![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন একটা ছেলে বেড়ে উঠা গ্রামে, আর ভালোবাসি বাংলাদেশ। পড়তে খুব পছন্দ করি, মাঝে মাঝে লিখারও চেষ্টা করি।
আমারোতো ইচ্ছে করে মাঝে মাঝে তোকে ছুঁতে
হাতের ফাঁকে হাত রেখে পথ চলতে।
হলেইবা কি?
তুইতো এখন আমার কথা ভাবিসইনা,ছোঁয়ার কথা বাদই দিলাম
তোকে এখন দেখতে মানা!
সমস্যা নাই, যত পারিস ও অভাগী কষ্ট দে তুই
এক জীবনে কষ্টে কি আর মানুষ মরে?
তবু যদি একটু তোকে পারি ছুঁতে
আমার হাতটা যত্ন করে তুলে রাখতাম
মাঝে মাঝে ইচ্ছে হলে তোর শরীরের গন্ধ নিতাম
পালিয়ে আর ক'দিনই বা থাকবো আমি
জীবন থেকেই ছুটি নিবো
এই বসন্তে তোকে যদি ছুঁতে পারি!
(আকুতি/ শামীম মোহাম্মাদ মাসুদ)
০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৩
শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: অনেক ধন্যবাদ দাদা, শুভকামনা রইলো আপনার জন্য।
২| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:০১
রাতুল_শাহ বলেছেন: খায়রুল আহসান বলেছেন: ছোঁয়ার আকুতিটুকু সুব্যক্ত হয়েছে।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫১
খায়রুল আহসান বলেছেন: ছোঁয়ার আকুতিটুকু সুব্যক্ত হয়েছে।