নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই প্রকৃতি,এই যে আকাশ! আমার মুগ্ধতায় তার ভিন্ন ভিন্ন বহিঃপ্রকাশ
একটা গল্পের বই নিয়ে অনেক কিছুই লেখা যায়।
যা গল্পে আছে কিংবা নেই। কিন্তু একটা কবিতার বই নিয়ে কি আদতে লেখা যায়?
যদি লেখা যায় তাহলে বলবো- এন এম শামীমের লেখা দ্বিতীয় কাব্যগ্রন্থ আলোকের অন্তর্ধান পড়ার সময় আপনার মনে হতে পারে জীবনানন্দের লেখা সেই লাইন- কে হায় হৃদ খুড়ে বেদনা জাগাতে ভালোবাসে!
এবার আসি তার কবিতার ব্যাপারে-
"এই শহর জানুক
কিছু গল্প, আমাদের বুকে জমা কিছু গোপন শোক!
এক সহস্র বছর পরে হলেও চাই আমাদের ফের দেখা হোক।"
তার এই লাইনগুলো উপেক্ষা করার সামর্থ্য ক'জনেরই বা থাকে?
কিংবা-
"ভূলোকের প্রতিটি কোণে জানান দিবো,
তুমি আমার শুদ্ধতম পাপ!
চোখের কোনে জমে থাকা রাত্রির পরিতাপ!"
এই অনুকবিতা এড়িয়ে যাওয়ার ক্ষমতাই বা কার?
পরিশেষে বলবো, এন এম শামীম কবি হিসেবে নিজের জায়গা করে নিয়েছে সাহিত্যাঙ্গনে।
আমি তার সাফল্য কামনা করি।
~~ প্রকাশক(প্রকাশকের বইটি সম্পর্কে মতামত)
বিসর্গ প্রকাশনী
বইটি অমর একুশে গ্রন্থমেলা ২০২১ এ পাওয়া যাচ্ছে ৫৫৬ নং স্টলে।
এছাড়াও রকমারি ডট কমে পাওয়া যাবে এই লিংকেঃ
https://www.rokomari.com/book/212273/aloker-ontordha
বই পরিচিতিঃ
নামঃ আলোকের অন্তর্ধান
লেখকঃ এন এম শামীম
প্রকাশনীঃ বিসর্গ প্রকাশনী
প্রকাশকালঃ একুশে বইমেলা ২০২১
প্রচ্ছদঃ printwala.com.bd
ধরনঃ কাব্যগ্রন্থ
শুভেচ্ছা মূল্যঃ ২০০৳
আজ থাকছি মেলায়, সুহৃদ ব্লগারদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ
০২ রা এপ্রিল, ২০২১ সকাল ১০:৩৪
অব্যক্ত কাব্য বলেছেন: জ্বী ভাইয়া।
২| ০২ রা এপ্রিল, ২০২১ সকাল ১০:২৭
ইসিয়াক বলেছেন: শুভ কামনা রইলো।
০২ রা এপ্রিল, ২০২১ সকাল ১০:৩৫
অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ কবি।
ভালোবাসা জানবেন
৩| ০২ রা এপ্রিল, ২০২১ দুপুর ১:৩৫
রাজীব নুর বলেছেন: শুভকামনা জানাই।
০৩ রা এপ্রিল, ২০২১ রাত ১২:৪৩
অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ ভাই,
৪| ০২ রা এপ্রিল, ২০২১ বিকাল ৩:১৯
চাঁদগাজী বলেছেন:
আপনি নিজের কবিতার বই নিয়ে কথা বলতে গিয়ে "তার"( এন, এম, শামীম ) বই'এর কথা বলছেন কেন? বলবেন "আমার" বই।
০৩ রা এপ্রিল, ২০২১ রাত ১২:৪২
অব্যক্ত কাব্য বলেছেন: ভাইয়া প্রক্শকের মতামত তুলে ধরা হইছে
৫| ০৪ ঠা এপ্রিল, ২০২১ রাত ৮:৪৫
মনিরা সুলতানা বলেছেন: শুভ কামনা কাব্য !
০৫ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৫৫
অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ জানবেন প্রিয় আপি
©somewhere in net ltd.
১| ০২ রা এপ্রিল, ২০২১ সকাল ৯:৫৮
চাঁদগাজী বলেছেন:
আপনার কবিতার বই?