![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজ ও অন্যের কু-বাসনা চরিতার্থে; তল্পিবাহক লেখক, কলামিস্ট, মিডিয়া- ইতিহাস বিকৃত করে মিথ্যা, মনগড়া গল্প বানিয়ে প্রচার করে। এদের লেখা-কথা; যেন শুধুই "বিপর্যয়"!!
শিক্ষা, শপথ ও পেশার সাথে এদের এমন চরম প্রতারনা; জনসাধারণে হিংসা-বিদ্বেষ-হানাহানি তৈরী, এমনকি মানসিক ক্ষতিরও অন্যতম এক কারন হয়ে দাড়িয়েছে।
বর্তমানে, তাবৎ পৃথিবী জুড়ে চলছে ইতিহাস বিকৃতির খেলা !! যার যত অর্থ ও প্রতিপত্তি, এ খেলায় সে-ই তত বেশী এগিয়ে।
কিন্তু মূর্খের দলের জানা নেই; ইতিহাস কখনও মিথ্যা'র আশ্রয়ে থাকেনা, মিথ্যা ধারন করে না। বরঞ্চ মিথ্যার দাসত্ব করতে গিয়ে, বিপুল মানবগোষ্ঠীর কাছে এরা নির্লজ্জ ও হেয় হয়ে গিয়েছে - হারিয়েছে এদের বিশ্বস্ততা ও গ্রহনযোগ্যতা।
মহাবিশ্বের যে কোনও গভীরে, যত সুরক্ষিত ভল্টে চেপে রাখা হোক না কেন; ভবিষ্যৎ অনুক্ষণ সত্য-কে প্রকাশ করে যায়। করবেই। তা হোক কোনও মিথ্যুকের মুখ দিয়ে কিংবা কোনও সত্যাশ্রয়ী গবেষকের লেখনীতে।
পূনশ্চ :
রিপোর্টারদের বক্তব্যে; তিনি, উনি, সে, তার, ওনার, ওনারা, তাদের, তারা; কার ক্ষেত্রে, কি শব্দ ব্যবহার করতে হয়/হবে- বর্তমান মিডিয়াগুলো সে বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ !!
তাই ভাষার মাধুর্যতা হারিয়ে, এদের বক্তব্যে প্রকাশ পাচ্ছে নিম্নমানের ভাষার প্রয়োগ !! এমনিতেই এদেশের মিডিয়াগুলো টাইপ করা খবর পড়া ব্যতীত; নিজস্ব কোনও ব্যাখ্যা-বিশ্লেষন, প্রকৃত সত্য উদঘাটন/প্রচার, লাইভ কভারেজ (বিশেষত: আন্তর্জাতিক খবর প্রচারে), ফলো-আপ প্রদানে চরম ব্যর্থ। তার উপর খবর/রিপোর্ট পড়তে গিয়ে তাদের যে ভাব; তা এক প্রকার অনাভিজাত্যই।
ফেস ভ্যালুর চেয়ে ভদ্রতা জানা ও মেনে চলার প্রয়োজনীয়তাই বেশী, কারন প্রতিটি ব্যক্তি-ই সমান সম্মান পাওয়ার অধিকারী !!
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:৩০
রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বলতে চান?