![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাদ রয়েছে মানুষ পছন্দ করে বাঘ কিন্তু ঘরে পোষে বিড়াল।
বিড়ালের মধ্যে হাজারো রোগ বালাই আর নোংরামী থাকা সত্ত্বেও কিছু মানুষ বিড়াল পোষে পরম যত্ন আত্মি করে।
কারন তেমন কিছু না, বিড়ালের র্নিলজ্জ বেহায়াপনা মানুষের খুবই ভালো লাগে।
ইচ্ছে মতো লাথি গুতো দেবার পরও বিড়াল ঘুরে ফিরে তার মনিবের কাছেই আসবে... তার গা ঘেঁষে বসবে। পায়ের ওপর মাথা ঘষবে।
মনিব ইচ্ছে হলে বিড়ালটিকে কোলে তুলে নিবে আবার যখন তখন কিল, গুতো, লাথি কিংবা জুতাপেটা করবে।
এতে কিন্তু বিড়াল একদম মাইন্ড করে না। মনিবের আদর ও জুতা পেটা-দুটোই সে সমান গুরুত্ব ও তাজিম সহকারে ভোগ করে।
এই বিড়ালদের সম্পর্কে আধুনিক বিজ্ঞান বলেছে- প্রতিটি বিড়াল তার মনিবকে তারই মাতা বিড়াল বলে মনে করে- তবে ছোট নয়- তার চেয়ে কিঞ্চিত বড় আকৃতির বিড়াল !
২| ১২ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:৩১
এ কে এম রেজাউল করিম বলেছেন:
পোষ্টটি আরো বিস্তারিত হইলে ভাল হইতো।
কিছু বুঝার আগেই শেষ হইয়া গেল।
৩| ১২ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:২৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: নতুন থট
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৯
শামীম শাহ বলেছেন: আমার বিড়াল
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৬ রাত ২:০৭
শামীম শাহ বলেছেন: