নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এম মাসুদ ভুবন।

শামীম মোহাম্মাদ মাসুদ

আমি খুব সাধারন একটা ছেলে বেড়ে উঠা গ্রামে, আর ভালোবাসি বাংলাদেশ। পড়তে খুব পছন্দ করি, মাঝে মাঝে লিখারও চেষ্টা করি।

শামীম মোহাম্মাদ মাসুদ › বিস্তারিত পোস্টঃ

চন্দ্রা

০৩ রা মে, ২০১৪ রাত ১১:৪১

- কি নাম তোমার ,

- যে নামটা আপনার পছন্দ.....পৃথিবীর সব নামই আমার,

- আজ আকাশে চাঁদ উঠেছে,তোমাকে বরং আমি চন্দ্রা বলে ডাকি ,

- (মাথা নাড়িয়ে ) আপনার যা ইচ্ছে ডাকতে পারেন,চন্দ্রা,মাধবী,ময়না,বিউটি,পাখি

তবে আমাকে বেশ্যা ডাকবেন না দয়া করে ,এই নামটা আমার ব্যাপক অপছন্দ ,

- এটা বলে আমিও তোমাকে ডাকতে পারবোনা,তোমাকে ঘরে এনেছি তাই বলে আমাকে খারাপ ভেবোনা,আমি কিন্তু ভদ্র ঘরের ছেলে



চন্দ্রা চোখ মেলে ওই ভদ্র ঘরের ছেলেটাকে চায়,এলোমেলো চুল,কালো ঠোট,আর গালের দুই পাশ ভাঙ্গা,গায়ের রং বাদামী ফর্সা ,

বয়স ত্রিশ এর বেশীই হবে!

ঘরের চারপাশেও তাকিয়ে দেখে চন্দ্রা,ভালই পরিপাটি সাজানো,রুমে আলমারি,টেবিল সোফা,আর একটা বইয়ের তাক,তাকের মধ্যে বেশিরভাগই সাহিত্য সংক্রান্ত বই,

খাটের উপর দুই পা তুলে বসে চন্দ্রা বলল



- আপনার বৌ কি আপনার পছন্দ না ?

- আমার বউ আছে কি করে বুঝলে ?

- নারী ছাড়া এত সুন্দর করে কেউ ঘর সাজিয়ে রাখতে পারেনা ,বউ কি দেশের বাড়ি গেছে ?

- না বান্ধবীর বিয়ে,সকালেই ফিরবে ......

- জীবনানন্দ খুব পছন্দ আপনার ?



লোকটি অবাক হয়ে গেল,আর একটু বিস্ময় নিয়ে জিগ্যেস করে

- তুমি পড়াশুনা জানো ?

চন্দ্রা মাথার চুল খুলে ক্লিপটা পাশে রাখল,আর আধশোয়া হয়ে প্রশ্ন করে

- কেন চন্দ্রাদের পড়াশোনা জানতে নেই,

- না মানে আমার ধারণা ছিলনা,

- নতুন না ?

- ( ইতস্তত হয়ে ) হুম তুমিই প্রথম ,

- আমার নাম দেয়াতেই বুঝেছি,আমাদের নাম কেউ কখনো চাঁদের সাথে মিলিয়ে রাখেনা ,



এটা বলেই চন্দ্রা হাসছে ,তার হাসি দেয়ালে প্রতিধ্বনি তুলছে,জানালা দিয়ে চাঁদের আলোতে চন্দ্রার ফর্সা গালটা আরো ফর্সা লাগছে,

চন্দ্রা উঠে বসে ওই লোকটাকে টেনে বিছানায় নিয়ে আস্তে করে বলল



- লজ্জা পেলেন ?

লোকটি কিছুই বলল না,চন্দ্রা লোকটাকে আরো কাছে টেনে বলে

- চন্দ্ররা খালি পুরুষদের শরীর নয় মনটাও ভালো পড়তে পারে ,

- জানি,শুনেছি



লোকটা আর কথা বলতে পারলনা,চন্দ্রা জোর করে তার মুখটা আটকে দিল,ঘরের দেয়ালে চাঁদের আলোর তীব্রতা আরো বেড়ে গেল,জানালা দিয়ে প্রকান্ড বাতাস আসছে,লোকটার চন্দ্রাকে জিগ্যেস করতে ইচ্ছে করছে

" আচ্ছা তুমি পৃথিবীর সব নাম নিজের করে কেন নিলে "

কিন্তু সেটা জিগ্যেস করার সুযোগ চন্দ্রা তাকে দিচ্ছেনা,মেয়াটা শুধু শরীরে শিক্ষিত নয়,একাডেমিক ভাবেও ,

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১০:৩৮

শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.