![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেনানিবাসে খুল্লো এক কারাগার;
কি কারবার-কি কারবার !!
গুম-খুন ইত্যাদি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের ১২/১০/২০২৫ তারিখের আদেশ অনুযায়ী; বাংলাদেশ পুলিশ, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ২৫ সেনা কর্মকর্তাকে গ্রেফতার করে ২৪ ঘন্টার মধ্যে ট্রাইবুনালে উপস্থিত করবে। ট্রাইবুনাল অভিযুক্ত সেনা কর্মকর্তা'রা কোন্ জেল হাজতে থাকবে কিংবা জামিন হবে কি-না, সে বিষয়ে সিদ্ধান্ত দিবে। কিন্তু সঠাৎ করেই স্বরাস্ট্র মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাসস্থ বাশার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত এম ই এস বিল্ডি নং-৫৪, ঢাকা সেনানিবাস, ঢাকা- কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করে দিল (প্রজ্ঞাপন নং-৩৮৩, তারিখ: ১২.১০.২০২৫) !!! সে প্রজ্ঞাপনে কেন, কি উদ্দেশ্যে এবং বন্দী হিসেবে কাদেরকে সেখানে রাখা হবে- তার কোনও উল্লেখ নেই !!
এর আগেই মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জশীট গঠন, চাকরী থেকে অপসারন ও গ্রেফতারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের আদেশ অন লা্ইনে দেখে/শুনে বাংলাদেশ সেনাবাহিনী ১৫ জন সেনা কর্মকর্তা-কে সেনা হেফাজতে নেয় বলে সেনা দপ্তর এক সংবাদ সম্মেলনে জানায়।
স্বরাস্ট্র মন্ত্রণালয় কোন্ এখিতিয়ার বলে এমনটি করলো ?? এ ব্যাপারে আইসিটি'র ব্যাখ্যা হয়তো আজ-কালের মধ্যে পাওয়া যেতে পারে।
এখন পরিস্থিতিতে কি হলো ?! পুলিশ কর্তৃক গ্রেফতার না হতেই অভিযুক্ত সেনা কর্মকর্তাদের জন্য (বটেই তো) বিশেষ কারাগার প্রস্তুত হয়ে গেল !! যা নির্ধারন করবে বিচারিক আদালত অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল; তা করলো দেশের স্বরাস্ট্র মন্ত্রণালয় !!
তলে তলে কি আইসিটি আর স্বরাস্ট্র মন্ত্রণালয়ের মধ্যে এ ধরনের কোনও সমঝোতা হয়েছে ?? নো, তা কোনও কালেও ঘটার সম্ভাবনা নেই। কারন বিষয়টি খুবই দৃশ্যমান।
সেনা সদর এবং স্বরাস্ট্র মন্ত্রণালয় কর্তৃক সুনির্দিষ্টভাবে সংবিধান লঙ্ঘন এবং বিচারিক আদালতের নিয়ম লঙ্ঘন করা হয়েছে !!!
তবে নিয়ম ভাঙ্গা মানুষেরা প্রতিদান পায়; অনিয়মের অনির্ধারিত পন্থায় !!
দেখিনা কে কি করে !!!!
©somewhere in net ltd.