![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা থেকে বাসে চড়ে বাড়ি ফিরছিলাম।
তৎকালীন আমাদের ছাতারপাইয়ার সিটিং সার্ভিস বাস।
বাসের নাম ছিল সম্ভবত পাহাড়িকা (যতদুর মনে পড়ে)।
আমাদের মতো মধ্যবিত্তদের জন্য ঢাকা থেকে বাড়ি আসার জন্য এই লক্কড়ঝক্কড় বাসগুলোই ছিলো একমাত্র বাহন।
সব সিটপূর্ণ হয়ে গেলে আর যাত্রী না নেয়ার কথা থাকলেও লোকাল সার্ভিসের বাসগুলো ঠিকই যাত্রী নেয়।
অতিরিক্ত যাত্রীরা দাঁড়িয়ে যেতে হয়।
এই বাসটিতেও অতিরিক্ত যাত্রী নেয়া হয়েছিল।
আমার পাশেই কোট টাই পরা এক ভদ্রলোক দুই দিকের দুইটা সিট ধরে দাঁড়িয়েছেন।
আমার চেয়ে বয়সে বড় কেউ দাঁড়িয়ে থাকলে তার সামনে আমি কখনো বসে থাকতে পারিনা, লজ্জা লাগে।
ভাবলাম ভদ্রলোককে সিটে বসতে দিয়ে আমি দাঁড়িয়ে যাই।
চিটাগাং রোডে জ্যামে পড়ে ব্রেক করলো বাস। গাড়ি হঠাৎ ব্রেক করলে দাঁড়িয়ে থাকা লোকদেরই সমস্যা হয় বেশি।
ব্রেকের চোটে ভদ্রলোক ছোটখাটো একটা ধাক্কা খেলেন। ঠিক ঊনার পেছনে দাঁড়িয়ে থাকা আরেকজন এসে পড়লো ভদ্রলোকের উপর।
তিনি আর দেরী করলেন না, ঠাশ করেই একটা চড় বসিয়ে দিলেন। সাথে কিছু গালি।
জীর্ন-শীর্ন শার্ট পরা পেছনে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখলেই বোঝা যায় অত্যন্ত গরীব।
ভদ্রলোকের থাপ্পড় আর অভদ্র গালি খেয়ে লোকটা কোন প্রতিউত্তর না করে চুপচাপ থাকলো।
আমি বারবার তাকিয়ে দুজনের মুভমেন্ট দেখছিলাম।
ভদ্রলোক ফোনে ব্যস্ত হয়ে পড়েছেন। আর পেছনের লোকটা মলিন মুখে বাইরের দিকে তাকিয়ে আছে। কারন পুরো বাসের যাত্রীরাই এই কান্ড দেখেছে।
এটা নিশ্চয়ই তার জন্য লজ্জার বিষয়!
প্রায় আটদশ মিনিট পর বাস আবার ব্রেক করলো।
এবার ব্রেকের চোটে ভদ্রলোক ছিঁটকে পড়লেন আমার উপর!
ঠিক তখনই ভদ্রলোকের থাপ্পড় খাওয়া লোকটা হাত বাড়িয়ে উনাকে টেনে তুললো।
এবার বোধহয় সে কিছু বলার সাহস পেয়েছে।
স্যার, আমি গরীব মানুষ, অশিক্ষিত। গ্রামের একজন সাধারণ মুদি দোকানদার। আমার মা অসুস্থ, ঢাকায় ছোট ভাইয়ের কাছে টাকার জন্য এসেছি আজ। ঢাকা শহরের অনেক নিয়ম কানূন আমার জানা নাই।
স্কুল কলেজে কোনদিন পড়ার সুযোগ পাইনাই। আর তাই স্কুল কলেজে পড়ুয়াদের সম্মান করি খুব।
সেই সম্মানবোধ থেকেই আপনার চড়ের জবাব দেইনাই।
আপনি আমাকে চড় মেরে অনেক বড় শিক্ষিত আর ক্ষমতাবানের পরিচয় দিয়েছেন।
আর আমি আপনাকে পড়ে যাওয়া থেকে টেনে তুলে একজন মানুষের পরিচয় দিয়েছি।
আপনি ছিঁটকে গিয়ে যার উপর পড়েছেন, তিনি কিন্তু আপনাকে কোন চড় মারেননাই!
লোকটির কথা শুনে নতমুখে নির্বাক দাঁড়িয়ে রইলেন ভদ্রলোক। বাসভর্তি মানুষের কটুদৃষ্টি নিশ্চয়ই তাকে লজ্জিত করেছে। প্রবাদে আছে শরীরের আঘাতের চেয়ে কথার আঘাত অধিক ধারালো হয়। সেই ধারের আঘাতে লোকটা কতটা পর্যুদস্ত হয়েছে, সেটা তার চেহারা দেখেই অনুমান করা যাচ্ছিলো।
স্কুল কলেজের মলাটবাঁধা বইয়ে জীবন গড়ার বিদ্যা শেখানো হয়। কিন্ত চরিত্র আর নৈতিকতার শিক্ষা আসে পরিবার থেকে।
ভদ্রতা প্রাতিষ্ঠানিক শিক্ষা না, এটা বংশগত শিক্ষা...
২৬ শে মে, ২০২০ বিকাল ৩:৩২
শামীম শাহ বলেছেন: এখনতো নবাবদের যুগ নেই। কোন প্রসঙ্গে বললেন বুঝিনি
২| ২৬ শে মে, ২০২০ বিকাল ৩:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ মোবারক।
৩| ২৬ শে মে, ২০২০ বিকাল ৩:৩৪
নেওয়াজ আলি বলেছেন: শিক্ষা সব মানুষকে বিকশিত করে না। তবে পারিবারিক শিক্ষা মানুষকে ভদ্র করে।
২৬ শে মে, ২০২০ বিকাল ৩:৩৯
শামীম শাহ বলেছেন: সুন্দর কথা বলেছেন
৪| ২৬ শে মে, ২০২০ বিকাল ৩:৪২
রাজীব নুর বলেছেন: আমাদের দেশের মানুষ গুলো খুব বেশি বেয়াদপ। এরা ঘর থেকে বাইরে বের হলেই অমানুষ হয়ে যায়।
৫| ২৬ শে মে, ২০২০ বিকাল ৩:৪৩
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, " এখনতো নবাবদের যুগ নেই। কোন প্রসঙ্গে বললেন বুঝিনি "
-আপনি বলছেন, ভদ্রতা বংশগত শিক্ষা, আপনাকে খুবই ভদ্র মনে হচ্ছে; আপনি অবশ্যই ঢাকার নবাব বংশের লোক
০২ রা জুন, ২০২০ রাত ৩:০৩
শামীম শাহ বলেছেন: ভাই মনে হয় অসন্তুষ্ট হয়েছেন। লেখার সামগ্রিক ভাবনায় যা বোঝানো হয়েছে, সেটা কয়েকজনের কমেন্টে পরিস্কারভাবে উঠে এসেছে। একটু মেহনত করে পড়ে নেবেন। আপনি অনেক আমার পুরনো পাঠক এবং একজন পছন্দের লেখক।
ভদ্রতার সাথে প্রাতিষ্ঠানিক শিক্ষার একেবারেই প্রয়োজন নেই, সেটা কিন্ত বোঝানো হয়নি। ক্ষেত্রবিশেষে মানুষ নিজেকে নানাভাবে উপস্থাপন করে। প্রতিটি ক্ষেত্রেই তার আচার আচরণ ভদ্র হওয়া চাই। এর জন্য যে নৈতিক শিক্ষার প্রয়োজন, সেটা আসে পরিবার থেকে।
৬| ২৬ শে মে, ২০২০ বিকাল ৩:৪৭
আল-ইকরাম বলেছেন: ভদ্রতা, শিষ্ঠাচার বুনিয়াদি শিক্ষা। এই সুশিক্ষা গুলো পরিবার থেকেই সঠিক ভাবে অর্জন করা যায়। সুসংগঠিত পরিবার সুশিক্ষিত পরিবার।
৭| ২৬ শে মে, ২০২০ বিকাল ৩:৫২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভদ্রতা, সুন্দর আচরণ পারিবারিকভাবে শিক্ষা করা যায়। ঠিক আছে। একই সাথে সেটার যথেষ্ট প্র্যাকটিক্যাল প্রয়োগ করতে হয়। অন্য মানুষদের কাছ থেকে শিখতেও হবে।
অনেকে বড় পরিবারে জন্মগ্রহণ করেও অহংকার, উগ্র আচরণ করে থাকে।
আজকাল ভদ্র ব্যবহার কেউ করতে চায় না। আবার ভদ্র ব্যবহার করলে এটাকে অনেকেই আবার দুর্বলতা মনে করে।
৮| ২৬ শে মে, ২০২০ বিকাল ৪:০১
আলোকরশ্মি22 বলেছেন: ভদ্রতা প্রাতিষ্ঠানিক শিক্ষা না, এটা বংশগত শিক্ষা...সত্যবচন,প্রাতিষ্ঠানিক শিক্ষা মানুষকে শিক্ষিত করলে ও মানুষর মত মানুষ করতে পারেনা ।
০২ রা জুন, ২০২০ রাত ৩:০৪
শামীম শাহ বলেছেন: শ্রদ্ধা নিবেন জনাব
৯| ২৬ শে মে, ২০২০ বিকাল ৪:০২
মীর আবুল আল হাসিব বলেছেন: বহুদিন মনে রাখার মত একটা ঘটনা পড়লাম।
আজকাল ১৫-২০ বয়সী ছেলে-মেয়েদের দ্বারা বয়ষ্করাই বেশি অপমানিত হচ্ছে। অনেক কারন আছে এর পেছনে। একটা ছেলে বা মেয়ের অভদ্র হওয়ার পেছনে আমি সবচেয়ে বেশি দায়ী করবো তার বাবা মাকে। অনেক বাবা মা ই তো বেয়াদব; ছেলেমেয়েদের আর কি ভদ্রতা শেখাবে।
খারাপ লাগে, খুব খারাপ।
০২ রা জুন, ২০২০ রাত ২:৫৭
শামীম শাহ বলেছেন: কৃতজ্ঞতা রইলো। আপনার এই সুন্দর মন্তব্য হয়তো কাউকে অনুপ্রাণিত করবে।
১০| ২৬ শে মে, ২০২০ বিকাল ৪:৩৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যাদের পরিবারে শালীনতা, ভদ্রতার পরিচর্যা হয়না
তাদের কাছ থেকে অভদ্র আচরণ ও অশ্লীল ব্যাবহার
ছাড়া আর কিইবা আশা করা যায়। ভদ্রতার লালন পালন
হয় পরিবারে। সে পরিবার হতে পারে কোন রিক্সাআলার
দিনমজুরের। গাড়ী বাড়ির মালিকের বাসায় তা নাও হতে
পারে।
০২ রা জুন, ২০২০ রাত ২:৫৪
শামীম শাহ বলেছেন: ধন্যবাদ সুন্দর মতামতের জন্য। চাঁদগাজী ভাইকে আপনার মন্তব্য দেখার অনুরোধ করছি
১১| ২৬ শে মে, ২০২০ বিকাল ৪:৫১
চাঁদগাজী বলেছেন:
ভদ্রতা হলো কমনসেন্সের ব্যাপার, উহা শিক্ষার সাথে যুক্ত।
১২| ২৬ শে মে, ২০২০ বিকাল ৪:৫২
কহেন কবি কালীদাস বলেছেন: কিছুটা একমত।
আমার মনে হয় ভদ্রতা বংশগত নয়, পারিবারিক। পরিবার থেকে না শিখালে, কেউ শিখাতে পারবে না।
০২ রা জুন, ২০২০ রাত ৩:০৬
শামীম শাহ বলেছেন: নৈতিক শিক্ষা আসে পরিবার থেকেই। ধন্যবাদ আপনার মতামতের জন্য
১৩| ২৬ শে মে, ২০২০ বিকাল ৫:৩০
ওমেরা বলেছেন: ভদ্রতা প্রথমত পারিবার থেকেই শুরু হবে প্রাতিষ্ঠিক শিখা এটার প্রসার ঘটাবে।
০২ রা জুন, ২০২০ রাত ৩:০৫
শামীম শাহ বলেছেন: সুন্দর কথা বলেছেন
১৪| ২৬ শে মে, ২০২০ রাত ৮:০৬
সাইন বোর্ড বলেছেন: এখন উচিৎ প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা । কিন্তু এই অনিয়মের দেশে সেটা সম্ভব না ।
১৫| ২৬ শে মে, ২০২০ রাত ৮:০৭
নতুন বলেছেন: বংশগত এটা সবাই বলে।
কিন্তু আগে আসলে সবাই তেমন শিক্ষিত ছিলো না। কিন্তু ধনীরাই শিক্ষিত ছিলো কিছু বংশের শিক্ষার । তাই কিছু মানুষ বংশের কথা বলে।
কিন্তু আসরে ধনীরা/কিছু বংশের লোকেরা শিক্ষিত ছিলো তাদের আচরন অন্যদের থেকে ভালো ছিলো।
তাই কিছু প্রবাদ প্রচলিত হয়েছে।
জাতের মেয়ে কালো ভালো
ভদ্রতায় বংশের পরিচয়
কুলীন বংশ
আসল বিষয়টা শিক্ষা ( সাটিফিকেট না)
০২ রা জুন, ২০২০ রাত ৩:০৭
শামীম শাহ বলেছেন: ভদ্রতার সাথে প্রাতিষ্ঠানিক শিক্ষার একেবারেই প্রয়োজন নেই, সেটা কিন্ত বোঝানো হয়নি। ক্ষেত্রবিশেষে মানুষ নিজেকে নানাভাবে উপস্থাপন করে। প্রতিটি ক্ষেত্রেই তার আচার আচরণ ভদ্র হওয়া চাই। এর জন্য যে নৈতিক শিক্ষার প্রয়োজন, সেটা আসে পরিবার থেকে। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য
১৬| ০২ রা জুন, ২০২০ রাত ৩:৩৮
অনল চৌধুরী বলেছেন: নীতি-আদর্শ-সততা-দেশপ্রেম-সবকিছুই পরিবার থেকে শিখতে হয়।
এসবের কোনোকিছুই এখনকার শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষকরা শেখাচ্ছে না। সেখানে গিয়ে ছাত্ররা শিখছে চুরি-ঘুষ-ক্লাসে না পড়িয়ে বাড়িতে পড়ানোর এবং কোচিং বাণিজ্যের মতো দুর্নীতি ,এবং সর্বোপরি পরিমল ও মাদ্রাসার অনেক শিক্ষকের মতো ছাত্রী ধর্ষণ।
১৭| ০২ রা জুন, ২০২০ ভোর ৫:১০
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশের সমাজে নৈতিক স্খলন ঘটে গেছে বিষণভাবেই, আর অর্থ ও ক্ষমতালিপ্সা মানুষকে চরম আগ্রাসী ও হিংস্র করে তুলেছে। কিন্তু এর ভিতরেই আমরা বসবাস করি বলে এর মারাত্মক প্রভাব আমরা কেহই উপলব্ধি করতে পারছি না। সমাজে একের প্রতি ওপরের শ্রদ্ধাবোধের ও পরমতসহিঞ্চুতার অভাব এই আগ্রাসী মনোভাবেরই বহিঃপ্রকাশ।
১৮| ০২ রা জুন, ২০২০ ভোর ৫:৪০
সত্যপীরবাবা বলেছেন: একমত।
ভদ্রতা জাতি, সমাজ, সংস্কৃতির উপর অনেকাংশে নির্ভর করে। অনেক আগে ইউকেতে বাসচালক আর আরোহীর মধ্যে ভাড়ার খুচরা আদান প্রদানে অন্তত ১৫ বার Thank You বলতে শুনেছিলাম পরস্পরের সঙ্গে। বাংলাদেশে এতবার কেউ ধন্যবাদ বললে সেটা হবে আদিখ্যেতা। আবার রিক্সাওয়ালা ভাই যদি আপনার দেয়া ভাড়া নেয়ার পর আপনাকে 'ধন্যবাদ' জানান, আপনি যত না মুগ্ধ হবেন তা্ঁর ভদ্রতায়, তার চাইতে বিস্মিত হবেন বেশি আর হতবুদ্ধি হবেন পাল্টা কি বলবেন এই ভেবে।
(একবাক্যে সহমত বলেই কমেন্ট শেষ করতে পারতাম, কিন্তু "সহমত ভাই/আপা" কমেন্ট দেখলে পিত্তি জ্বলে যা্য়। তাই বাড়তি কিচু যোগ করলাম, হ্য়ত পুরোপুরি প্রাসঙ্গিক না)
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০২০ বিকাল ৩:১৫
চাঁদগাজী বলেছেন:
আপনার পরিবার কি ঢাকার নবাব পরিবার?