![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু লোক আছে,
যাদের অভাব কোনোদিন শেষ হয়না। সবসময়ই শুধু হাত পেতে রাখে।
কিন্ত এদের কাছে কোনোদিন সাহায্য সহযোগিতা আশা করা যায়না।
কিছু লোক আছে,
যে কারো সমস্যায় এরা নাক গলাবেই।
যদিও এদের কোনো গ্রহণযোগ্যতা নেই সমাজে।
কিছু লোক আছে,
যারা নিজেদের অত্যধিক জ্ঞানী মনে করে। কোনো বিষয়ে ভালো ধারনা না থাকা স্বত্ত্বেও এরা আগ বাড়িয়ে পরামর্শ দিতে আসে। যারা নেতিবাচকতা ছড়ায়। তারা তাদের কথা ও মন্তব্যের বিষ দিয়ে মানুষকে অসাড় ও কর্মহীন করে দেয়।
কিছু লোক আছে,
যারা জাত হিংসুটে স্বভাবের হয়। কারো উন্নতিতে এরা শুধু জ্বলে।
এরা স্বভাবতই অন্যের সমালোচনা করে। যেকোনো ভালো কাজের খুঁত বের করে সমালোচনার একটা উৎস বের করে। একটা ভালো কাজকে মুহুর্তেই এরা ত্রুটিযুক্ত করে তোলে।
কিছু লোক আছে,
ইচ্ছে করেই বিপদ ডেকে আনে। সহানুভুতিশীল মানুষদের সহমর্মিতায় এরা পৈশাচিক আনন্দ নেয়। নিজের ক্ষতিটা এদের কাছে গৌণ।
এদের কারনেই সত্যিকারের বিপদগ্রস্থরা সাহায্য হতে বঞ্চিত হয়।
কিছু লোক আছে,
ভরা মজলিসে কোনো গুরুত্বপুর্ণ মিটিংয়ে মোবাইলে ফোন এলে এরা উচ্চস্বরে কথা বলে। বাসে, ট্রেনে, ভার্সিটির ক্লাস কিংবা হাসপাতালে, সর্বত্রই এরা বিনাসংকোচে ফোনে জোরে কথা বলে।
এমনকি মসজিদে নামাজ পড়তে গেলেও এরা মোবাইল সাইলেন্ট করেনা। এদের সামাজিক পরিচয় 'কান্ডজ্ঞানহীন' মানুষ। শুধু কি এরাই কান্ডজ্ঞানহীন?
তাহলে বাকিদের আখ্যা কী !
কিছু লোক এমন আছে,
আপনি রুম থেকে বেরিয়ে দেখবেন আপনার জুতার উপর তিনি তাঁর নোংরা জুতাজোড়া রেখে দিয়েছেন। বিশেষ করে মসজিদ মন্দির কিংবা কোনো অফিস থেকে বের হওয়ার সময় এই বিরক্তিকর পরিস্থিতিতে পড়তে হয়।
অন্যের জুতার উপর নিজের জুতাজোড়া রাখা লোকদের বিবেকবোধ কেমন হতে পারে?
এই ঘটনাগুলো বেশিরভাগ মেস/হোস্টেলে হয়ে থাকে।
উপরোক্ত সব 'কিছু লোক' এর মোট সমষ্টিতে এরাই সংখ্যাগরিষ্ঠ।
এরা এদের কর্মকান্ডের জন্য কোনোদিন লজ্জিতও হয়না।
সেজন্য সমাজে সৎ লোক খুঁজতে হয়।
আবার কিছু লোক এমনও আছে, যাদের মধ্যে উল্লেখিত সব শ্রেনির গুনাগুণ রয়েছে।
আপনি আমি, আমরা। উপরোক্ত গুণগুলো আমাদের মধ্যে নেই, এই নিশ্চয়তা দিতে পারলে তবেই আমরা ভালো মানুষ...
২৯ শে জুন, ২০১৭ সকাল ৮:৪৬
শামীম শাহ বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই। অনুপ্রাণিত হলাম
২| ২৮ শে জুন, ২০১৭ রাত ১:১৪
ওমেরা বলেছেন: আচ্ছা আপনি কোন ক্যাটাগরিতে আছেন খুব জানতে ইচ্ছা করছে ।
২৯ শে জুন, ২০১৭ সকাল ৮:৪৫
শামীম শাহ বলেছেন: আমি, আপনি, আমরা। আমাদের সবার মধ্যেই এই দোষগুলো থাকতে পারে। আমরা সেটা এড়িয়ে চলতে পারলে তবেই আমরা ভালো মানুষ। আমি শেষে কিন্ত সেটাই বলেছি জনাব।
৩| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৩:৪৭
মক্ষীরাজা বলেছেন: ভাইয়ুমণিতা!!!!!!!!!
বাহ!!!!!!!!
মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!
ঠিক পরীর দেশের রাজণ্যদের লেখা !!!!!!!!
উলে জাদুরে। উম্মা
২৯ শে জুন, ২০১৭ সকাল ৮:৪৭
শামীম শাহ বলেছেন: তিরস্কার করলেন বোধহয়। আমি নিজেকে সাধু দাবী করিনি কিন্ত !
আমাদের সবার মধ্যেই এই দোষগুলো থাকতে পারে। আমরা সেটা এড়িয়ে চলতে পারলে তবেই আমরা ভালো মানুষ। আমি শেষে কিন্ত সেটাই বলেছি জনাব।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৭ রাত ১:০৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর পোষ্ট। আগা গোড়া গুরুত্বপূর্ণ বিষয়গুলোর কথা আর আমাদের ভুলগুলো ধরিয়ে দুতে সক্ষম হয়েছেন।
আমার মতো অনেকেই নিজেকে শুধরে নিতে চাইবে। দোআ করবেন ভাই।
পোষ্টে এইসব খারাপ আভ্যাস মনে করিয়ে দেওয়ার জন্য কৃতজ্ঞতা রাখছি।
তবে, দ্বিতীয় স্টেপে কেমন যেন একটা কথা থেকেই যায় ভাই!
শুভকামনা আপনার জন্য, প্রিয়তে থাকুন।