নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই প্রকৃতি,এই যে আকাশ! আমার মুগ্ধতায় তার ভিন্ন ভিন্ন বহিঃপ্রকাশ
বইয়ের নাম: ছায়া আলো
লেখক: এন এম শামীম
ধরন: কাব্যগ্রন্থ
প্রচ্ছদ: আইয়ুব আলামিন
প্রকাশনী: ঘাসফুল
স্টল নং: ৪৬৩
সোহরাওয়ার্দী উদ্যান
শুভেচ্ছা মূল্য: ১৮০৳
ছায়া আলোক মূলত প্রকৃতি, প্রেম ও জীবনবোধের এক অকৃত্রিম সংমিশ্রন।
বইটিতে স্থান পেয়েছে ৬৭ টি কবিতা।
মানুষের জীবনে যেমন উথান পতন আছে তেমনি আছে আলো ছায়ার মন্ত্রমুগ্ধ খেলা।
জীবন কখনো স্থির, কখনো প্রতিবাদী, কখনো প্রেমাসক্ত, কখনো বিরহে কাতর।
এর সবই উঠে এসেছে ছায়া আলোকে।
০৭/০২/২০২০ খ্রিঃ তারিখটি ছায়া আলোকের জন্য অবিস্মরণীয়।
বাংলা সাহিত্যের সোনালী যুগের কবি, ভালোবাসার কবি হেলাল হাফিজ এবং শিরোনামহীন ব্যান্ডের প্রতিষ্ঠাতা, গীতিকার, টীমলিডার, বেজিস্টের হাত ধরে বইমেলায় বইটির যাত্রা শুরু।
কবির হাতের ছোয়া পেয়ে বইটি যেনো হয়ে উঠেছিলো সোনালী রোদ্দুর।
পেশায় প্রকৌশলী হওয়ায় কবি মেলায় সময় দিতে পারেন না।
তবে আগামী ১৪-১৫ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলায় সময় দেয়ার সর্বোচ্চ চেষ্টা থাকবে।
বই পড়ুন, নিজেকে জানুন, পৃথিবীকে জানুন
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪১
রাজীব নুর বলেছেন: কবিতা লিখে কি হয়??
বাজারে দ্রব্য মূল্যের দাম কি কমে??
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩৪
নেওয়াজ আলি বলেছেন: ভালো
৪| ১৭ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:১২
নীল আকাশ বলেছেন: অভিনন্দন আপনাকে বই বের করার জন্য।
আপনি যে প্রকৌশলী এটা জানতাম না। কোন ডির্পাটমেন্টের?
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪১
চাঁদগাজী বলেছেন:
শুভকামনা রলো।
বের বের করতে আপনার কি রকম খরচ হয়েছে?