুল লাগাই, হেটে চলি তুমি আমি গোধূলীর সিমান্ত মাড়িয়ে, তোমায় কিনে দেই ফুচকা, আইসক্রিম আর একটি সূর্যমুখী ফুল।

তারপর ভাবলাম না কবিতা নয়, জলরঙে তোমার ছবি আকি, তুলির ছোয়ায় তোমায় দেই আমার গোপন স্পর্শ, চেয়ে দেখি ভেজা রঙের গন্ধে তোমার নাক ছিটকানো, ছড়িয়ে ছিটিয়ে দেই তোমার ভেতর হাজারটা রঙ।

অথচ দেখো, কোন কিছুই হলোনা, না তোমায় নিয়ে লিখেছি, না তোমায় একেছি, না তোমায় সাজিয়েছি কোন রূপে, তবু আমার মাঝে তোমায় নিয়ে ভাবান্তর হয়, সন্দেহ মাথাচাড়া দেয়, তবে কি বিকাল প্রশস্ত হলে তুমি আমার গোপন স্পর্শ পাও???

শামিম ইশতিয়াক

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.