নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এম মাসুদ ভুবন।

শামীম মোহাম্মাদ মাসুদ

আমি খুব সাধারন একটা ছেলে বেড়ে উঠা গ্রামে, আর ভালোবাসি বাংলাদেশ। পড়তে খুব পছন্দ করি, মাঝে মাঝে লিখারও চেষ্টা করি।

শামীম মোহাম্মাদ মাসুদ › বিস্তারিত পোস্টঃ

কথোপকথন-৭৮

১৬ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:০৩

- আমাদের কি আর এই জীবনে কথা হবেনা? দেখা হবেনা?
-না।
- একটা জীবন আর কখনো কথা না বলে, যোগাযোগ না করেই কাটিয়ে দিবো?
- যখন ছেড়ে গিয়েছিলে তখন জানতে না, আর কোন অধিকার থাকবে না?
- ছেড়ে যাওয়ার সময় ভেবেছি যাকে ভালোবাসে তার প্রতি আমৃত্যু অধিকার থাকে।
- আমার প্রতি এখন অন্য পুরুষের অধিকার।
- আমার খুঁজতে ইচ্ছে করলে কোথায় খুঁজবো? কিভাবে পাবো?
- আমাকে খোঁজার অনেক লোক আছে, তোমার খুঁজতে হবে না।
- ধরো এমন কোন মুহূর্ত এলো তোমাকে বিশেষ প্রয়োজন। লাগবেই লাগবে, তখন কোথায় পাবো?
- আমার কোন ঠিকানা নেই।
- মাঝেমাঝে তোমাকে নেশার মত লাগে, ছটফট করি ডানা ভেঙে যাওয়া পাখির মত।
- আমার লাগে না, অনেক আগেই সহ্য করে নিয়েছি।
- শেষ প্রশ্ন! তুমি কি আমাকে খুঁজো? মিস করো?
- এই প্রশ্নের উত্তর আমার চেয়ে তুমি ভালো বুঝতে পারো, নিজের হৃদয়কে প্রশ্ন করো।
- আমার উত্তর পেয়ে গেছি। তোমাকে ধন্যবাদ এক জীবনে এতটুকু ভালোবাসা দেয়ার জন্য।

(কথোপকথন-৭৮/©শামীম মোহাম্মদ মাসুদ)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০২৫ সকাল ১১:৩৫

রানার ব্লগ বলেছেন: বেশ হয়েছে !

১৬ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৪০

শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: ধন্যবাদ ভাই, শুভকামনা রইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.