নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এম মাসুদ ভুবন।

শামীম মোহাম্মাদ মাসুদ

আমি খুব সাধারন একটা ছেলে বেড়ে উঠা গ্রামে, আর ভালোবাসি বাংলাদেশ। পড়তে খুব পছন্দ করি, মাঝে মাঝে লিখারও চেষ্টা করি।

শামীম মোহাম্মাদ মাসুদ › বিস্তারিত পোস্টঃ

মাংস খাবে ?

২০ শে মে, ২০১৪ রাত ১১:৫৮

মাংস খাবে ? মাংস ?

হাজার বছর ধরে আমাদের বাবারা,

দাদা অথবা তারও বাবারা,

নারীর মন পুড়ে তৈরী করেছে " কাবাব "

তাঁরা নারীর মনপোড়া কাবাব খেত,



আর এযুগে এসে আমাদের প্রজন্ম খায়

নারীদের কাঁচা মাংস !!

একি বিভত্স ?

বন্ধুরা মাংস খাবে ? মাংস ?

নারীর একদম তাজা মাংস !



এই যে আসো তাড়াতাড়ি,করছে বাড়াবাড়ি,

বয়স আর কত ?পনের কি ষোলো -

তাই .....একটু আনাড়ি !

কোনটা খাবে ? এই যে দেখো পেশির অংশ,

অথবা চাইলে খেতে পারো সীনার মাংস !

এখানে এসে পছন্দ করে খাও ,

মাংস খাবে ? মাংস ?

নারীর তাজা মাংস !



এখানে রয়েছে শত নারীর তরতাজা মাংস

চাইলে তুমি খেতে পারো বুকের নরম অংশটা,

চেটেপুটে খাবে, কার এত সাহস? কে আটকাবে ?

পেটের মাংস,মেদ খুবই কম

ঠোট খেতে পারো,লাল একদম !

পিঠের আর পিছনের মাংসটা একেবারে ঠাসা !

এই যে এই নারীটা দেখো,ধনীর মেয়ে একেবারে খাসা !



মাংস খাবে ? মাংস ?

নারীর তাজা মাংস !

তোমার যদি পছন্দ হয় তাহলে উরুর মাংস

চেকে দেখতে পারো ,

আর এই যে দেখো সকল পুরুষের প্রিয়,

পেট থেকে নিচে দুই উরুর মাঝের অংশ !

দাম একটু বেশি গুনলেও,

নারীর শরীরের এটাই সবচেয়ে স্বাদের মাংস!

এই যে এসো তাড়াতাড়ি,করছে বাড়াবাড়ি

বয়স কম তাই একটু আনাড়ি !



মাংস খাবে ? মাংস ?

নারীর তাজা মাংস !



(মাংস খাবে ?/ শামীম মোহাম্মদ মাসুদ )



fb link : Click This Link

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৪ দুপুর ২:২৮

অন্ধবিন্দু বলেছেন:

বীভৎস বীভৎস ...

২| ২১ শে মে, ২০১৪ রাত ৯:৪৭

শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: অনেক ধন্যবাদ, আসলে মোবাইল দিয়ে লিখেছি তো, খুব ট্রাই করেও আসল বানানটা আনতে পারিনি, ধন্যবাদ,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.