![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন একটা ছেলে বেড়ে উঠা গ্রামে, আর ভালোবাসি বাংলাদেশ। পড়তে খুব পছন্দ করি, মাঝে মাঝে লিখারও চেষ্টা করি।
এক দুপুরের খরা তাপে খুঁজলে আমায়
হাত সরালে দেখবে তোমার আচঁল ছায়ায়।
ঘাম শরীরে ক্লান্ত চোখে অবাক হলে
তুমি আমার তৃষ্ণা হবে প্রেমের জলে?
ফর্সা গালে রক্ত লালে চুমু দিবো
দু'এক গ্রীষ্ম খরা রোদ্দুর মানিয়ে নিবো
ঘামে ভেজা কপাল থেকে চুল সরাবো
তোমায় নিয়ে পথ চলতে হাত বাড়াবো।
(অসমাপ্ত-৯/ শামীম মোহাম্মদ মাসুদ)
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:০১
রাজীব নুর বলেছেন: সুন্দর।