![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শামিম ইশতিয়াক জন্ম ৭ জুলাই, জাতীয় কবি কাজি নজরুল ইসলামের শৈশবের স্মৃতি বিজরিত ময়মনসিংহের ত্রিশালে। অর্থনীতি তে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন আনন্দ মোহন কলেজ থেকে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে কামিল মাস্টার্স ডিগ্রি অর্জন করেন, এছাড়াও আইন শিক্ষায় এল এল বি শেষ করেন। ছাত্রজীবন থেকেই লেখালেখি শুরু, বিভিন্ন পত্রিকায় প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন, পাশাপাশি দৈনিক, সাপ্তাহিক মাসিক পত্রিকাগুলোতে লেখালেখি শুরু করেন, সমসাময়িক বিষয় নিয়ে কবিতা, গল্প, রম্য রচনা, কলাম, ভ্রমণকাহিনী লিখেছেন বিভিন্ন পুস্তক, ম্যাগাজিন, পত্রিকায়, রয়েছে কবিতা আবৃত্তির কালেকশন। ভ্রমণকাহিনী লেখার পাশাপাশি দেশ ভ্রমণেও তিনি পরিচিত মুখ, পরিচালনা করেন ভ্রমণ এজেন্সি। তিনি জাতীয় দৈনিকে সাংবাদিকতা শুরু করেন পাশাপাশি তিনি তিনি সম্পাদনা করেছেন কয়েকটি সাপ্তাহিক পত্রিকা, সাহিত্য পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল । সামাজিক, সেচ্ছাসেবী ও সাহিত্য সংগঠনের তিনি দায়িত্বশীল ও নিয়মিত সদস্য হিসেবে কাজ করে এসেছেন। সাহিত্য চর্চা ও সামাজিক কর্মকাণ্ডের জন্য তিনি সম্মাননা পদক, পুরস্কার লাভ করেছেন।
মাটির ব্যাংকে জমেছে অনেকগুলো নোট,
একদিন খুব ভোরে ব্যাংকটি ভেঙ্গে গুমট গন্ধ জমা নোটগুলো দিয়ে মেহেদি রাঙা একটি হাত কিনতে যাবো,
দখলাদারিত্ব দেখাতে প্রকাশ্যে হাতে দিব চুমু,
ওপাশ থেকে কেউ যদি চুমুর দাম চেয়ে বসে,
তখন তাকে বলল চুমুটা হাতের বোনাস,
যদি স্থায়িত্ব চাও তবে চুমুর মূল্য দিতে পারি,
সে নিশ্চয় হাসবে,
আমি দরিদ্র প্রেমিক, ব্যাংক বেলেন্স নেই, বিকাশ রকেট কোথায় জমানো টাকা নেই,
তাই অলস দেহে আমি ছুটে চলবো বনবাদাড়ে,
ঝোপজঙ্গল থেকে তুলে আনব জংলী ফুল
সাথে নারিকেল পাতার আংটি বানিয়ে মেহেদী রাঙা আঙ্গুলে গুজে বলব, এই নাও মূল্য, এবার আমার চুমু আমায় ফিরিয়ে দাও।
শামিম ইশতিয়াক
ময়মনসিংহ বাংলাদেশ
©somewhere in net ltd.