নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন রাত জাগা পাখি

ভীণদেশী তাঁরা

ভীণদেশী তাঁরা › বিস্তারিত পোস্টঃ

LINK3 সার্ভিস নামের প্রহসনঃ

০১ লা মার্চ, ২০১৫ ভোর ৫:১৪

#QUBEE এর সাথে ছিলাম ওরা বাংলাদেশে সার্ভিস দেবার সেই শুরু থেকে, সেই সুদীর্ঘ পথচলা শেষ করেছিলাম ওদের FUP পলিছির কারণে। যখন সবাই ২৫৬ / ৫১২ kbps ব্যবহার করত তখন থেকে আমি 1mbps ব্যবহার করতাম, কখনো বিল ৫ তারিখ এর পর হয় নাই যদিও তাদের বিল দেবার শেষ দিন মাসের ৮ তারিখ। ওদের এই ঝামেলার কারণে সেবার অনেক ক্ষতি হয়েছিল যার ফলস্বরূপ QUBEE র সাথে সুদীর্ঘ সম্পর্কছেদ।

তারপর লিঙ্ক ৩ এর 2.5mbps ইন্টারনেটটা নিলাম, ভাবলাম আকাশপথ থেকে এবার তাঁরের পথে ইন্টারনেট নিলাম, এবার একটু শান্তি সহ নিরবিচ্ছিন্ন সংযোগ পাবো। শুরু থেকে IP blacklist সমস্যা। সার্ভিস পেতে হলে তো ১৫-২০ বার ফোন দিতে হয়, তার উপর, রাতের বেলা বা শুক্রবার/ শনিবার ফোন তো ধরবেই না, ফোন দিলে IVR থেকে বলে লাইন ব্যস্ত, একটা লাইন কতক্ষণ ব্যস্ত থাকতে পারে!! টানা ৩ ঘণ্টা? এই তিন ঘণ্টার ভিতর আমি কি একবারও লাইন পাবো না!!! ফোন ধরলেও ওরা কোন সাপোর্ট দিতে পারবে না, বলবে অফিস খোলার পর তারা এটা দেখবে। ওরা কিন্তু আপনাকে বলবে 24x7 সাপোর্ট, এই যদি হয় ওদের 24x7 সাপোর্ট, তাহলে অন্যদের কি অবস্থা!! অবশ্য অন্যদের অবস্থা এর থেকে অনেক ভালো বিশেষ করে QUBEE

এইতো গেল ওদের সাপোর্ট এর কথা, নতুন করে যোগ হল ওদের বিশ্বসেরা(!) কাস্টমার ম্যানেজমেন্ট সিস্টেম, উত্তরার সবাইকে এইমাসে ওদের এই নতুন ম্যানেজমেন্ট সিস্টেমে আপগ্রেড করে ফেলসে এইমাসে। ওদের নতুন এই বিশ্বসেরা সার্ভিস এর কিছু নমুনা হলঃ



১। আগে সবার পাবলিক IP ছিল, যেটা প্রাইভেট IP করা হয়েছে, যার মানে হল, এক IP কম করে হলেও ২০০০ - ৩০০০ জন ব্যবহার করছে,আর গুগল মামা দৈনিক কেপচা চায় সার্চ করতে, অন্যদের কথা বাদই দিলাম। ওদেরকে বললাম আগে পাবলিক দিলে এখন কেন প্রাইভেট!! বলে, পাবলিক IP র অনেক দাম, ৭০০০-৮০০০ টাকা, এইজন্য তারা এটা তুলে দিসে। আবার আপনি মার্কেটিং বলল, ২০০ টাকা দিতে হবে পাবলিক IP নিতে হলে। প্রশ্ন হল ৭০০০-৮০০০ টাকা দামের পাবলিক IP ওরা আপনাকে ২০০ টাকাতে দিয়ে দিচ্ছে!!! এটাকে আপনারা কি বলবেন, ২০০ টাকা ভিক্ষা নেয়ার জন্য এই আপগ্রেড :-* !!!! নাকি বিশ্বসেরা সার্ভিসের জন্য!!



২। ওদের নেট ব্যবহার করতে হলে এখন থেকে ব্রাউজারে ওদের সাইটে লগইন করা থাকতে হবে, লগইন না থাকলে নেট ব্যবহার করা যাবে না, আপনি চিন্তা করেন এক জমানায় কেউ ব্রডব্যান্ডে লগইন করে নেট ব্যবহার করতে দেখছেন? আপনি যদি বাসায় ওয়াইফাই হটস্পট করে রাখেন, তাহলে আপনার মোবাইল ডিভাইস বা স্মার্ট টিভির কি হবে, আর বার বার লগইন করতে কার ভালো লাগে বলেন? আপনার ফোনে স্ক্যাইপ বা ইমেইল আসার আগে কি বলবে যে আমাকে লগইন কর আমি আসছি!!!



৩। এখন থেকে তাদের বিল মাসের শুরুতে না, আগের মাসের ভিতর পরিশোধ করতে হবে, তা না হলে

আপনি নেট ব্যবহার করতে পারবেন না! আজব, সার্ভিস দেবার আগেই টাকার চিন্তা X( !!! ( লিঙ্ক ৩ কি ফকির হয়ে গেসে :-/ ), ওকে ওরা ফকির হতে পারে, আমি তো আর না, তাই ২৮ তারিখ বিল দিয়ে আসলাম, কারণ একদিন সার্ভিস থেকে বিচ্ছিন্ন থাকলে আমার উপর দিয়ে ক্লায়েন্ট রোলার কোস্টার চালায় /:) , তার উপর তো বিল হয় না, মরার উপর খাঁড়ার ঘা হিসেবে আছে জরিমানা। ভুল করেও তো কেউ এসব ঝামেলায় যেতে চাইবে না, বিল দেবার সময় এটা বার বার বলে আসলাম লাইনের যেন সমস্যা না হয়। যেই লাউ সেই কদু, রাত ১২ টায় ইন্টারনেট নাই। ফোন দিতেসি কেউ ফোন ধরে না, ইমেইল দিলাম সেটাও গায়েব হয়ে গেসে, টানা ৩ ঘণ্টা পর ফোন ধরল একজন। বুঝতে পারলাম তার উপর দিয়া অনেক ঝড় গেসে, কারণ এই সমস্যা মনে হয় আমি একা ফেস করতেসি না। সে আমাকে বলল তার এখন কিছু করার নাই, অফিস খুললে তারা এসে অ্যাকাউন্ট আনলক করবে, আমি বললাম আপনি ওইখানে বসে কি বা** ফেলছেন, যে আপনি এই কাজটা করতে পারবেন না!! সে বলে তাদের কাছে অ্যাক্সেস নাই (তো অ্যাক্সেস কি আমার কাছে!!! :P )



তার উপরতো আবার স্লো মোশনের মত নেট গত একমাস ধরে।

আমাদের সমস্যা হচ্ছে, আমরা আমাদের ভোক্তা অধিকার সম্পর্কে সচেতন না, তাই ওরা এইরকম অত্যাচার করতে পারে। অনেক কষ্ট করে #GRAMEENPHONE এর ইন্টারনেট দিয়ে পোস্ট দিলাম। ওদেরকে এই জন্য একটু ;) ধন্যবাদ দিতে হয়।



#HUNTING_FOR_NEW_IS



*** আজকে দুপুরে হটাত ৬ ঘণ্টার জন্য সংযোগ নাই, ফোন দিতে দিতে ৬ ঘণ্টা পর ধরে বলে, আপনার IP তো ভুল, আমি বুঝতে পারলাম রিয়েল IP র জন্য যে টাকা দিয়ে আসছি সেটা আজকে দুপুরে ওরা পরিবর্তন করছে। আমার প্রশ্ন হল, আমার IP আপগ্রেড করে কি তারা আমাকে IP দেয়ার প্রয়োজন মনে করে নাই!!!

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৫ সকাল ১০:১৭

এসব চলবে না..... বলেছেন: আপনি নিশ্চই সিঙ্গেল ইউজার।
বাংলাদেশের সকল প্রাইভেট ব্যাঙ্কগুলো লিঙ্ক৩'র দখলে। তাছাড়া সদ্য শুরু হওয়া পদ্মা সেতু প্রজেক্টে ও ওরা বিশাল পরিমান ব্যান্ডউইথ সহ সার্ভিস প্রোভাইড করছে এমনকি প্রজেক্টের চাহিদা অনুযায়ী বিশাল পরিমান ব্যান্ডউইথ যোগান দিতে ও হিমশিম খাচ্ছে। আপনার বর্ননা অনুযায়ী সার্ভিস দিলে নিশ্চই এত বড় বড় প্রজেক্টে ওদের সার্ভিস গ্রহনযোগ্য হত না।
সাধারনত এরকম বড় আইএসপি গুলো সিঙ্গেল ইউজার দের প্রতি খুব বেশি আগ্রহী হয় না। তারপর ও লিঙ্ক৩ সিঙ্গেল কানেকশন দিতে হিমশিম খায় এবং কোন কোন ক্ষেত্রে ১৫/২০ দিনের বেশি সময় নেয়।

এজন্য আমি মনে করি সিঙ্গেল ইউজারদের বড় আইএসপি'র কানেকশন না নিয়ে লোকাল কোন আইএসপি'র লাইন ব্যবহার করা।

সবশেষে আপনি ৩ নাম্বার পয়েন্টে যে অভিযোগ করেছেন সেটার জন্য দায়ী গ্রাহকেরা নিজেই।
ঢাকায় এমন সব এলাকা রয়েছে যেখানে লিঙ্ক৩ এর প্রচুর বিল খেলাপি গ্রাহক রয়েছে। মানে ছ্যাঁচড়া কাষ্টমার। তেল কম কিন্তু ভাজা মচমচা চায়। (উদাহরনঃ মিরপুর ডিওএইচএস) তাই তারা বাধ্য হয়েই এই নিয়মের প্রবর্তন করেছে।
মানে থাকলে থাক তা না হলে রাস্তা মাপ।

০৩ রা মার্চ, ২০১৫ ভোর ৬:৩৮

ভীণদেশী তাঁরা বলেছেন: রিয়েল IP এর জন্য যে ২০০ টাকা এটার জন্য আপনি কি বলবেন?
আপনার ক্ষমতা নাই নতুন লাইন দেয়ার, আপনি কেন দিবেন?
আর যারা রিটেইল ইউজার, লিঙ্ক ৩ কি তাদেরকে ফ্রি সংযোগ দিচ্ছে, যে তারা যা করবে তাই মেনে নিতে হবে, যেন আমাকে লাইন দিয়ে তারা দয়া করছে, তারা এতো বড় বড় জায়গায় লাইন দেয়, রিটেইল লাইন দেবার দরকার কি! যেহেতু তারা দেয়, সেহেতু এদের সার্ভিস দেয়াটাও তাদের এখতিয়ারে পরে।

আমার জানামতে সার্ভিস দেখে আজকাল কেউ টেন্ডার অনুমোদন করে না!আপনি মনে হয় অন্য দেশে থাকেন, তাই এই ব্যাপারটা জানেন না!

আপনি কি আমার ৩ নাম্বার পয়েন্ট ভালো ভাবে পরেছেন?
আমার বিল দেয়া ছিল, তার পরও কেন তারা লাইন বন্ধ করবে? আর আমার জানামতে এই পর্যন্ত কোন মাসের বিল খেলাপ হয়নাই। যাদের বিল বকেয়া, তাদের সরাসরি ব্যান করে দিলেই তো হয়, নিয়মিত কাস্টমার, যারা নিয়মিত তেল দিয়ে আসছে, তাদের তো মচমচা ভাজা খেতে অসুবিধা দেখছিনা!

আমি সিঙ্গেল ইউজার যদি, লিঙ্ক৩ থেকে সিঙ্গেল সংযোগ নেই যদি লিঙ্ক ৩ সিঙ্গেল সংযোগ বিক্রি করে, আপনার কোন প্রবলেম আছে??

ভাই, আপনি কি ওদের কর্মচারী? নাকি অন্য এলাকায় থাকেন! অন্য এলাকায় থাকলে ওয়েট করেন, আপনাকেও তারা (রিটেইল এবং কর্পোরেট) নতুন বিশ্বমানের সেবায় নিয়ে আসবে। ধন্যবাদ

২| ০১ লা মার্চ, ২০১৫ সকাল ১১:১৫

আহসানের ব্লগ বলেছেন: আহারে

৩| ০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৪

নিমকহারাম বলেছেন: আমরা আমাদের ভোক্তা অধিকার সম্পর্কে সচেতন না,
সত্যি কথা ।তবে তার চাইতে বড় সত্য আমাদের দেশ এর বযাবসায়িরা কখনই ভোক্তাদের জন্য ব্যবসা করে না নিজেদের ভোগের জন্য সেবা মুলক ব্যবসার মুখশ পরে বাজারে প্রবেশ করে।

০৩ রা মার্চ, ২০১৫ ভোর ৬:৩৯

ভীণদেশী তাঁরা বলেছেন: সত্য বলেছেন

৪| ০১ লা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

সুমন কর বলেছেন: হুম, মেজাজ খারাপ করার মতো !!!

০৩ রা মার্চ, ২০১৫ ভোর ৬:৩৯

ভীণদেশী তাঁরা বলেছেন: X( X( X( X( X( X(

৫| ০৩ রা মার্চ, ২০১৫ ভোর ৬:৪২

ভীণদেশী তাঁরা বলেছেন: আজকে দুপুরে হটাত ৬ ঘণ্টার জন্য সংযোগ নাই, ফোন দিতে দিতে ৬ ঘণ্টা পর ধরে বলে, আপনার IP তো ভুল, আমি বুঝতে পারলাম রিয়েল IP র জন্য যে টাকা দিয়ে আসছি সেটা আজকে দুপুরে ওরা পরিবর্তন করছে। আমার প্রশ্ন হল, আমার IP আপগ্রেড করে কি তারা আমাকে IP দেয়ার প্রয়োজন মনে করে নাই!!!

৬| ০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:২০

মায়াবী রূপকথা বলেছেন: কানেকশন টুক করে বাদ দিয়ে অন্য কিছু নিন। এতো মেজাজ খারাপ করলে বাচবেন কি করে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.