নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার জানালা

সামছুল আলম কচি

পড়তে আর লিখতে ভালবাসি

সামছুল আলম কচি › বিস্তারিত পোস্টঃ

সিপাহী; প্রমাণ করো তুমি নির্দোষ

২২ শে অক্টোবর, ২০২৫ সকাল ৯:১৯




রাস্ট্রের নিরপরাধ নাগরিকদের নৃসংশভাবে হত্যার অভিযোগে অভিযুক্ত কিছু ঘৃণ্য জালেম, খুনীদের জন্য বিশেষ ব্যবস্থায় তৈরী এসি বাস !!!!
এক-দুইজন বিশিষ্ট ব্যক্তির নিরাপদ চলাচলের জন্য রাস্ট্রের/জনগনের বিপুল টাকা ক্ষতি করে কেনা হবে ৪টি বুলেটপ্রুফ গাড়ী !!!!
আহ এসি - এসি !!! মাটির নীচের জন্য কয়েকটা কিনে রাখলে হয় না ??!!
সন্ধায় কাওরার বাজারে, বাবার ভ্যানে- বাবাকে সঙ্গ দিতে বসে আছে এক দরিদ্র রাজকুমারী !! কত রাতে ওর বাড়ী ফেরা হবে; ও জানে না!!
এনমি তরো শত সহস্র শিশু রাজকুমারীদের এ দরিদ্র দেশের পথে-ঘাটে দিন-রাত কাটে !!
চেতনার বৃদ্ধ ব্যবসায়ীরা; ‍বুড়া রাজনীতিবিদেরা নির্বাচন-নির্বাচন চিৎকারে মুখে ফেনা তুলে হয়রান !!!
তারপরও কেউ এদেশে হয়ে আছে রাজা !!
কেউ স্বপ্ন দেখে; সে-ই তো হবে রাজা !!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০২৫ সকাল ১১:৪৩

জেনারেশন একাত্তর বলেছেন:



বাড়বকুন্ড কেমিক্যালের টাকা কারা কারা ডাকাতী করেছে?

২| ২২ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৩৫

রাজীব নুর বলেছেন: দেশে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.