নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই প্রকৃতি,এই যে আকাশ! আমার মুগ্ধতায় তার ভিন্ন ভিন্ন বহিঃপ্রকাশ
সব ভয় পিছনে ফেলে এসে,
সব কান্না ঘুছে দিয়ে হেসে!
এভাবেই তুমি ফিরে এলে কিংবদন্তির বেশে,
এভাবেই তুমি হাল ধরলে দেশের ত্রাতা হয়ে।
বহু রাত নির্ঘুম কাতরতা শেষে,
বহু দিন অজস্র অশ্রুপাতের পরে!
তুমি ফিরে এলে মহানায়কের বেশে,
তুমি ফিরে এলে কোটি জনতার মনোবাসনাতে।
তুমি মেসি, তুমি বিজয়ী,
তুমি লক্ষ কোটি জনতার ভালোবাসা!
তুমি অকুতোভয়, তুমি নির্ভীক, তুমি আশা বাঁচা!
চারদিকে আজ বাজিছে খুশির হিল্লোল,
চারদিকে আজ মেসি মেসি কল্লোল।
ও তোরা কে কোথায় আছিস বল,
আজকে বাজিছে খুশির জোয়ার
তোরা সব জয়ধ্বনি কর!
অভিনন্দন চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
২| ১৯ শে ডিসেম্বর, ২০২২ ভোর ৪:০৫
সোনাগাজী বলেছেন:
ছবি দেখে ভালোই লাগছে।
৩| ১৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৩৬
বিটপি বলেছেন: চমৎকার কবিতা। তবে আসল নায়ক কিন্তু মেসি নয়, মার্টিনেজ। মেসির হাতে ট্রফি দেখার জন্য যে জীবন দিতেও প্রস্তুত ছিল।
৪| ১৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৫৩
জুল ভার্ন বলেছেন: চমতকার ছবি ব্লগ।
৫| ১৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৩৮
রাজীব নুর বলেছেন: এই জয়ে আমি আমরা ভীষন আনন্দিত।
৬| ১৯ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন মেসি।অভিনন্দন কিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ফুটবল দল।
©somewhere in net ltd.
১| ১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ২:১০
নেওয়াজ আলি বলেছেন: অভিনন্দন আর্জিণ্টিনাকে।