নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এম মাসুদ ভুবন।

শামীম মোহাম্মাদ মাসুদ

আমি খুব সাধারন একটা ছেলে বেড়ে উঠা গ্রামে, আর ভালোবাসি বাংলাদেশ। পড়তে খুব পছন্দ করি, মাঝে মাঝে লিখারও চেষ্টা করি।

শামীম মোহাম্মাদ মাসুদ › বিস্তারিত পোস্টঃ

মাশরাফির রাজনীতিতে আসা প্রসঙ্গে

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৯

যতদিন রাজনীতি এবং গনতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে না পারবে ততদিন মানুষের মানসিকতা বদলাবে না। আর মানুষের মানসিকতা যদি না বদলায় তাহলে কোন ভালো, সৎ ও মানবিক মানুষ রাজনীতিতে আসতে পারবে না। হয় এলে তাকে প্রতিহিংসার স্বীকার হয়ে প্রতিহত হতে হবে নইলে গালাগাল আর নোংরা ভাষার মাধ্যমে তার চরিত্রকেও খারাপ বানানোর চেষ্টা করা হবে।

জ্বি, আপনি ঠিক ধরেছেন আমি মাশরাফির কথাই বলছি। গতকাল থেকে আজ পর্যন্ত অনেকেই জিজ্ঞেস করছে এই ইস্যুতে আমার মতামত কি? আমি শুধু মানুষকে দেখছিলাম। সাকিব নির্বাচনে আসবে না বা আসতে দিবেনা তা গতকাল দুপুর থেকেই জানতাম। কিন্তু তারপরও কাল থেকে মানুষ যেভাবে এই দুজনকে গালাগাল আর বাজে কথা বলছে তাতে আমি জাস্ট অবাক হয়েছি।

আচ্ছা, যে মাশরাফি গত পরশুও আপনাদের কাছে একজন ত্যাগী, আদর্শবান মানুষ ছিলো। একজন সৎ ও সাহসী মানুষের উজ্জ্বল দৃষ্টান্ত ছিলো আপনাদের কাছে, আজকে একদিন মাঝেই কিভাবে সেই মাশরাফি আপনার কাছে হয়ে গেলো দালাল, বেঈমান, লোভী কিংবা অসৎ! কি এমন করেছে একদিনে মাশরাফি যে রাতারাতি তার চরিত্র বদলে গেলো?

জ্বি, তার অপরাধ একটাই সে আওয়ামীলীগের নমিনেশন কিনেছে। ব্যস এতটুকুই!
এতটুকুতেই একজন নীতিবাদী, আদর্শিক মানুষ আপনার কাছে খারাপ হয়ে গেলো। এত ছোট আপনাদের ভালোবাসার চেতনা, এত নীচ আপনাদের মানুষ মূল্যায়নের মাপকাঠি!! শুধুমাত্র আওয়ামীলীগ করলেই সে খারাপ হয়ে গেলো?

একজন মানুষ দল হিসেবে যে কোন দলকেই সমর্থন করার অধিকার আছে। মানুষ নানা কারনে একটা দলকে পছন্দ করতে পারে। আবার নানা কারনে একটা দলকে অপছন্দ করতে পারে। কোন কোন ক্ষেত্রে কেবল একটা কারনে মানুষ একটা দলকে ভালোবাসতে পারে আবার কেবল একটা কারনেই যে কোন দলকে অপছন্দ করতে পারে। আপনি একটা দল ভালোবাসেন মানে এই না যে বাকি সমস্ত দল খারাপ, বাকি সমস্ত দলের মানুষ খারাপ।

প্রথমত, এই ধারনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যে কেউ আওয়ামীলীগ করলেই রাতারাতি তার চারিত্রিক স্ট্যাটাস বদলে দিতে হবে কেন? একজন বিএনপি করলেও তার চারিত্রিক স্ট্যাটাস বদলাতে হবে কেন? আমাদের দল সমর্থন করার একেকজনের একেক যুক্তি থাকে। সেই যুক্তিতে যে কেউ যে কোন দলকে ভালোবাসার, সমর্থন করার অধিকার যেমন আছে তেমনি কোন ভালো মানুষ যদি সে দলের হয়ে নির্বাচনের মাধ্যমে নেতৃত্বে আসতে চায় তাহলে তাকে অকথ্য ভাষায় গালাগাল কেন দিতে হবে?

দ্বিতীয়ত, রাজনীতি শুধুমাত্র খারাপ মানুষের জন্য, আমাদের এই ধারনা থেকেও বেরিয়ে আসতে হবে। আমাদের দেশের প্রেক্ষাপটে রাজনীতিতে ভালো ও সৎ মানুষের অনেক অভাব। সেই অভাবের দিনে মাশরাফি মত একজনের রাজনীতিতে আসার খুব দরকার ছিলো। সে দল হিসেবে যাকেই চয়েস করুক মনে রাখতে হবে ভালো মানুষেরা আজীবন ভালো মানুষ, সে যে রাতে হোক কিংবা দিনে, এই পৃথিবীতে হোক কিংবা পরকালে, আওয়ামীলীগে হোক কিংবা বিএনপিতে।

আমাদের অন্তত এটা ভেবে খুশি হওয়া দরকার একজন মাশরাফি এমপি হলে একজন দুর্নীতিবাজ এমপি কম হবে, একটা এলাকায় ন্যায়ের জয় হবে, একটা স্থানে সঠিক উন্নয়ন হবে আর সবচেয়ে বড় কথা তার মত করে আরো অনেক অনেক তরুন আদর্শিক মাশরাফির জন্ম হবে এই দেশকে বদলে দিতে। কেউ হয়তো আওয়ামীলীগ থেকে আর কেউ হয়তো বিএনপি থেকে। প্লাটফর্ম মূখ্য নয় মূখ্য হচ্ছে একজন ব্যাক্তিগত সৎ মানুষ। একজন আপাদমস্তক দেশপ্রেমিক মানুষ।

তাই মাশরাফির রাজনীতে আসাকে আমি সমর্থন করি। তার হাত ধরে বদলে যাক দেশের রাজনীতির হালচিত্র। কমে যাক দুর্নীতিবাজ আর টাকার নেশায় আসক্তদের রাজনীতিতে জয়ী হওয়ার সুযোগ। আমি বিএনপিকেও আহবান করবো এরকম ভালো মানুষদের সুযোগ করে দিতে। আজকে মাশরাফি বিএনপির থেকে নমিনেশন নিলেও আমার ভালোবাসা কমতো না। আমি জোর দিয়েই তাকে দেশের হয়ে কাজ করার সমর্থন করতাম।
দেশ আমাদের, দেশকে বদলাতে হবে আমাদেরই।
মাশরাফির জন্য শুভকামনা। ❤

(মাশরাফির রাজনীতিতে আসা প্রসঙ্গে ©শামীম মোহাম্মদ মাসুদ।)

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২০

আবু তালেব শেখ বলেছেন: জাতীয় দল থেকে অবসর নিয়ে নির্বাচন করলে আমাদের কোন প্রশ্নই থাকতো না। কারন সে ওমানুষ, তার একটা নিজস্ব মতাদর্শের রাজনিতি করার ইচ্ছা থাকতে পারে

২| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি ধান ভানতে শিবের গীত গাইছেন। মাশরাফি কেমন নেতা হবে, কেমন এম পি হবে সেটা বিষয় নয়। সে জাতীয় দলের অধিনায়ক হয়ে কেন রাজনীতিতে গেল? তার কি বোঝা উচিত ছিল না যে, তার নাম বিক্রি করবে আওয়ামী লীগ?

আর সে যদি বিএনপি করত তাহলে তো দলেই চান্স পেত না। ইউ হ্যাভ টু বুঝতে হবে...

৩| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩০

সৈকত জোহা বলেছেন: মাশরাফি সব চিন্তা করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে।

৪| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০০

আরমান শুভ বলেছেন: শুনলাম বিএনপি নাকি নিরবাচন করবে মাশরাফির বিনাভোটে জয়ের সপ্ন বোধহয় পূরণ হবেনা।

৫| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:১৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: মাশরাফি রাজনীতিতে এসেছে এটাই অনেক।

৬| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৯

রাজীব নুর বলেছেন: এক কথায় বলি- মাশরাফি রাজনীতিতে আসা তে আমি খুশি।

৭| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৭

শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: সবাইকে অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.