![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।
গন্তব্য শেরপুরের গজনী ইকো পার্ক। পথ না চিনায় মাঝে মাঝে থামতে হচ্ছে। একটা দিক ভাল লাগল , রাস্তা ভাল নয় একথা শুনে যাত্রা শুরু করলেও দেখলাম রাস্তার কাজ চলছে, মোটামুটি পুরো পথই ভালই বলা চলে। কুমীরের খামার দেখতে গিয়ে দেরী হওয়াতে জুমআর নামাজ পরে আমরা ছয় জন ডিসিশান নিলাম নো খাওয়া দাওয়ার বিরতি, গাড়ী চলুক। চালক লিটন ভাই ও সাই দিলেন। ময়মনসিংহ শহর পার হয়ে শেরপুরের হাইওয়ে। নকলা অতিক্রম করে আমাদের প্রবেশ শেরপুরে। রাস্তার দুপাশ চির সবুজ বাংলার চেনা পরিচিত দৃশ্য, মন ভাল না হয়ে উপাই নেই। বহতা সময় থেমে নেই । হেলে পড়া সূর্যকে যদি কোন ভাবে ধরে রাখা যেত।
শেষ বিকালের কনে দেখা আলোয় আমাদের প্রবেশ চির হরিৎ এই সংরক্ষিত বনাঞ্চলে। শেরপুরে দুটি ইকোপার্ক আছে । আরেকটি হচ্ছে মধুটিলা। গাড়ো পাহারের কোল ঘেসে সীমান্তবর্তী এলাকায় এর অবস্হান, আদিবাসী অধ্যুসিত এই এলাকা।
বন বিভাগের তৈরি গেস্ট হাউস থাকলেও তাতে রাত্রীযাপনের সুযোগ না থাকায় মনটাই খারাপ হয়ে গেল। এমন গহীনে একটা রাত যাপন মন্দ হতনা ।
লেক থাকলেও তাতে পানি শুকিয়ে গেছে। মাঝে মাঝে নাকি হাতী ও নেমে আসে পাহাড় থেকে।
গজনীতে একটা ওয়াচ টাওয়ার আছে। তার উপর উঠে দিগন্ত বিস্তৃত সবুজ, লোকালয় ছেড়ে ঐ দুরে গারো পাহাড় আর মন ভালো করে দেয়া সবুজ সবই অবলোকনের অনুপম সুযোগ আছে।
বেশ কিছুদিন ধরে পথ ভুল করা একটা কমন ব্যাপার হয়ে গেছে। এবারও ফেরার পথে তাই হল। রাতের আঁধারে ময়মনসিংহ হাইওয়েতে না এসে আমরা পথ ভুলে চলে গেলাম জামালপুর জেলায়।
ব্লগার পাথুরে ঘোষনা দিল শামসীর ভাইকে ট্যুর কমান্ডার পদ থেকে ডিমোশন দিয়ে সিপাহী পদে অবনমন করা হউক। কেমনে বুঝাই আমার কি দোষ। রাতের আঁধারে আরেকটা জেলা দেখাত হল ।
জামালপুর থেকে মুক্তাগাছা হয়ে ময়মনসিংহ ফেরার পথে ভাবলাম মুক্তাগাছার মন্ডা না খেয়ে গেলেত হবেনা। বাজারে জানতে চাওয়ায় একজন বলল পাঁচ মিনিটের এই পথ ধরে ভিতরে গেলে মন্ডা পাওয়া যাবে। হঠাৎ করে তিনি এক লোককে দেখিয়ে বললেন উনি মন্ডার মহাজন, উনার মন্ডা সবথেকে ভাল। কিন্তু হাইওয়ে থেকে রাত নয়টায় গলিপথে আর যাবার ইচ্ছা হলনা। মন্ডা না খেয়ে মন্ডার মহাজনকে দেখে ফিরে আসতে হল।
..........................................................................................
শেষ বিকেলের আলো
বিষাদ সন্ধ্যা ................. সেই সময় ওয়াচ টাওয়ারের উপর থেকে কিছু ছবি
কুমীরের খামার - ক্রোকোডাইল ফ্যাক্টরী !!!!
Click This Link
২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০২
শ।মসীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
২| ২৫ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫২
রোহান বলেছেন: আমারে নেন নাই তাই মাইনাস... তয় পুলাপাইনরে ক্ষেপায় দিছি, সামনের শুক্কুর বারে ঘুইরা আসার বেপক সম্ভাবনা আছে
২৫ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫৭
শ।মসীর বলেছেন: ময়মনহিংহ তে যাইয়া গ্যাস নিবা। আসার সময় কিন্তু তেলে আসতে হবে
৩| ২৫ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫৪
লীনা দিলরূবা বলেছেন: একদম শামসীর মার্কা পোস্ট। +++++++++++
২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৪
শ।মসীর বলেছেন: ধন্যবাদ আপু।
৪| ২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০২
জুল ভার্ন বলেছেন: প্রিয় শামসীর, বরাবরের মতই তোমার তোলা সুন্দর ছবি আমাকে বিমোহিত করেছে।
২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৮
শ।মসীর বলেছেন: উৎসাহ সর্বদা অনুপ্রেরনা হিসাবেই কাজ করে ।
৫| ২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০৩
আহমেদ রাকিব বলেছেন: দারুন পোষ্ট। যথারীতি ছবি নিয়া এইখানে কিছু বলবো না। সাক্ষাতে গালাগালি করব।
২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩০
শ।মসীর বলেছেন: সাক্ষাতে মারামারি ও হবে
৬| ২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০৪
আরজু বলেছেন: সুন্দর পোস্ট । ধন্যবাদ।
আচ্ছা , কনে দেখা আলো তে কনে পাওয়া গেছে ?
২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৮
শ।মসীর বলেছেন: সে কথা আর বলতে..........।
ঐ দূর পাহাড়ের ধারে
লোকালয় ছেড়ে দূরে
মন কেড়েছিল এক দূরন্ত মেয়ে
সেই কবে ..............।
৭| ২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০৬
শয়তান বলেছেন: মুক্তাগাছার জমিদার বাড়ি মিস করলেন । এখানে একটা রঙ্গমন্চ আছে ।
২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১২
শ।মসীর বলেছেন: জীবনটাইত একটা রঙ্গ মঞ্চ
জমিদারেটা দেইখা আর কি হইব
৮| ২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০৬
ক্যামেরাম্যান বলেছেন: ছবি আর বর্ণনা দুটোই ভাল লাগলো।
২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১৫
শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ ক্যামেরাম্যান ভাই।
৯| ২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০৮
আবু সালেহ বলেছেন:
আরে !!! আমিও সঙ্গী হইতে পারতাম...
ছবির জন্য ধন্যবাদ..
২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৫
শ।মসীর বলেছেন: আফসুস আগে বলবেন না
১০| ২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৪
শেরজা তপন বলেছেন: ভাল লাগল-গিয়েছিলাম ওখানটায়, আপনার মত আমারও খুব ভাল লেগেছে।
২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০৮
শ।মসীর বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।
১১| ২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২২
নাজমুল আহমেদ বলেছেন:
বিশ্রী!! হইচে.........
২৭ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৮
শ।মসীর বলেছেন: হুমমম
১২| ২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৬
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: গজনী ছবির শ্যুটিং কে এইখানে হৈছে???!!!
২৫ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪
শ।মসীর বলেছেন: তোমারে নায়ক বানাইয়া আমি একখান গজনী বানামু........সেটার শ্যুটিং নিশ্চিত এখানে হবে
১৩| ২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩১
বড় বিলাই বলেছেন: জায়গাটা সত্যি সুন্দর। নৌকার ছবি দিলেন না?
২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৬
শ।মসীর বলেছেন: লেকে পানি নাই
তার উপর সন্ধ্যা হয়ে গিয়েছিল।
১৪| ২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৬
রোহান বলেছেন: মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: গজনী ছবির শ্যুটিং কে এইখানে হৈছে???!!!
আরজু বলেছেন: আচ্ছা , কনে দেখা আলো তে কনে পাওয়া গেছে ?
শামসু নানা মাইনসে কি সব কয়... জাতি কি তবে অতিসত্বর নানীর মুখ দেখিতে যাচ্ছে
২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:১৮
শ।মসীর বলেছেন: জাতি খালি তাড়াহুড়ো করে
১৫| ২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৭
যীশূ বলেছেন: ভালোই তো বেড়াইলেন। আগে বললেন না ক্যান? একসাথে যাইতাম।
২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৫৬
শ।মসীর বলেছেন: আমি কি জানতাম বললে আপনি যাইবেন। চারটা সিট খালি ছিল দশ সিটের মাঝে
১৬| ২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:৩০
পারভেজ বলেছেন: চামেই আছো!!
২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৬
শ।মসীর বলেছেন: এই আর কি :>:>
১৭| ২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:৩২
রেজোওয়ানা বলেছেন: গজনী বেশি সুন্দর লাগে বর্ষা কালে, কারণ তখন লেক আর ঝর্ণাতে পানি থাকে। পাহাড়ের গা বেয়ে ঝরে পরা ঝর্ণা গুলো আদ্ভুত লাগে দেখতে: এর পর বর্ষাকালে যাবেন ।
নীচ থেকে ছয় নম্বর ছবিটা খুব সুন্দর হয়েছে। ছবির জন্য ++++
২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪৭
শ।মসীর বলেছেন: বেড লাক আমাদের লেকে কোন পানি ছিলনা
আরেকবার এমনিতেই যেতে হবে , মধুটিলায় যাওয়া হয়নি এবার।
ধন্যবাদ আপু।
১৮| ২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০৬
তাজা কলম বলেছেন: ভাল লাগলো। ছবিগুলো উপভোগ করলাম বেশ।
২৫ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৪০
শ।মসীর বলেছেন: ধন্যবাদ , উপভোগ্য হয়েছে জেনে ভাল লাগল। ভাল থাকবেন।
১৯| ২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৫
ডিজিটাল কলম বলেছেন: আকাশেতো আগুন লেগে গেছে......
++++++++
২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৫০
শ।মসীর বলেছেন: কল ফায়ার সার্ভিস
২০| ২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:০৪
পাথুরে বলেছেন:
হাবিলদার শামসু
২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৪
শ।মসীর বলেছেন: khobor ase koilam
২১| ২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:২৯
সামছা আকিদা জাহান বলেছেন: সুন্দর ছবি সুন্দর পোস্ট। খুব ভালো লাগল। তবে তুমি আবার যাও গজনী সকালে। পাহাড়গুলি সব হয়ে থাকে বেগুনী রোদ পরে আর সাদা হয়। কি যে অদ্ভুত সুন্দর লাগে সেই প্রকৃতি।
২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৪১
শ।মসীর বলেছেন: আপনার কথায় মনে হচ্ছে অন্যরকম আরেকটা সৌন্দর্য মিস করে এসেছি
আমরাতো ঢাকা থেকে গিয়েছি তাই অনেক দেরী হয়ে গিয়েছিল। ব্যাড লাক। রাতে থাকতে চেয়েও পারিনি ঐ খানে।
ইনশাআল্লাহ সামনে কোন এক সময় যাব।
অনেক ধন্যবাদ আপু।
২২| ২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৩
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: গজনীতে গিয়েছিলাম ১৯৯৮ সালে। অনেক সুন্দর জায়গা।
২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ১:০৬
শ।মসীর বলেছেন: আসলেই সুন্দর।
২৩| ২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ১:২৩
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: ১৯৯৮ সাল। গজনীতে অল্প কিছু ছবি তুলেছিলাম এনালগ ক্যামেরায়, কোথায় যে হারিয়ে গেছে.....!
এখন কোথাও গেলেই ডিজিটাল ক্যামেরায় কত শত শত ছবি তুলতে পারি। বেড়ানোরই মজাই এখন আলাদা। তখন প্রযুক্তি এমন ছিল না, টাকা ছিল না তবু বেড়ানোর মন ছিল।
এখন ঐ দুটো থাকলেও কোথাও যেতে ইচ্ছে করে না।
২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ১:৫৩
শ।মসীর বলেছেন: ফ্লিম ক্যামেরার সেই সব দিন গুলি
একটা ছবি তুলতে কত ভাবতাম আর এখন !!!
২৪| ২৬ শে অক্টোবর, ২০০৯ ভোর ৬:২০
মারূফ মনিরুজ্জামান বলেছেন: আমার সুন্দরবনে তোলা কিছু ছবির নেগেটিভ আছে- এটা ল্যাবে নিয়া গেছিলাম - আমার দিকে এমন ভাবে তাকাল যে আমি ডাইনোসার টাইপের কোন প্রাণী- একটা নাকি স্ক্যানার আছে- কোন আইডিয়া আছে এইটার ব্যাপারে? ৬৫ টাকার স্পিকারে ৫ বছর চালাইছি- কি যে দিনকাল পড়ছে
২৬ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১২
শ।মসীর বলেছেন: ফ্লিম স্ক্যানার আছে যেটা দিয়ে নেগেটিভ থেকে পজেটিভ আউটপুট পাওয়া যায়। এখনকার অনেক স্ক্যানার এর সাথে এটা বিল্ট ইন ই থাকে।
স্ক্যানার এর মূল কাচের বিপরীতে যে ঢাকনা আছে তার সাথে দেখবা একটা ফ্লিম স্ট্রীপ লাগানোর ট্রে আছে। তাতে নেগেটিভ দিয়ে স্ক্যান করতে হয়।
২৫| ২৬ শে অক্টোবর, ২০০৯ ভোর ৬:২৩
মারূফ মনিরুজ্জামান বলেছেন: একটা ল্যাবে প্রিন্ট করার জন্য যে চার্য চাইছিল সেইজন্য স্পিকারের কথাটা বলছি-
২৬ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩২
শ।মসীর বলেছেন: ল্যাব ওয়ালারা বিডিতেও শুরুতে ভাব নিত, এখন আর নেয়না।
২৬| ২৬ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:১০
ব্যাপারনা বলেছেন: ভাল লাগল , ছবি ও লেখা দুটোই
২৭ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩৯
শ।মসীর বলেছেন: ধন্যবাদ
২৭| ২৬ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৮
ভাঙ্গন বলেছেন: প্রাণ জুড়ানো!
২৬ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫১
শ।মসীর বলেছেন: ধন্যবাদ
২৮| ২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:২৩
সুলতানা শিরীন সাজি বলেছেন:
খুব সুন্দর........
ছবিগুলো দেখে খুব ভালো লাগলো শামসীর........।
ভালো থেকো।
শুভকামনা
২৮ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৯
শ।মসীর বলেছেন: ধন্যবাদ আপু। ভাল থাকুন সবসময়।
২৯| ২৮ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:০৫
তায়েফ আহমাদ বলেছেন: এক কথায়, "ওয়াও"
২৮ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫০
শ।মসীর বলেছেন:
৩০| ২৮ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৫
উদাসী স্বপ্ন বলেছেন: ভাইজানেরা, সকাল আমার ঘুম ভাঙ্গে আপনেগো ফোনে। কি যে হইছে কিছু বুঝতাছি না! আপনেগো মতো বসরা থাকতে আমার মতো চুনোপুটিরে টানে কেন বুঝলাম না! সকাল বেলা ঘুম ভাংলো ওয়েব পেজ নাকি খুলে না!
অখন কি করি নিজেই বুঝি না, টেস্ট রান করতে আমার সেই দিন সোয়াশ ফোন করতে হইছে আর আপনেরে যেই দৌড়ের উপর রাখছিলাম, সেইটা মনে হইলেও আফসোস লাগে! এখন বস কি অবস্হা?
আমি কিন্তু আর ফোন ধরুম না!
২৮ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১৩
শ।মসীর বলেছেন: হা হা হা !!! ভালবাসা বলে একটা কথা আছেনা। লোকজন এখনও ভুলতে পারে নাই আর কি ??
এখনও কোন গতি হয়নাইক্কা। সনৎ একটু আগে আমারে ফোন কইরা কতক্ষন কাউকাউ করল। আমাগো ট্রান্সমিশনে কোন প্রবলেম নাই, মাগার আইটি নাকি পিং করলে পায়না। সকাল থেকে এই হাউকাউ চলছে।
এখন কইছি ড্রপে হাজির বাড়ীতে চেক করতে।
ফোন না ধরলে নাই, আমিও আর নাই কইয়া দিছি। হালার কোন কামে এত লেন্জা লাগেনাই আগে, এইটা হুদাই ঝুইলা আছে। আফসুস।
আর খবাখবর কি !!
৩১| ০১ লা নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৭
অনার্য তাপস বলেছেন: বনের মাঝে টাওয়ার ক্যান বাইজান? কারা বানাইছে??
০১ লা নভেম্বর, ২০০৯ বিকাল ৫:১০
শ।মসীর বলেছেন: বন দেখার জন্য , হাতীর হাত থেকে বাঁচার জন্য
বনের মালিক বন বিভাগ
৩২| ০৩ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৭
ম্যাক্স পেইন বলেছেন: খুব সুন্দর বস
০৩ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৪
শ।মসীর বলেছেন: ধন্যবাদ ।
৩৩| ২০ শে জানুয়ারি, ২০১১ রাত ৩:১৯
ফটো পাগল বলেছেন: ছবি ভালো হয় নাই
২০ শে জানুয়ারি, ২০১১ সকাল ১০:০৮
শ।মসীর বলেছেন: হুমম আলো বেশী ছিলনা.....
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫২
জুল ভার্ন বলেছেন: সুন্দর বর্ণনা, স্বচ্ছ ছবির জন্য ধন্যবাদ। +