নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই প্রকৃতি,এই যে আকাশ! আমার মুগ্ধতায় তার ভিন্ন ভিন্ন বহিঃপ্রকাশ
মেয়ে,
সমীরন জাগে হৃদয়ে,
আকাশে উচ্চারে বাণী!
কত বার ভেবেছিনু,
প্রকাশিবো,
তোমারে কত ভালোবাসি!
কত হৃদয়ঙ্গম হয়েছো তুমি,
কত গিয়াছো হৃদয় চুমি!
জানেনাতো কেহ তাহা
অগোচরে তোমায় কত কাছে চাই,
কত ভালোবাসি?
জানে কেবল তাহা অন্তর্যামী!
ক্ষনিকেরও তরে তব পরিচয়!
ক্ষনিক কালের দেখা!
তুমিহীনা প্রতিটি প্রহর লাগে একা একা!
এত উচ্ছ্বাসের রন্ধ্রে রন্ধ্রে প্রকাশে কেবল তুমি আমার
প্রিয়তমা,
ভূল হলে কভু, ব্যাথ্যা পেলে মনে দিয়োনা না যাতনা
২৯ শে আগস্ট, ২০১৯ রাত ৮:১৮
অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ ও শুভ কামনা জানবেন
২| ২৮ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৫১
মানতাশা বলেছেন: **************
১/৫
**************
২৯ শে আগস্ট, ২০১৯ রাত ৮:২০
অব্যক্ত কাব্য বলেছেন: মার্কিং করলেন নাকি?
বুঝিয়ে দিন!
মন্তব্যের জন্য ধন্যবাদ
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১৯
বিজন রয় বলেছেন: কেমন আছেন? ভেবেছিলাম আপনাকে বুঝি হারালাম!
ফেসবুকে আপনার সাথে যোগাযোগ হলে নিজেকে সৌভাগ্যবান মনে করবো।
শুভকামনা।
০৮ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩
অব্যক্ত কাব্য বলেছেন: প্রিয় কবি,
ভালোই আছি
কেমন আছেন?
আপনার কবিতাগুলো অনেকদিন পড়া হয়না।
আপনার সাথে ফেবুতে যুক্ত হতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করবো।
এবং অনুপ্রাণিত হবো।
আমার ফেবু আইডি লিংক যুক্ত করতে পারছি না।
তাই শুধু Engr NM Shamim লিখে সার্চ দিয়ে যুক্ত করে নিন।
©somewhere in net ltd.
১| ২৮ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৩২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।