![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন একটা ছেলে বেড়ে উঠা গ্রামে, আর ভালোবাসি বাংলাদেশ। পড়তে খুব পছন্দ করি, মাঝে মাঝে লিখারও চেষ্টা করি।
সেদিন একটা রিপোর্টে দেখলাম ঢাকা শহরে প্রায় ২০ লাখ রিক্সা রয়েছে। এর মধ্যে ব্যাটারিচালিত রিক্সার সংখ্যা প্রায় ৬ লাখ! ২০১৯ সালের একটা জরিপে রিক্সার সংখ্যা ছিলো ১৩ লাখ। তার মানে শুধুমাত্র ৫ বছরে সাত লাখ রিক্সা বেড়েছে এই ঢাকায়!!
একটি রিক্সা প্রতিদিন দুই শিফটে চলে। অর্থাৎ একটা রিক্সা দুইজন চালক চালায় প্রতিদিন। সেই হিসেবে ২০ লাখ রিক্সার জন্য ৪০ লক্ষ চালক রয়েছে। অর্থাৎ এই এই চল্লিশ লক্ষ লোক ঢাকা শহরে বাস করে কেবলমাত্র রিক্সা চালানোর জন্য? যদি এর মধ্যে ১০ লাখের ফ্যামিলি ঢাকায় থাকে তাহলে সংখ্যাটা মোট ৫০-৬০ লাখে গিয়ে দাঁড়িয়ে যাবে।
চিন্তা করা যায় একটা দেশের রাজধানী শহরে শুধুমাত্র রিক্সা চালানো পেশার উপর ভিত্তি করে ৫০-৬০ লাখ লোক বসবাস করে। অথচ এই পেশা এমন একটি পেশা যেটি ঢাকার বাইরেও করা যায়। ঢাকায় থেকেই যে রিক্সা চালাতে হবে ব্যাপারটা তা না। পৃথিবীর কোন দেশের রাজধানীতে এভাবে রিক্সা চলাচল করে না। এই পেশা দেশের যে কোন শহরেই করা যেতে পারে।শুধুমাত্র রিক্সা চালানোর জন্য ঢাকায় থাকতে হবে বা ঢাকায় এসে এই কাজ করতে হবে আমি তা মনে করি না।
ঢাকা শহরকে চাইলেই রিক্সামুক্ত করা সম্ভব। দরকার ছিলো শুধু কিছু পরিকল্পনা আর আন্তরিকতা। এতে অনেকগুলো লাভ হতো, শহরের যানজট কমতো, গণপরিবহনে শৃঙ্খলা আনতো সরকার, ফুটপাতে মানুষ হাঁটার পরিবেশ হতো, অল্প দুরত্বে মানুষ হেঁটে চলাচল করতো, দুর্ঘটনা কমতো, তার সাথে ঢাকা থেকে ৫০-৬০ লাখ লোকের চাপ কমে যেতো। কিন্তু রাজনৈতিক দলগুলোর নানান রকম স্বার্থের খেলায় কেউ সেই চেষ্টাও করেনি তার উপর গত পাঁচ বছরে আরো ৬ লাখ ব্যাটারি চালিত রিক্সা শহরে ঢুকিয়ে দেয়া হয়েছে।
একটা শ্রেনী এদের মাধ্যমেই প্রতিদিন কোটি টাকা চাঁদা কামাচ্ছে, নিজের লাঠিয়াল বাহিনী হিসেবে ইউজ করছে, সভা সমাবেশে লোক সাপ্লাই দিচ্ছে, বস্তি ভাড়া দিয়ে টাকা কামাচ্ছে, রাস্তার পাশে টং দোকানের ব্যাবসা করছে, খাবারের সাপ্লাই দিয়ে টাকা নিচ্ছে।
২| ০৪ ঠা মে, ২০২৫ বিকাল ৪:১০
কু-ক-রা বলেছেন: উহা (শামীম মোহাম্মদ মাসুদ) পুঁজিবাদী, গরিবের দুশমন। উহা কোনো সুনির্দিষ্ট সমাধান উপস্থাপন না করিয়া গরিবের পেটে লাথি দিতে চায়।
০৪ ঠা মে, ২০২৫ বিকাল ৪:৪৮
শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: ধন্যবাদ আপনাকে, রিক্সা চালানো ছাড়া গরীবের জন্য কি আর কোন পেশা নেই?
৩| ০৪ ঠা মে, ২০২৫ বিকাল ৪:২১
যামিনী সুধা বলেছেন:
শুরু করেছিলেন অংক দিয়ে, শেষ করেছেন লিলিপুটিয়ান ভাবনা দিয়ে!
৪০ লাখ রিক্সাচালক দেশের কোন কোন এলাকায় গিয়ে ৫০/৬০ লাখ পরিবারের ভরণ পোষণ করতে পারবে?
১ নং মন্তব্য যিনি করেছেন, তিনি ভালো ভালো দোয়া জানেন! উনি যদি দোয়া করে দেন, ৪০ লাখ রিক্সাচালক বিমানের পাইলট হয়ে যাবে।
৪| ০৪ ঠা মে, ২০২৫ বিকাল ৪:২৪
যামিনী সুধা বলেছেন:
আপনার ভাবনা দেখে মনে হচ্ছে, আপনি বেকার আছেন, অথবা সরকারী চাকুরী করেন। যা করেন না কেন, আবার ৬ষ্ট শ্রেণী ভর্তি হয়ে সঠিকভাবে পড়ালেখা শুরু করেন।
০৪ ঠা মে, ২০২৫ বিকাল ৪:৫০
শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: আবার ভর্তি কেন হতে হবে? আমার লেখাটি বুঝতে পেরেছেন? এই শহরে কেন ৪০ লক্ষ রিক্সাচালক থাকতে হবে? আর কেনইবা রিক্সা লাগবে?
৫| ০৪ ঠা মে, ২০২৫ বিকাল ৪:৫৩
অপলক বলেছেন: ঢাকায় নিজ এলাকা থেকে বিতাড়িত দুষ্ট বা হতভাগা লোকেরা এসে বেশি বেশি রিক্সা বা টমটম চালায়। সিলেট, চিটাগং বা ময়মনসিংহ এসব জায়গায় রিক্সা ভাড়া বেশি। কিন্তু সখানে তারা যায় না। কারন ঢাকায় বেশি লোকের ভীড়ে লুকিয়ে থাকা সহজ। আবার তাদের পরিবারের জন্যে কাজের বুয়া বা ছোট কাজে নিয়োগ দেয়া যায়। কাজের স্কোপ বেশি। অন্য জায়গায় সে সুযোগ কম।
হুট করে চাইলেই এই চেইন ভেঙ্গে ফেলা যাবে না। তবে সরকার আন্তরিক হলে এবং বিকল্প উপায় থাকলে হয়ত অবস্থার পরিবর্তন আসবে।
০৪ ঠা মে, ২০২৫ বিকাল ৫:৪০
শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: সরকারের আন্তরিকতা কখনোই ছিলো না, যার ফলে বছরের পর বছর রিক্সা বাড়তে বাড়তে আজকের এই অবস্থা।
৬| ০৪ ঠা মে, ২০২৫ বিকাল ৫:০০
যামিনী সুধা বলেছেন:
আপনি সঠিকভাবে পড়ালেখা করেননি বলে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি সম্পর্কে আপনার সঠিক ধারণা নেই; ঢাকা শহরে ৩ কোটী মানুষ যেই অর্থনীতির মাঝে বাস করে, সেখানে রিক্সা চালিয়ে ৪০ লাখ পরিবার চলছে; ৩ কোটীকে চলতে এতগুলো রিক্সার দরকার; কারণ ৩ কোটী মানুষের জন্য দরকারী পরিবহনের জন্য অন্য উন্নত পরিবহন চালু করার মতো টাকা ও ভাবনা সরকারের লোকদের নেই, আপনারও নেই।
০৪ ঠা মে, ২০২৫ বিকাল ৫:৫৭
শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: আপনার এই অবস্থা কেন? অযাতিত ব্যক্তিগত আক্রমন করে মন্তব্য করেন সবসময়! এটা তো একটা মানসিক রোগ। ভালো ও সুস্থ মন্তব্য করে আপনার লেভেল দেখান প্লিজ। এভাবে আজবাজে মন্তব্য করে ব্লগে কেন লিখেন?
৭| ০৪ ঠা মে, ২০২৫ বিকাল ৫:৪২
যামিনী সুধা বলেছেন:
রিক্সাচালকরা পড়ালেখার সুযোগ পায়নি; আপনি পড়ালেখা করেও তাদের লেভেলে আছেন।
০৪ ঠা মে, ২০২৫ বিকাল ৫:৫৪
শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: আপনার এই অবস্থা কেন? অযাতিত ব্যক্তিগত আক্রমন করে মন্তব্য করেন সবসময়! এটা তো একটা মানসিক রোগ। ভালো ও সুস্থ মন্তব্য করে আপনার লেভেল দেখান প্লিজ। এভাবে আজবাজে মন্তব্য করে ব্লগে কেন লিখেন?
৮| ০৪ ঠা মে, ২০২৫ সন্ধ্যা ৬:৩৭
যামিনী সুধা বলেছেন:
আপনার মতো লোকজন, যারা কোন কিছুই সঠিকভাবে বুঝতে পারে না, তারা সমাজের জন্য ভয়ংকর।
৯| ০৫ ই মে, ২০২৫ রাত ২:১০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
রিক্সা বন্ধ করা ঠিক হবে না।
এটাকে আরো উন্নত ও যাত্রী বান্ধব করতে হবে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০২৫ বিকাল ৩:৩৮
নতুন নকিব বলেছেন:
ঢাকায় রিকশার সংখ্যা ও এর উপর নির্ভরশীল জনগণের পরিমাণ নিঃসন্দেহে চিন্তার বিষয়। নগর ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব ও রাজনৈতিক স্বার্থ ঢাকাকে অচল করে দিচ্ছে। এখন সময়—রিকশাভিত্তিক জীবিকার বিকল্প তৈরি ও পরিকল্পিত গণপরিবহন গড়ে তোলার।