![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পদদলিত করিনা-
ছিঁড়ি না; আর পোড়াই-ও না কারও ধর্মগ্রহ্ন।
আঁকি না অন্য কোনও ধর্মীয় প্রবক্তার-
বিকৃত মুখাবয়ব, কার্টুন।
ভয়-লোভ দেখিয়ে ধর্মান্তরিত করার;
আমার নেই কোনও কোটি ডলারের মিশন-
বিশেষ সার্ভিস; এজেন্ট কিংবা খুনে বাহিনী।
আমার দেশেই চীন-কোরীয়-জাপানী-ভারতীয়’রা;
হরহামেশা-ই খায় নানা জীব-জন্তু, পশুপাখি-
যা আমার কাছে হারাম; তথাপিও আমি
কুপিয়ে-পিটিয়ে হত্যা করিনা তাদের !
আমার দেশের-ই অক্সিজেন টেনে;
আমার দেশেই খেয়ে-বেড়ে উঠে;
শুধুই আমার ইসলাম ধর্ম নিয়ে;
ওদের কতই না নীচ রচনা;
আর মিথ্যার বেহায়াপনা !
ছি! কি শিক্ষা ওদের !!
ইতিহাস না পড়া কতই-না মূর্খ এরা !!
চরম ধৈর্য আর ত্যাগের পরম্পরায় আমি-
মুসলিম; চিরকাল-
চির গর্বিত এক জাতি !!
০৬ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:৪৩
সামছুল আলম কচি বলেছেন: আমার লোখায় কষ্ট পেয়েছো ?? এভাবে লিখেছো; কারন এটাই তোমার শিক্ষা; যা তোমাকে কেউ শিখিয়ে দিয়েছে ! মুসলমানেরা ৮০০ বছর ভারত শাসন করেছে; তোমার বক্তব্যের স্বপক্ষে তেমন একটি ঘটনাও কি সে ৮০০ বছরের ইতিহাসে খুঁজে পেয়েছো ??!! বরং হিন্দুরা-ই মুসলমানদের গড়ে তোলা স্থাপনা ধ্বংস করেছে; এখনও করে যাচ্ছে। আমার পূর্ব পুরষেরা কি ছিল তা জানিনা; তবে আমার আদি পিতা-পৃথিবীর প্রথম মানব হলেন হযরত আদম আলাইহী ওয়া সাল্লাম। সে হিসেবে আমি বিশ্বাস করি; তুমিও তারই বংশের কারও থেকে এসেছো !! হয়তো হিন্দু; তাতে কী ?? আমি হিন্দুদের ঘৃণা করিনা ! সুবিখ্যাত গায়ক, ইন্দ্র মোহন রাজবংশী স্যার খিলগাঁও হাই স্কুলে ইংরেজী পড়াতেন। আমি তাঁর ছাত্র। স্যারের ছোট দুই ভাই চন্দ্র ও অলঙ্গ আমার সাথে পড়তো। ওদের সাথে কত কত মধুর স্মৃতি !! সেই চন্দ্র-কে হলি ফ্যামিলির প্যাথলজি বিভাগে কাজ করা অমলা রাণী ওঝা’র সাথে বিয়ের ঘটকালীও করলাম!! কখনও; এমনকি এখনও তাদের কিংবা আর কাউকে হিন্দু টিন্দু ভেবে আলাদা করি নাই/করিনা। তোমার পূর্ব পুরুষ কারা ছিল ?? ভবিষ্যত বংশধরেরা কোন্ জাত নিবে বলতে পারো ???
২| ০৬ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:২৯
বিজন রয় বলেছেন: গর্ব করার মতো আপনি কি কি অর্জন করেছেন যদি একটু বলতেন।
০৬ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:৩৫
সামছুল আলম কচি বলেছেন: যেমন ; প্রথমেই আমি আপনাকে মানুষ হিসেবে সম্মান করবো। যখন আপনি আমাকে অসম্মান করবেন- আমি আপনার পথ আর মাড়াবো না। দ্বিতীয়ত: আমার মূল্যায়ন ; প্রথমেই আপনি একজন মানুষ; ধর্ম-জাতের প্রকাশ পাবে যার যার কর্ম দিয়ে। কোনও ধর্মই খারাপ কিছু শেখায় না !! আমার বাছ-বিচার সর্বত্র সততা ও ন্যায় বিচারের পক্ষে অবস্থান করবে।
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৩৪
মেঘনা বলেছেন: মুসলিম কোন জাত না ধর্ম। তোমার জাত তুমি বাঙালি। ভারতবর্ষে অন্যান্য প্রদেশের মত তোমার পূর্বপুরুষেরাও হিন্দু ছিল। বিদেশি মুসলমানেরা তোমার আদি ধর্মের উপাসনালয় ধ্বংস করে তোমাকে মুসলমান বানিয়েছে, তোমার আদি ধর্মগ্রন্থ, কৃষ্টি, সংস্কৃতি ধ্বংস করেছে। এবং তোমাকে অবশিষ্ট হিন্দুদের ঘৃণা করতে শিখিয়েছে। এবং এটাই তোমার কাছে জিহাদ, তোমার মুসলমান দাসত্বের শৃংখল।