![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন একটা ছেলে বেড়ে উঠা গ্রামে, আর ভালোবাসি বাংলাদেশ। পড়তে খুব পছন্দ করি, মাঝে মাঝে লিখারও চেষ্টা করি।
নারী তোমার চোখের অনলে পুড়ে
পুরুষ সমাজ দগ্ধ !
নারী তোমার প্রেমের পরশে
পুরুষ সমাজ স্তব্ধ !
এক দেহে এত রূপ তুমি কিভাবে ধরো ?
নারী তুমি কি ?
হাজার বছরেও তুমি অসঙ্গায়িত !
এক হাতে তোমার সোহাগ আর
অন্য হাতে ঈর্ষার পাহাড় !
একঠোট তোমার চুম্বন ভরা
অন্যঠোটে গরল জমা
একি নারী ! এত সরলা তুমি কি করে হও ?
কি করে তুমি বাঁচিয়ে রাখো,মমতা বিলাও ?
তোমার এক চোখে ভোরের ঝলমলে রোদ
অন্যচোখে ভয়ঙ্কর কালো মেঘ খেলে যায় !
তোমার বাম উরুতে লুকানো থাকে প্রতিশোধ !
আর ডান উরু ভিজে থাকে কামনায় !!
রুপালি নারী/শামীম মোহাম্মদ মাসুদ
©somewhere in net ltd.