নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শামিম ইশতিয়াক, জন্ম ময়মনসিংহ জেলার জাতীয় কবির শৈশব কাটাবো ত্রিশাল উপজেলায়,বিএসএস অনার্স (অর্থনীতি) নিয়ে বর্তমানে অধ্যায়নরত আছেন, এছাড়াও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সমমান) পাশ করেছেন, শামিম ইশতিয়াক নিজেকে একজন কবিতাসক্ত হিসেবে পরিচয় দিলেও

শামিম ইশতিয়াক

শামিম ইশতিয়াক জন্ম ৭ জুলাই, জাতীয় কবি কাজি নজরুল ইসলামের শৈশবের স্মৃতি বিজরিত ময়মনসিংহের ত্রিশালে। অর্থনীতি তে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন আনন্দ মোহন কলেজ থেকে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে কামিল মাস্টার্স ডিগ্রি অর্জন করেন, এছাড়াও আইন শিক্ষায় এল এল বি শেষ করেন। ছাত্রজীবন থেকেই লেখালেখি শুরু, বিভিন্ন পত্রিকায় প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন, পাশাপাশি দৈনিক, সাপ্তাহিক মাসিক পত্রিকাগুলোতে লেখালেখি শুরু করেন, সমসাময়িক বিষয় নিয়ে কবিতা, গল্প, রম্য রচনা, কলাম, ভ্রমণকাহিনী লিখেছেন বিভিন্ন পুস্তক, ম্যাগাজিন, পত্রিকায়, রয়েছে কবিতা আবৃত্তির কালেকশন। ভ্রমণকাহিনী লেখার পাশাপাশি দেশ ভ্রমণেও তিনি পরিচিত মুখ, পরিচালনা করেন ভ্রমণ এজেন্সি। তিনি জাতীয় দৈনিকে সাংবাদিকতা শুরু করেন পাশাপাশি তিনি তিনি সম্পাদনা করেছেন কয়েকটি সাপ্তাহিক পত্রিকা, সাহিত্য পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল । সামাজিক, সেচ্ছাসেবী ও সাহিত্য সংগঠনের তিনি দায়িত্বশীল ও নিয়মিত সদস্য হিসেবে কাজ করে এসেছেন। সাহিত্য চর্চা ও সামাজিক কর্মকাণ্ডের জন্য তিনি সম্মাননা পদক, পুরস্কার লাভ করেছেন।

শামিম ইশতিয়াক › বিস্তারিত পোস্টঃ

রিভল্যুশন - শামিম ইশতিয়াকের কবিতা

০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১১:০৭

আমার শেকলে বাধা হাত, মুখে কচ টেপ, চোখে কালো পর্দা, কানে তুলা দেখে তুমি আমাকে আঘাত করোনা,
আমি নিরীহ, নিরস্ত্র, আপামর জনতা,
তুমি খুজো দেখো যারা কথা বলে, অপব্যাখ্যা, অপমানের স্লোগানে মাতিয়ে রাখে মঞ্চ,
যাদের ব্যাবহার করছে কেউ, কিংবা ব্যাবহার হচ্ছে নিজেরা, কিংবা ন্যায্য দাবি অথবা অধিকারে যারা বুক পেতে রাখে অস্ত্রের মুখে,

ইরানের ছাত্র বিক্ষোভ, বোহেমিয়ান বিদ্রোহ, ইমপেরিয়াল মুভমেন্ট, আনমেন স্কোয়ার আন্দোলন, ভেলভেট বিপ্লব, হোয়াইট রোজ বিপ্লব কিংবা বায়ান্ন, একাত্তর কিংবা গণঅভ্যুত্থানে যারা জেগেছিল উঠিয়ে আনো তাদের লাশ, লাশের উপর চালাও আন্দোলনের অত্যাচার।
তাদের ধরো,
তাদের মুখ থুবড়ে পরে থাকা দেহে চিত্রশিল্পীর মত আঁকিবুঁকি করে দেখে নিও রক্তের দাগ , রক্ত লাল নাকি নীল নাকি সাদা,
তাদের মাংস্পিন্ডের অংশভাগ ফরেনসিকে পাঠিয়ে রিপোর্টে চোখ ভুলিয়ে দেখে নিও তারা প্রতিবাদী নাকি মেরুদণ্ডহীন।

তাদের এক গাদা স্লোগান, মুষ্টিবদ্ধ হাতের দিকে তাকিয়ে জাগিয়ে তুলো ঘৃনা,
তাদের মস্তিষ্কের স্নায়ুকোষে দিয়ে দাও আতংক ভীতি ভয়,
তাতে হোক রিভল্যুশন।

রিভল্যুশন
শামিম ইশতিয়াক, ময়মনসিংহ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.