নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাত্রা শুরু

শূন্য থেকে যাত্রা

শূন্য থেকে যাত্রা › বিস্তারিত পোস্টঃ

"আর কেও না থাকলেও কথা দিচ্ছি আমি থাকব"....

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫১









যে আগুনে পুড়ছে সে আমার ভাই, যে পুলিশ অবরোধকারীদের হাতে আহত হচ্ছে সে আমার ভাই, যে পুলিশের গুলিতে মরছে সেও আমার ভাই। আমরা সকলে বাংলাদেশী আমরা সবাই ভাই-ভাই । আমাদের মধ্যে জাতিগত কোন শত্রুতা নাই, এ দেশে প্রকাশ্য ধর্ম নিয়ে কূটুক্তি করার দুঃসাধ্যও কারো নেই। তবে কেন এই বিভক্তি? আগে বুঝতে হবে বিভক্তিতে লাভ কার ? একজন মানুষ আরেক জন সাধারণ মানুষকে পুড়িয়ে শুধু জাহান্নামের ঠিকানা আর অভিশাপই লাভ করতে পারে, কখনই লাভবান হতে পারে না । তাই আসুন আমাদের মধ্যে বিভক্তি তৈরিকারী ভণ্ড নেতা- নেত্রী যারা নিজে চোরের মত আত্ম গোপন করে দলীয় সাধারণ নেতা-কর্মীদের বলছে মাঠে থাকতে বলছে, তাদের কথায় উন্মাদ না হয়ে আমাদের দেশের সম্পদ এবং সবার পরিবারগুলোকে রক্ষা করি। আর দেশের অধিকাংশ মানুষ যদি সরকারের পতন চায় তাহলে জনগন নিজ থেকেই রাস্তায় নেমে আসবে। এর জন্য বাসে আগুন দিতে হবে না, অবরোধ করতে হবে না । বিরোধী দলের নেতাদের বলব যদি সৎ সাহস থাকে তাহলে অহিংস আন্দোলন কর্মসূচী দেন। আপনাদের আন্দোলন যদি জনস্বার্থের কোন ছিটে ফোঁটাও থাকে আর কেও না থাকলেও কথা দিচ্ছি আমি থাকব।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.